Advertisment

Chandrayaan-3 Launch: সফল উৎক্ষেপণ, এবার ৪২ দিনের যাত্রা শুরু চন্দ্রযানের

ISRO Chandrayaan-3 Moon Mission Launch Live Updates: চন্দ্রযান-৩ সফল ভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrayaan-3 Launch Live | ISRO Chandrayaan-3 Moon Mission |

সফল উৎক্ষেপণ

Chandrayaan-3 Mission LVM3-M4 Live Updates: অপেক্ষার অবসান। নির্ধারিত সময়ে চাঁদের উদ্দেশে পাড়ি দিল ভারতের চন্দ্রযান-৩। শুক্রবার দুপুর ২.৩৫ মিনিট নাগাদ LVM3 রকেটের সাহায্যে উড়ে গেল চন্দ্রযান-৩। সফল উৎক্ষেপণে খুশির আমেজ সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে। ইতিহাস রচনা করল ভারত, চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ। চন্দ্রযান-৩ সফল ভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। ISRO টুইট করে এই তথ্য দিয়েছে। চন্দ্রযান-৩-কে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। মিশন ডিরেক্টর এস মোহন কুমার এ তথ্য জানিয়েছেন। এর সঙ্গে সঙ্গে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে উদযাপন শুরু হয়। চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণ তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন ক্রায়োজেনিক ইঞ্জিন চালু হয়েছে এবং চন্দ্রযানের সঙ্গে এগিয়ে যাচ্ছে।

Advertisment

চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ নিয়ে প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, 'চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ যাত্রায় একটি নতুন অধ্যায় রচনা করেছে। আজ প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার পূরণ হয়েছে। এই সাফল্য আমাদের বিজ্ঞানীদের অক্লান্ত নিষ্ঠা ও পরিশ্রমের ফসল। আমি তাদের প্রতিভাকে স্যালুট জানাই!'

ISRO প্রধান এস সোমনাথ জানিয়েছেন, LVM 3-M4 রকেট চন্দ্রযান-৩ কে সঠিক কক্ষপথে স্থাপন করেছে। নির্দিষ্ট লক্ষ্যে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩।

সাফল্যের আশায় বুক বাঁধছিল আপামর ভারতীয়। অতীত থেকে শিক্ষা নিয়ে, এবার চন্দ্রযান ৩ পাঠালেন ইসরোর বিজ্ঞানীরা। LVM3 রকেটের সাহায্যে উড়ল চন্দ্রযান-৩। প্রাক্তন ISRO ডিরেক্টর কে শিবন বলেছেন, "চন্দ্রযান -৩ এর সাফল্য ভারতকে পরবর্তী বড় মিশনে উৎসাহিত করবে"। উল্লেখ্য তাঁর আমলেই ২০১৯ সালে চন্দ্রযান-২ মিশন ব্যর্থ হয়। অতীত থেকে শিক্ষা নিয়ে এবার আর কোনও রকম ভুল করতে চাইছেন না ইসরোর বিজ্ঞানীরা।

চাঁদে নামার কয়েক মুহূর্ত আগে চন্দ্রযান ২-এর ল্যান্ডার ‘বিক্রম’-এর সঙ্গে সমস্ত যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গিয়েছিল ইসরোর। ২০১৯ সালে ল্যান্ডার 'বিক্রম'-কে চাঁদের পিঠে নামাতে গিয়ে ব্যর্থ হয়েছিল চন্দ্রযান-২। সেই অভিযানে পাঠানো অরবিটরটি এখনও চাঁদকে প্রদক্ষিণ করে চলেছে। তাই এ বারের অভিযানে ইসরো আর কোনও অরবিটার পাঠাবে না চাঁদের কক্ষপথে। চাঁদের মাটিতে নামতে কক্ষপথে থাকা চন্দ্রযান-২ এর অরবিটারেরই সাহায্য নেবে, চন্দ্রযান-৩ এর সঙ্গে যাওয়া ল্যান্ডার আর তার ভিতরে থাকা রোভার।

