উত্তর গাজার বৃহত্তম রিফিউজি ক্যাম্পে হামলা চালিয়েছে ইজরায়েল । ঘটনায় বহু মানুষের মৃত্যু হয়েছে । এই একই ঘটনায় পরিবারের প্রায় ১৯ জনের মৃত্যু হয়েছে বলেই জানা গিয়েছে। জাবালিয়া ক্যাম্পে ইজরায়েলি হামলায় দুদিনে ১৯৫ জন নিহত, ১২০ জন নিখোঁজ হয়েছেন।
ইজরায়েল ও হামাসের মধ্যে চলমান যুদ্ধের আজ ২৭ তম দিন। গাজা উপত্যকায় ইজরায়েলি বোমাবর্ষণ অব্যাহত রয়েছে। এদিকে, প্যালেস্তাইনি সরকারি মিডিয়া জানিয়েছে, যে গাজার জাবালিয়া শরণার্থী শিবিরে ৩১ অক্টোবর এবং ১ নভেম্বর ইজরায়েলের দুটি বিমান হামলায় ১৯৫ জন প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে। একই সময়ে, প্রায় ১২০ জন এখনও ধ্বংসাবশেষের নীচে নিখোঁজ এবং কমপক্ষে ৭৭৭ জন আহত হয়েছেন।
আরও পড়ুন Explained: ১০০ বছরের রক্তপাত! গাজায় যুদ্ধ ইতিহাস, ইজরায়েল-প্যালেস্তাইনের লড়াইয়ে নতুন করে প্রচারে
আল জাজিরার খবরে বলা হয়েছে, আগের দিন গাজায় জাবালিয়া শরণার্থী শিবির এবং একটি বেকারিতেও হামলা চালানোর পর গাজা জুড়ে ইজরায়েলি বোমাবর্ষণ চলতে থাকে। বেশ কয়েকটি হাসপাতালের আশেপাশের এলাকাগুলিও চলে বোমাবর্ষণ। ইজরায়েলি বিমান হামলায় গাজায় অন্তত ৮,৮০৫ জনের বেশি প্যালেস্তাইনি নাগরিকের মৃত্যু হয়েছে।
হামাসের ক্ষেপণাস্ত্র কমান্ডারকে হত্যার দাবি
এদিকে, ইজরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) বলেছে যে তারা বুধবার, ১ নভেম্বর হামলায় হামাসের অ্যান্টি-ট্যাঙ্ক গাইডেড ক্ষেপণাস্ত্র কমান্ডার মুহাম্মদ এসারকে হত্যা করেছে।
"গাজায় মার্কিন সেনা মোতায়েনের কোনো ইচ্ছা নেই"
হোয়াইট হাউস বলেছে যে মার্কিন যুক্তরাষ্ট্র ভবিষ্যতে শান্তিরক্ষার কোন ভূমিকায় গাজায় মার্কিন সেনা মোতায়েন করবে না। হোয়াইট হাউসের জাতীয় নিরাপত্তার মুখপাত্র জন কিরবি সাংবাদিকদের বলেছেন, "এখন বা ভবিষ্যতে গাজায় মার্কিন সামরিক বাহিনী মোতায়েনের কোনো পরিকল্পনা বা ইচ্ছা মার্কিন যুক্তরাষ্ট্রের নেই।"
হিজবুল্লাহর দাবি- দক্ষিণ লেবাননে ইজরায়েলি ড্রোন ধ্বংস করেছে
হিজবুল্লাহ বলেছে যে তারা একটি সারফেস টু এয়ার মিসাইল দিয়ে দক্ষিণ লেবাননের উপর দিয়ে একটি ইসরায়েলি ড্রোন ধ্বংস করেছে। সীমান্তে ক্রমবর্ধমান উত্তেজনার মধ্যে এই সপ্তাহে ইরান-সমর্থিত গোষ্ঠীর এটি দ্বিতীয় দাবি। ইজরায়েল এখনো এ বিষয়ে কোনো মন্তব্য করেনি।
রাফাহ সীমান্ত থেকে মিশরে পৌঁছেছেন ৪০০ জনেরও বেশি বিদেশি নাগরিক
প্রথমবারের মতো বিদেশি নাগরিক ও গুরুতর আহত প্যালেস্তাইনিদের জন্য রাফাহ সীমান্ত খুলে দিয়েছে মিশর। বিবিসির প্রতিবেদনে বলা হয়েছে, রাফাহ সীমান্ত থেকে এ পর্যন্ত ৪০০ জনের বেশি বিদেশি নাগরিক এবং গুরুতর আহত প্যালেস্তাইনি মিশরে প্রবেশ করেছে। অস্ট্রেলিয়ার বিদেশ দফতর জানিয়েছে যে ২৩ অস্ট্রেলিয়ান নাগরিক রাফাহ ক্রসিং দিয়ে গাজা থেকে মিশরে নিরাপদে প্রবেশ করেছেন।
ইজরায়েল-হামাস যুদ্ধের মধ্যে মানবিক যুদ্ধ বিরতি থাকা উচিত: বিডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন বলেছেন যে তিনি বিশ্বাস করেন যে ইসরাইল-হামাস যুদ্ধে একটি মানবিক যুদ্ধ বিরতি হওয়া উচিত। একই সময়ে, তিনি বলেছিলেন যে তার প্রশাসন যত তাড়াতাড়ি সম্ভব আমেরিকান জনগণকে গাজা থেকে বের করে আনতে অবিরাম কাজ করছে।
বাইডেন বলেন, ইজরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু এবং মিশরের প্রেসিডেন্ট আবদুল ফাতাহ আল-সিসির সঙ্গে 'নিবিড় ও কূটনীতির আলোচনার ফলেই রাফাহ সীমান্ত খুলে দেওয়া হয়েছে। এ জন্য তিনি কাতারকে ধন্যবাদ জানান।