Advertisment

Chandrayaan-2 launch today Highlights: অবশেষে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান ২

ISRO’s Chandrayaan-2 launch:জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে এদিন দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান ২।

author-image
IE Bangla Web Desk
New Update
chandrayaan 2, চন্দ্রযান ২

রকেট উৎক্ষেপণের মুহূর্ত। ছবি: টুইটার।

ISRO’s Chandrayaan-2 launch: প্রতীক্ষার অবসান! অবশেষে চাঁদের দেশে পাড়ি দিল চন্দ্রযান ২। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে এদিন দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান ২। চন্দ্রাভিযান ঘিরে রীতিমতো সাজো সাজো রব শ্রীহরিকোটায়। উল্লেখ্য, গত সপ্তাহেই রবিবার গভীর রাতে চন্দ্রাভিযানের কথা ছিল। কিন্তু রকেট ওড়ার ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় চন্দ্রযান ২ -এর অভিযান। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ত্রুটি সারিয়ে আজ চাঁদে পা রাখল চন্দ্রযান ২। Read the Live Blog in English

Advertisment

চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দেবে চন্দ্রযান ২। এর আগে কোনও দেশ ওই জায়গায় যায়নি। চন্দ্রযান ২-তে তিনটি ভাগ রয়েছে। এই তিনটি ভাগ হল অরবিটর, ল্যান্ডার ও রোভার। চাঁদের কক্ষপথে ঘুরতে সাহায্য করবে অরবিটর। চাঁদের মাটিতে নামাবে ল্যান্ডার। চাঁদে তথ্য সংগ্রহ করার কাজ করবে রোভার। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ২। চন্দ্রাভিযানে গোটা দেশের মতো প্রতীক্ষার প্রহর গুনছে বাংলাও। চন্দ্রাভিযানে রয়েছেন এ রাজ্যের হুগলির গুড়াপের বাসিন্দা চন্দ্রকান্ত কুমার। বাঙালি বিজ্ঞানীর বাড়িতে সকাল থেকেই উৎসাহের ছবি সামনে এসেছে। রকেট ওড়ার আগে মাকে ফোনও করেছেন চন্দ্রকান্ত। সূত্র মারফৎ এমনটাই জানা গিয়েছে।

src="https://www.youtube.com/embed/XJFMgkM_6jk" width="100%" height="415" frameborder="0" allowfullscreen="allowfullscreen">

উল্লখ্য, গত সোমবার অভিযানের এক ঘণ্টা আগে প্রযুক্তিগত ত্রুটির জেরে স্থগিত রাখা হয় চন্দ্রযান-২ অভিযান। সূত্র মারফৎ জানা যায়, GSLV-MkIII রকেটে জ্বালানি ভরার সময় গোলযোগ দেখা যায়। রকেটে তরল হাইড্রোজেন ভরার সময় ত্রুটি দেখা যায় বলে খবর। উল্লেখ্য, ইসরোর তৈরি এই রকেট অত্যন্ত শক্তিশালী। চন্দ্রযান ২-এর অভিযান ঘিরে রবিবার সকাল থেকেই সাজো সাজো রব ছিল শ্রীহরিকোটায়। সন্ধের পর থেকে রীতিমতো কাউন্টডাউন শুরু হয়েছিল। চন্দ্রযান ২-এর অভিযানের দিকে তাকিয়ে ছিল গোটা দেশ। শেষ মুহূর্তে তা বাতিল হওয়ায় হতাশ হয় সব মহল। এদিন ফের চন্দ্রাভিযানের খবর মেলায় নতুন করে কাউন্টডাউন শুরুর অপেক্ষায় গোটা দেশ।

Live Blog

ISRO’s Chandrayaan-2 launch updates: অবশেষে চাঁদে পাড়ি দিল চন্দ্রযান ২। এ সংক্রান্ত সব খবরের আপডেট রইল এখানে, Follow the Updates here:














17:02 (IST)22 Jul 19





















ঐতিহাসিক মুহূর্ত: কোহলি

ঐতিহাসিক মুহূর্ত, এ ভাবেই চন্দ্রাভিযানকে বর্ণনা করলেন বিরাট কোহলি।

16:21 (IST)22 Jul 19





















চন্দ্রাভিযান ঘিরে দেশজুড়ে চলছে সেলিব্রেশন

15:29 (IST)22 Jul 19





















চন্দ্রাভিযান নিয়ে টুইট প্রধানমন্ত্রীর

চন্দ্রযান ২-এর অভিযান নিয়ে টুইট করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইটে মোদী লিখলেন, ‘‘এটা একটা বিশেষ মুহূর্ত...প্রত্যেক ভারতবাসীর কাছে আজ গর্বের দিন...’’।