প্রাক্তন ISRO ডিরেক্টর কে শিবন মিশন সম্পর্কে বলতে গিয়ে জানিয়েছেন, "ISRO আগের ব্যর্থতার কারণগুলিকে খুঁজে বের করেছে। সেগুলিকে সংশোধন করা হয়েছে৷ এবার ইতিহাস সৃষ্টি করতে চলেছে ইসরো। চন্দ্রযান-৩ পূর্ববর্তী মিশনের মতো একই চ্যালেঞ্জের মুখোমুখি হলেও এবার সাফল্য প্রায় নিশ্চিত। মহাকাশে অনেক কিছুই অজানা থেকে যায়। কিন্তু ভুল থেকে শিক্ষা নিয়ে আমরা নতুন আত্মবিশ্বাস অর্জন করেছি। এবার অর্জিত সাফল্য ভবিষ্যৎ প্রজন্মকে মহাকাশ গবেষণায় উৎসাহিত করবে"।

চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম 'বিক্রম'এবং রোভারের নাম 'প্রজ্ঞান'। এখনও পর্যন্ত আমেরিকা, চিন এবং রাশিয়ার মহাকাশযান চাঁদে সফলভাবে নামতে পেরেছে। আজকের এই মিশনে ভারত সফল ভারত চতুর্থ দেশ হিসাবে ইতিহাস গড়বে। তবে চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসাবে ইতিহাসের দোড়গোড়ায় ভারত। চন্দ্রযান ৩ অভিযানের জন্য প্রায় ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। সব ঠিকঠাক থাকলে, ২৩ অথবা ২৪ অগাস্ট, চন্দ্রপৃষ্ঠ ছোয়ার কথা চন্দ্রযান ৩-এর।

চন্দ্রযান-৩ যে কোনও উপায়ে সফল হবে বলে আশা প্রকাশ করে, প্রাক্তন ISRO চেয়ারম্যান মাধবন নায়ার বলেন, "এই মিশন মহাকাশ গবেষণার ক্ষেত্রে ভারতের জন্য একটি 'মাইলফলক' হিসাবে প্রমাণিত হবে। তিনি স্বীকার করেছেন যে চাঁদে ল্যান্ডারের নরম অবতরণ খুবই কঠিন এবং জটিল। তিনি বলেন, "ভারত চাঁদের কক্ষপথের তার প্রযুক্তিগত সক্ষমতা প্রমাণ করেছে, এখন তাকে তার সফট ল্যান্ডিংয়ের সক্ষমতা প্রমাণ করতে হবে। আজ যখন সারা পৃথিবী আবার চাঁদের দিকে তাকিয়ে আছে। আমাদের এই মিশন সফল করতে হবে"।

ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চন্দ্রযান-৩ এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার অবতরণ করবে। সফল হলে, ভারত দক্ষিণ মেরুতে একটি ল্যান্ডার অবতরণকারী প্রথম দেশ এবং চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে। এখন পর্যন্ত শুধুমাত্র রাশিয়া, আমেরিকা ও চিনে সফলভাবে চাঁদে অবতরণ করতে পেরেছে। মহাকাশে ভারী স্যাটেলাইট বহনের জন্য তৈরি রকেট LVM-3M4 রকেটের সাহায্যে চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে। প্রায় এক মাস পরে, ২৩ অথবা ২৪ আগস্ট, চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার কথা চন্দ্রযানের। চাঁদের এই অংশটি এখনও মানুষের চোখের আড়ালে রয়ে গিয়েছে।

  • Jul 14, 2023 17:35 IST
    সফল ভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ

    চন্দ্রযান-৩ সফল ভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। ISRO টুইট করে এই তথ্য দিয়েছে।



  • Jul 14, 2023 15:24 IST
    ভারতের মহাকাশ যাত্রায় নতুন অধ্যায়' - প্রধানমন্ত্রী মোদী

    চন্দ্রযান-৩ এর সফল উৎক্ষেপণ নিয়ে প্রধানমন্ত্রী টুইট করে বলেছেন, চন্দ্রযান-৩ ভারতের মহাকাশ যাত্রায় একটি নতুন অধ্যায় রচনা করেছে। আজ প্রত্যেক ভারতীয়ের স্বপ্ন এবং উচ্চাকাঙ্ক্ষার পূরণ হয়েছে। এই সাফল্য আমাদের বিজ্ঞানীদের অক্লান্ত নিষ্ঠা ও পরিশ্রমের ফসল। আমি তাদের প্রতিভাকে স্যালুট জানাই!



