Advertisment

ভয়ঙ্কর দুঃসংবাদ! কাঁদছে গোটা দেশ, প্রয়াত চন্দ্রযান মিশনের শীর্ষ বিজ্ঞানী

হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়েন তিনি।

author-image
IE Bangla Web Desk
New Update
Chandrayaan-3, isro, vikram lander, lunar surface, chandrayaan-3 news, chandrayaan-3 updates, pragyan rover, Isro scientist

মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিশন চন্দ্রযানের সঙ্গে যুক্ত ইসরোর বিজ্ঞানী।

ভয়ঙ্কর দুঃসংবাদ! মৃত্যুর কোলে ঢলে পড়লেন মিশন চন্দ্রযানের সঙ্গে যুক্ত ইসরোর বিজ্ঞানী। শোকের পরিবেশ গোটা দেশ জুড়েই।

Advertisment

ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা (ইসরো) এর বিজ্ঞানী ভালরমাথি, যিনি শ্রীহরিকোটায় রকেট উৎক্ষেপণের সময় ধারাভাষ্য দিয়েছিলেন হঠাৎ করেই হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যুর কোলে ঢলে পড়ে। তার মৃত্যুতে শোকের বিহ্বল সহকর্মী থেকে দেশবাসী।

তার শেষ মিশন ছিল এই চন্দ্রযান-৩। উৎক্ষেপণের সময় তিনি ধারাভাষ্য দিয়েছিলেন। চন্দ্রযান-৩ ১৪ জুলাই শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান মহাকাশ কেন্দ্র থেকে উৎক্ষেপণ করা হয়।২৩ শে আগস্ট, চন্দ্রযান-৩-এর ল্যান্ডার মডিউল (এলএম) - বিক্রম ল্যান্ডার এবং প্রজ্ঞান রোভার সমন্বিত - চন্দ্রপৃষ্ঠে সফল অবতরণ করে।

এদিকে শনিবার ইসরো জানিয়েছে, চাঁদে প্রজ্ঞান রোভারকে আপাতত 'স্লিপ মোডে' রাখা হয়েছে। মহাকাশ সংস্থাটি ১৪ দিন পরে ফের প্রজ্ঞানের জাগার আশা করছে।

রোভার দুটি পেলোড, আলফা পার্টিকেল এক্স-রে স্পেকট্রোমিটার (এপিএক্সএস) এবং লেজার ইনডিউসড ব্রেকডাউন স্পেকট্রোস্কোপ (এলআইবিএস) দিয়ে সজ্জিত। যে পেলোডগুলি ল্যান্ডারের মাধ্যমে পৃথিবীতে ডেটা প্রেরণ করে তা আপাতত বন্ধ হয়ে গেছে।

প্রজ্ঞান রোভার এবং বিক্রম ল্যান্ডার মূল্যবান বৈজ্ঞানিক তথ্য সংগ্রহের জন্য একসাথে কাজ করছিল। APXS এবং LIBS পেলোডগুলি চন্দ্রের মাটি এবং শিলাগুলির মৌলিক এবং খনিজ গঠন বিশ্লেষণ করার জন্য ডিজাইন করা হয়েছে। যদি প্রজ্ঞান রোভারের "সফল ভাবে জেগে না ওঠে তাহলে এটি চাঁদে ভারতের "চন্দ্র দূত" হিসাবে চিরকাল থেকে যাবে।

ISRO
Advertisment