15:05 (IST)22 Jul 19





















সফল উৎক্ষেপণ: ইসরো

চন্দ্রাভিযানে সফল উৎক্ষেপণ হয়েছে, জানাল ইসরো।

14:55 (IST)22 Jul 19





















দেখুন রকেট উৎক্ষেপণের মুহূর্ত

14:43 (IST)22 Jul 19





















চাঁদে রওনা চন্দ্রযান ২-এর

অপেক্ষা অবসান! অবশেষে চাঁদের দেশে পাড়ি দিল চন্দ্রযান ২। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে এদিন দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ শ্রীহরিকোটা থেকে চাঁদের উদ্দেশে রওনা দিল চন্দ্রযান ২।

14:40 (IST)22 Jul 19





















আর মাত্র ২ মিনিট বাকি

একেবারে চূড়ান্ত পর্যায়ে কাউন্টডাউন! মাত্র ২ মিনিট বাদেই জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে চন্দ্রযান ২। দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান ২।

14:30 (IST)22 Jul 19





















LIVE: সরাসরি দেখুন, চন্দ্রাভিযান
14:18 (IST)22 Jul 19





















রকেটে তরল হাইড্রোজেন ভরার কাজ শেষ: ইসরো

জিএসএলভি মার্ক থ্রি রকেটে তরল হাইড্রোজেন ভরার কাজ শেষ হল, জানাল ইসরো। এই রকেটে চেপেই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান ২। দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ রওনা দেবে চন্দ্রযান ২।

14:12 (IST)22 Jul 19





















কিছুক্ষণ বাদেই চন্দ্রাভিযান

একেবারে চূড়ান্ত পর্যায়ে কাউন্টডাউন! কিছুক্ষণ পরেই জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদের উদ্দেশে যাত্রা শুরু করবে চন্দ্রযান ২। দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান ২। শ্রীহরিকোটায় চলছে একেবারে শেষ মুহূর্তের প্রস্তুতি।

" id="lbcontentbody">
13:41 (IST)22 Jul 19





















ফোনে কীভাবে দেখবেন চন্দ্রাভিযান?

অফিসের টিফিন টাইম হোক বা ক্লাস রুম বা ভাত ঘুম দিতে যাওয়ার আগে, যে অবস্থাতেই থাকুন না কেন, নিজের ফোনেই দেখে নিতে পারবেন চন্দ্রযান অভিযান। ইসরো চন্দ্রযান-২ উৎক্ষেপনের ভিডিও লাইভ সম্প্রচার করবে। যা দেখা যাবে ফেসবুক, ইউটিউব ও টিভির পর্দায়। সরাসরি সম্প্রচারিত হবে দূরদর্শনের পর্দায়। সেই সঙ্গে কন্ট্রোলরুমের ছবিও দেখতে পাবেন আপনি। সবিস্তারে এই প্রতিবেদনে ফোনেই দেখুন চন্দ্রযান অভিযান

publive-image

13:07 (IST)22 Jul 19





















রকেটে তরল অক্সিজেন ভরার কাজ সম্পূর্ণ: ইসরো

জিএসএলভি মার্ক থ্রি রকেটে তরল অক্সিজেন ভরার কাজ শেষ হল। তরল হাইড্রোজেন ভরার কাজ চলছে।  এই রকেটে চেপেই চাঁদে পাড়ি দেবে চন্দ্রযান ২। দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ রএনা দেবে চন্দ্রযান ২।

12:53 (IST)22 Jul 19





















চন্দ্রাভিযান নিয়ে টুইট টলিউড অভিনেতা দেবের

গর্ববোধ করছি,  এ ভাষাতেই টুইট করলেন দেব।

12:39 (IST)22 Jul 19





















চন্দ্রাভিযান নিয়ে টুইট তসলিমা নাসরিনের

চন্দ্রাভিযান দেখার জন্য মুখিয়ে আছি, টুইট তসলিমা নাসরিনের।

12:05 (IST)22 Jul 19





















আর মাত্র ৩ ঘণ্টার অপেক্ষা!