  • Jul 14, 2023 15:16 IST
    সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে খুশির আমেজ

    চন্দ্রযান-৩-কে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। মিশন ডিরেক্টর এস মোহন কুমার এ তথ্য জানিয়েছেন। এর সঙ্গে সঙ্গে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে উদযাপন শুরু হয়। চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণ তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন ক্রায়োজেনিক ইঞ্জিন চালু হয়েছে এবং চন্দ্রযানের সঙ্গে এগিয়ে যাচ্ছে।



  • Jul 14, 2023 15:15 IST
    সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে খুশির আমেজ

    চন্দ্রযান-৩-কে সফলভাবে কক্ষপথে স্থাপন করা হয়েছে। মিশন ডিরেক্টর এস মোহন কুমার এ তথ্য জানিয়েছেন। এর সঙ্গে সঙ্গে সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে উদযাপন শুরু হয়। চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণ তৃতীয় ও চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। এখন ক্রায়োজেনিক ইঞ্জিন চালু হয়েছে এবং চন্দ্রযানের সঙ্গে এগিয়ে যাচ্ছে।



  • Jul 14, 2023 15:14 IST
    চন্দ্রযান-৩ নিয়ে কী বিবৃতি দিলেন ISRO প্রধান?

    ISRO প্রধান এস সোমনাথ জানিয়েছেন LVM 3-M4 রকেট চন্দ্রযান-৩ কে সঠিক কক্ষপথে স্থাপন করেছে। নির্দিষ্ট লক্ষ্যে যাত্রা শুরু করেছে চন্দ্রযান-৩।



  • Jul 14, 2023 15:13 IST
    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ISRO-কে অভিনন্দন জানিয়েছেন

    অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা টুইট বার্তায় লিখেছেন, "অসাধারণ কৃতিত্ব। চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের জন্য ISRO এবং প্রতিভাবান বিজ্ঞানী এবং ইঞ্জিনিয়ারদের অভিনন্দন। মহাকাশ অনুসন্ধানে ভারতের প্রতিশ্রুতি সত্যিই অনুপ্রেরণাদায়ক এবং এই মিশন নিঃসন্দেহে মহাকাশ গবেষণার পথ প্রশস্ত করবে। নতুন আবিষ্কার এবং অগ্রগতির জন্য।"



  • Jul 14, 2023 15:11 IST
    ইসরোকে অভিনন্দন জানিয়েছেন মনসুখ মান্ডব্য

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডব্য টুইট বার্তায় চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণের জন্য ISRO-কে অভিনন্দন জানিয়েছেন। তিনি লিখেছেন, 'গর্বের মুহূর্ত, অভিনন্দন ভারত'।



  • Jul 14, 2023 15:07 IST
    সফল ভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ

    চন্দ্রযান-৩ সফল ভাবে পৃথিবীর কক্ষপথে প্রবেশ করেছে। ISRO টুইট করে এই তথ্য দিয়েছে।



  • Jul 14, 2023 14:44 IST
    ইতিহাসের সাক্ষী থাকল দেশ

    ইতিহাস রচনা করল ভারত, চন্দ্রযান-৩-এর সফল উৎক্ষেপণ।



  • Jul 14, 2023 14:35 IST
    আর মাত্র এক মিনিট

    সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের মানুষও চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সাফল্যের জন্য প্রার্থনা করছেন। আর মাত্র এক মিনিটের অপেক্ষা



  • Jul 14, 2023 14:33 IST
    উৎক্ষেপণের সাফল্যের জন্য প্রার্থনা

    সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে উৎক্ষেপণের জন্য সম্পূর্ণ প্রস্তুতি নেওয়া হয়েছে। দেশের মানুষও চন্দ্রযান-৩ উৎক্ষেপণের সাফল্যের জন্য প্রার্থনা করছেন।



  • Jul 14, 2023 14:26 IST
    লঞ্চ দেখতে উচ্ছ্বসিত মানুষ

    আজকের এই মিশনের সাক্ষী থাকতে দেখতে শ্রীহরিকোটায় পৌঁছেছেন বিপুল সংখ্যক মানুষ।



  • Jul 14, 2023 14:25 IST
    LVM3 লঞ্চের জন্য প্রস্তুত

    মিশন ডিরেক্টর এস মোহন কুমার নিশ্চিত করেছেন যে LVM3 মহাকাশযানটি সমস্ত ছাড়পত্র সম্পন্ন হওয়ার পরে উৎক্ষেপণের জন্য প্রস্তুত।



  • Jul 14, 2023 14:12 IST
    মিশন কন্ট্রোল প্যানেলে পৌঁছেছেন ISRO চেয়ারম্যান এস সোমানাথ

    চন্দ্রযান-৩ মিশনের লঞ্চের আগে মিশন কন্ট্রোল প্যানেলে পৌঁছেছেন ISRO চেয়ারম্যান এস সোমানাথ। ২:৩৫:১৭ মিনিটে উৎক্ষেপণ পর্ব শুরু হবে। LVM3-M4/চন্দ্রযান-৩-এর মিশন ডিরেক্টর হলেন এস মোহনা কুমার, তিনি বিক্রম সারাভাই স্পেস সেন্টারের একজন সিনিয়র বিজ্ঞানী। তিনি এর আগে LVM3-M3 মিশনে ওয়ান ওয়েব ইন্ডিয়া 2 স্যাটেলাইটের সফল বাণিজ্যিক উৎক্ষেপণের ডিরেক্টোড় হিসাবে কাজ করেছিলেন।



  • Jul 14, 2023 14:08 IST
    লঞ্চের পর গতি হবে ১,৬২৭ কিলোমিটার

    দুপুর ২.৩৫ মিনিটে যখন LVM3 রকেটে উৎক্ষেপণ করা হবে, তখন এর প্রাথমিক গতি হবে ঘণ্টায় ১৬২৭ কিলোমিটার। উৎক্ষেপণের ১০৫ সেকেন্ড পরে, রকেটের গতিবেগ হবে ৬৪৩৭ কিলোমিটার প্রতি ঘন্টা। আকাশের ৬২ কিমি উচ্চতায় পৌঁছালে উভয় বুস্টারই রকেট থেকে আলাদা হয়ে যাবে এবং রকেটের গতিবেগ ঘণ্টায় সাত হাজার কিলোমিটার হবে।



  • Jul 14, 2023 14:05 IST
    মুন মিশন' ব্যর্থ হবে না,দাবি ইসরোর প্রাক্তন প্রধানের

    ইসরোর প্রাক্তন প্রধান মাধবন নায়ার বলেছেন, সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। চন্দ্রযান-৩ মিশন ব্যর্থ হওয়ার কোন কারণ দেখছি না।



  • Jul 14, 2023 13:49 IST
    কেন চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণ?

    চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণের বিষয়ে, ISRO জানিয়েছে যে চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। বিশেষ বিষয় হল চাঁদের পৃষ্ঠে বহু অবতরণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দক্ষিণ মেরুতে অবতরণ করা হয়নি। চন্দ্রযান-৩ হবে দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম মিশন।



  • Jul 14, 2023 13:27 IST
    চাঁদে 'সফট ল্যান্ডিং' প্রথম টার্গেট

    চন্দ্রযান-২-এর মতো, ISRO চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম দিয়েছে 'বিক্রম' এবং রোভারের নাম 'প্রজ্ঞান'। চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণের পর, ISRO-এর প্রথম উদ্দেশ্য হবে চন্দ্রপৃষ্ঠে ল্যান্ডারের নিরাপদ 'সফট ল্যান্ডিং' ।



  • Jul 14, 2023 13:24 IST
    ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকতে শ্রীহরিকোটায় হাজির শ'য়ে শ'য়ে পড়ুয়া

    চন্দ্রযান-৩ এর উৎক্ষেপণের মুহূর্তের সাক্ষী থাকতে অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটায় হাজির শ'য়ে শ'য়ে পড়ুয়া। সতীশ ধাওয়ান স্পেস সেন্টারে ২০০-এর বেশি স্কুল পড়ুয়া এসে হাজির হয়েছেন। সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলার সময় এক পড়ুয়া বলেন, 'মিশন ঘিরে আমি খুবই উত্তেজিত। আমি কল্পনা চাওলার মতো মহাকাশচারী হতে চাই'।



  • Jul 14, 2023 12:36 IST
    কী প্রার্থনা ইসরো প্রধানের?

    'প্রার্থনা করুন যেন সব সাফল্যের সঙ্গে হয়', তিরুপতি মন্দিরে পুজো দিয়ে দাবি ইসরো প্রধান এস সোমনাথ।



  • Jul 14, 2023 12:35 IST
    কী প্রার্থনা ইসরো প্রধানের?

    'প্রার্থনা করুন যেন সব সাফল্যের সঙ্গে হয়', তিরুপতি মন্দিরে পুজো দিয়ে দাবি ইসরো প্রধান এস সোমনাথ।



  • Jul 14, 2023 12:32 IST
    ফ্রান্স থেকে মোদীর শুভেচ্ছা বার্তা

    ফ্রান্স থেকেও এসেছে প্রধানমন্ত্রী মোদীর শুভেচ্ছা বার্তা। তিনি লিখেছেন, 'চন্দ্রযান-৩ দেশের আশা ও স্বপ্ন বহন করবে'।



  • Jul 14, 2023 12:30 IST
    ইতিহাসের দোরগোড়ায় ভারত

    এই মিশন সফল হলে ভারত হবে বিশ্বের চতুর্থ দেশ যারা এই নজির গড়ল।



  • Jul 14, 2023 12:07 IST
    চাঁদের গোপন রহস্য উদঘাটন করবে 'মুন মিশন'

    এই মিশনের প্রথম লক্ষ্য হল চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডারের সফট ল্যান্ডিং । দ্বিতীয় টার্গেট হল রোভারটি চাঁদের পৃষ্ঠে হেঁটে বেড়াবে সেই সঙ্গে বিভিন্ন তথ্য অন্বেষণ করবে এবং তৃতীয় টার্গেট হল রোভার থেকে সংগৃহীত তথ্যের ভিত্তিতে চাঁদের রহস্য উদঘাটন করা।



  • Jul 14, 2023 11:23 IST
    রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলটের অভিনন্দন ইসরোকে

    রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট চন্দ্রযান-৩ মিশনের সাফল্য কামনা করেছেন। তিনি টুইট করেছেন, 'তিন বছরের তপস্যা, সাধনা এবং বিজ্ঞানীদের কঠোর পরিশ্রমের পরে, মহাকাশযান চন্দ্রযান চাঁদ জয় করতে প্রস্তুত। সমগ্র দেশ এই বহু প্রতীক্ষিত ঐতিহাসিক উৎক্ষেপণের সাফল্য কামনা করে। ISRO-এর বিজ্ঞানী এবং মিশনের পুরো দলকে অনেক অনেক শুভেচ্ছা।



  • Jul 14, 2023 11:21 IST
    চন্দ্রযান-৩-এ কোন অরবিটার থাকবে না, কেন?

    চন্দ্রযান-৩-এর ল্যান্ডারের নাম ‘বিক্রম’এবং রোভারের নাম ‘প্রজ্ঞান’। ল্যান্ডার এবং রোভার পাঠানো হলেও এতে কোন অরবিটার থাকবে না। এর কারণ হল চন্দ্রযান-২ এর সঙ্গে পাঠানো অরবিটার এখনও কাজ করছে।



  • Jul 14, 2023 11:19 IST
    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ইসরোকে শুভেচ্ছা জানিয়েছেন

    উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ বলেছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দূরদর্শী নেতৃত্বে, চন্দ্রযান-৩, নতুন ভারতের শক্তি এবং সাহসের একটি নতুন প্রতীক, আজ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। চন্দ্রযান-৩ মিশনের জন্য অনেক শুভেচ্ছা, এটি আত্মনির্ভর ভারতের আকাঙ্খা এবং প্রযুক্তিগত উন্নয়নের প্রতীক। ISRO-এর পুরো টিমকে আন্তরিক অভিনন্দন যারা দেশের সোনালি ইতিহাস তৈরি করতে চলেছে!



  • Jul 14, 2023 11:16 IST
    LVM-3 কি?

    লঞ্চ ভেহিকেল মার্ক-III (LVM-3) হল চন্দ্রযান-3 এর লঞ্চ ভেহিকেল। এটি আগে জিওসিঙ্ক্রোনাস স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল (GSLV) Mk-III নামে পরিচিত ছিল। এর উচ্চতা ৪৩.৫ মিটার এবং এর ওজন ৬৪০ টন।



  • Jul 14, 2023 11:15 IST
    চন্দ্রযান-৩ উৎক্ষেপণের ঘোষণা কবে করা হয়?

    ২৯ মে ২০২৩-এ ইসরো প্রধান এস সোমনাথ চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণের ঘোষণা করেন। তিনি জানান, জুলাই-য়েই চন্দ্রযান-৩ উৎক্ষেপণ করা হবে।



  • Jul 14, 2023 11:14 IST
    কোথায় অবতরণ করবে চন্দ্রযান ৩? ইসরোকে শুভেচ্ছা SBI-এর

    ইসরোর তরফে জানানো হয়েছে, চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে চন্দ্রযান ৩-র ল্যান্ডার এবং রোভার। ৭০ ডিগ্রি দ্রাঘিমায় অবতরণ করার কথা চন্দ্রযান ৩। যে এলাকা চাঁদের দক্ষিণ মেরু থেকে ৩০০ কিলোমিটার দূরে অবস্থিত। SBI-এর তরফে ISRO-এর এই মিশনের জন্য শুভেচ্ছা জানিয়ে এক ট্যুইট করা হয়েছে। ৮টি পেলোড রয়েছে চন্দ্রয়ান-৩-এ। তার মধ্যে একটি পেলোড নাসার তৈরি। এটির নাম LRA রোভার। একই সঙ্গে উত্তরপ্রদেশ পুলিশ চন্দ্রযান-৩ মিশনের জন্য ISRO-কে অভিনন্দন জানিয়েছে।



  • Jul 14, 2023 11:13 IST
    ইসরো দেশের জনগণকে চন্দ্রযান-৩ লঞ্চ ইভেন্ট দেখার আমন্ত্রণ জানিয়েছে

    ইসরো দেশের জনগণকে চন্দ্রযান-৩ লঞ্চ ইভেন্ট দেখার আমন্ত্রণ জানিয়েছে

    আজ দুপুর ২.৩৫ মিনিটে লঞ্চ হবে চন্দ্রযান-৩। ISRO জনসাধারণকে উৎক্ষেপণ দেখার জন্য আমন্ত্রণ জানিয়েছে।



  • Jul 14, 2023 10:21 IST
    চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার সম্ভাব্য তারিখ

    চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসাবে ইতিহাসের দোড়গোড়ায় ভারত। চন্দ্রযান ৩ অভিযানের জন্য প্রায় ৬১৫ কোটি টাকা খরচ হচ্ছে। সব ঠিকঠাক থাকলে, ২৩ অথবা ২৪ অগাস্ট, চন্দ্রপৃষ্ঠ ছোঁয়ার কথা চন্দ্রযান ৩-এর।



  • Jul 14, 2023 10:19 IST
    চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসাবে ইতিহাস গড়ার লক্ষ্য

    চন্দ্রযান-৩, চাঁদে ভারতের তৃতীয় মিশন, শুক্রবার দুপুর ২:৩৫: ১৭ মিনিটে এ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। এ জন্য বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিট থেকে ২৫.৩০ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চন্দ্রযান-৩ এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার অবতরণ করবে। সফল হলে, ভারত দক্ষিণ মেরুতে একটি ল্যান্ডার অবতরণকারী প্রথম দেশ এবং চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে। এখন পর্যন্ত শুধুমাত্র রাশিয়া, আমেরিকা ও চিনে সফলভাবে চাঁদে অবতরণ করতে পেরেছে।



  • Jul 14, 2023 10:19 IST
    চাঁদের দক্ষিণ মেরুতে অবতরণকারী প্রথম দেশ হিসাবে ইতিহাস গড়ার লক্ষ্য

    চন্দ্রযান-৩, চাঁদে ভারতের তৃতীয় মিশন, শুক্রবার দুপুর ২:৩৫: ১৭ মিনিটে এ শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হবে। এ জন্য বৃহস্পতিবার দুপুর ১টা ৫ মিনিট থেকে ২৫.৩০ ঘণ্টার কাউন্টডাউন শুরু হয়। ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন (ইসরো) চন্দ্রযান-৩ এর মাধ্যমে চাঁদের দক্ষিণ মেরুতে ল্যান্ডার অবতরণ করবে। সফল হলে, ভারত দক্ষিণ মেরুতে একটি ল্যান্ডার অবতরণকারী প্রথম দেশ এবং চাঁদে অবতরণকারী চতুর্থ দেশ হবে। এখন পর্যন্ত শুধুমাত্র রাশিয়া, আমেরিকা ও চিনে সফলভাবে চাঁদে অবতরণ করতে পেরেছে।



  • Jul 14, 2023 10:14 IST
    চন্দ্রযান-৩-এর সাফল্য কামনায় তিরুপতি মন্দিরে পুজো

    ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার (ইসরো) বিজ্ঞানীরা চন্দ্রযান-৩ উৎক্ষেপণের আগে বৃহস্পতিবার সকালে তিরুপতি মন্দিরে পুজো দেন। ইসরো প্রধান এস সোমনাথ জানিয়েছেন, 'ভারত ১৪ জুলাই দুপুর ২:৩৫ মিনিটে তার তৃতীয় চন্দ্র অভিযান ‘চন্দ্রযান-৩’ উৎক্ষেপণের জন্য প্রস্তুত। আমি প্রার্থনা করি যে সবকিছু যেন ঠিকঠাক হয়ে যায় এবং এটি ২৩ আগস্টের পর যে কোন দিন চাঁদে অবতরণ করবে’।



  • Jul 14, 2023 10:11 IST
    কেন কোনও মহাকাশযান চাঁদে দক্ষিণ মেরুর কাছে অবতরণ করেনি?

    কারণ, নিরক্ষীয় অঞ্চলে অবতরণ করা সহজ এবং নিরাপদ। যন্ত্রের দীর্ঘ এবং টেকসই অপারেশনের জন্য ওই অঞ্চলের ভূখণ্ড এবং তাপমাত্রা যথেষ্ট উপযোগী। এখানে চাঁদের পৃষ্ঠটি সমান এবং মসৃণ। খুব খাড়া ঢাল প্রায় অনুপস্থিত। কম পাহাড় এবং গর্ত আছে। সূর্যালোক প্রচুর পরিমাণে আছে। অন্ততপক্ষে চাঁদের এই অংশের মুখ রয়েছে পৃথিবীর দিকে। যার ফলে, সৌরচালিত যন্ত্রগুলোয় নিয়মিত শক্তির সরবরাহ হয়।



  • Jul 14, 2023 10:11 IST
    চন্দ্রযান-৩ উৎক্ষেপণের খরচ কত?

    চন্দ্রযান-৩-এর খরচ হতে পারে প্রায় ৬১৫ কোটি টাকা। আর চন্দ্রযান-৩ মিশন ১৪ দিন স্থায়ী হতে পারে। উল্লেখযোগ্যভাবে, ইসরো যদি চন্দ্রযান-৩ সফলভাবে অবতরণে সাফল্য পায়, তবে এটি ভারতের ক্ষেত্রে চাঁদে অবতরণে গুরুত্বপূর্ণ প্রযুক্তিগত সাফল্য হিসাবে বিবেচিত হবে।



  • Jul 14, 2023 10:10 IST
    উৎক্ষেপণের বিষয়ে কী জানিয়েছে ISRO?

    এই চন্দ্রযান-৩-এর উৎক্ষেপণের বিষয়ে, ISRO জানিয়েছে যে চন্দ্রযান-৩ চাঁদের দক্ষিণ মেরুর কাছে অবতরণ করবে। বিশেষ বিষয় হল চাঁদের পৃষ্ঠে বহু অবতরণ হয়েছে, কিন্তু এখন পর্যন্ত দক্ষিণ মেরুতে অবতরণ করা হয়নি। চন্দ্রযান-৩ হবে দক্ষিণ মেরুতে অবতরণ করা প্রথম মিশন।



  • Jul 14, 2023 10:08 IST
    কখন উৎক্ষেপণ?

    ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থার চন্দ্রযান-৩ শুক্রবার ১৪ জুলাই ভারতীয় সময় দুপুর ২টো ৩৫ নাগাদ অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপিত হবে। এই উৎক্ষেপণ সোশ্যাল মিডিয়ায় লাইভ দেখাবে ইসরো। লঞ্চ ভেহিকেল মার্ক-৩ বা এলভিএম-৩ মহাকাশযানে রয়েছে চন্দ্রযান-৩ মিশরের ল্যান্ডার, রোভার এবং প্রপালশন মডিউল।



  • Jul 14, 2023 10:08 IST
    চন্দ্রযানে প্রচুর বৈজ্ঞানিক যন্ত্রপাতি রয়েছে


    ল্যান্ডার এবং রোভার দুটির মধ্যে নানা বৈজ্ঞানিক যন্ত্রপাতি আছে। যদিও প্রোপালশন মডিউলের প্রধান কাজ হল লঞ্চ ভেহিকেলটি উৎক্ষেপণ সম্পূর্ণ করার পর অভিযানকে সম্পূর্ণ করার জন্য তাকে চূড়ান্ত চন্দ্র কক্ষপথে নিয়ে যাওয়া। এটিও প্রচুর বৈজ্ঞানিক যন্ত্রপাতি বহন করবে। সেই যন্ত্রপাতি ল্যান্ডারটি পৃথক হওয়ার পরে কাজ শুরু করবে।



  • Jul 14, 2023 10:07 IST
    নিরাপদে উৎক্ষেপণ, সঠিক অবতরণ লক্ষ্য

    এই অভিযানের প্রাথমিক উদ্দেশ্য হল, মিশনের ল্যান্ডার বিক্রমের জন্য চাঁদে নিরাপদে অবতরণ। যদি ইসরো এটি বন্ধ করে দেয়, তাহলে ভারত হবে চাঁদে সুষ্ঠুভাবে অবতরণকারী চতুর্থ দেশ। তালিকায় আগে রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, তৎকালীন সোভিয়েত ইউনিয়ন এবং চিন। ইজরায়েল এবং জাপানও চন্দ্রের পৃষ্ঠে নিরাপদে অবতরণের চেষ্টা করেছিল। কিন্তু, প্রাইভেট স্পেস কোম্পানির নেতৃত্বাধীন সেই চেষ্টা ভারতের আগেরবারের চেষ্টার মতই সাম্প্রতিক অতীতে ব্যর্থ হয়েছে।



  • Jul 14, 2023 10:06 IST
    কোথায় এবং কিভাবে লাইভ স্ট্রিমিং দেখা যাবে?

    ISRO-এর অফিসিয়াল ওয়েবসাইট এবং অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সরাসরি চন্দ্রযান-৩-এর উৎক্ষেপন পর্ব সম্প্রচার করা হবে।



ISRO Chandrayaan 3
Advertisment