আর মাত্র ৩ ঘণ্টা। তারপরই চাঁদের দেশে পাড়ি দেবে চন্দ্রযান ২। দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ রকেটে চেপে পাড়ি দেবে চন্দ্রযান। শ্রীহরিকোটায় চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি।

11:46 (IST)22 Jul 19





















চূড়ান্ত পর্যায়ে চলছে কাউন্টডাউন

গতকাল সন্ধে ৬টা ৪৩ মিনিট নাগাদ শুরু হয় কাউন্টডাউন।

11:00 (IST)22 Jul 19





















চন্দ্রাভিযান দেখতে শ্রীহরিকোটায় দর্শনার্থীদের ঢল

চন্দ্রাভিযান চাক্ষুষ করতে শ্রীহরিকোটার সতীশ ধবন স্পেস সেন্টারে ভিড় জমিয়েছেন অনেকে। আজ দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদের দেশে পাড়ি দেবে চন্দ্রযান ২।

10:22 (IST)22 Jul 19





















কয়েকঘণ্টা পরই চাঁদে পাড়ি দিচ্ছে চন্দ্রযান ২

জিএলএলভি মার্ক থ্রি রকেটে চড়ে চাঁদের দেশে যাবে চন্দ্রযান ২। রকেটে তরল অক্সিজেন ভরার কাজ চলছে। টুইটারে জানাল ইসরো।

09:49 (IST)22 Jul 19





















চন্দ্রযান ২ সম্পর্কে কিছু তথ্য

চাঁদের দক্ষিণ মেরুতে পাড়ি দেবে চন্দ্রযান ২। এর আগে কোনও দেশ ওই জায়গায় যায়নি। চন্দ্রযান ২-তে তিনটি ভাগ রয়েছে। এই তিনটি ভাগ হল অরবিটর, ল্যান্ডার ও রোভার। চাঁদের কক্ষপথে ঘুরতে সাহায্য করবে অরবিটর। চাঁদের মাটিতে নামাবে ল্যান্ডার। চাঁদে তথ্য সংগ্রহ করার কাজ করবে রোভার। জিএসএলভি মার্ক থ্রি রকেটে চেপে চাঁদে যাচ্ছে চন্দ্রযান ২।

09:09 (IST)22 Jul 19





















রবিবার চন্দ্রযান ২-এর মহড়া সফল হয়েছে: ইসরো

ইসরোর তরফে টুইট করে জানানো হয়েছে, জিএসএলভি মার্ক থ্রি রকেটের মহড়া করা হয় রবিবার, যা সফল হয়েছে। মহড়া সফলের পরই চাঁদে পাড়ির প্রক্রিয়া শুরু হয়ে যায়। আজ দুপুরেই চাঁদের দেশে পাড়ি দিচ্ছে চন্দ্রযান ২। শ্রী হরিকোটায় চলছে কাউন্টডাউন। এই রকেটের ওজন ৬৪০ টন, উচ্চতা ৪৪ মিটার, যা ১৫ তলা বাড়ির সমান।

08:57 (IST)22 Jul 19





















চন্দ্রযান ২-এর বাহন জিএসএলভি মার্ক থ্রি-তে জ্বালানি ভরার কাজ সম্পূর্ণ

ইসরোর তরফে জানানো হয়ছে, গভীর রাত ২ টো ৪০ মিনিট নাগাদ চন্দ্রযান ২-এর বাহন জিএসএলভি মার্ক থ্রি-তে জ্বালানি ভরার কাজ সম্পূর্ণ করা হয়েছে। আজ দুপুরে চাঁদের দেশে পাড়ি দেবে চন্দ্রযান ২।

08:41 (IST)22 Jul 19





















আজ চাঁদে রওনা দিচ্ছে চন্দ্রযান ২

আজ ফের চাঁদে পাড়ি দিচ্ছে ভারত। আজ দুপুর ২টো ৪৩ মিনিট নাগাদ চাঁদের উদ্দেশে পাড়ি দেবে চন্দ্রযান -২। চন্দ্রাভিযান ঘিরে রীতিমতো সাজো সাজো রব শ্রীহরিকোটায়। চাঁদ সফর ঘিরে অধীর আগ্রহে অপেক্ষা করছে গোটা দেশ। উল্লেখ্য, গত সপ্তাহেই রবিবার গভীর রাতে চন্দ্রাভিযানের কথা ছিল। কিন্তু রকেট ওড়ার ৫৬ মিনিট আগে প্রযুক্তিগত ত্রুটির জেরে শেষ মুহূর্তে বাতিল হয়ে যায় চন্দ্রযান ২ -এর অভিযান। মাত্র এক সপ্তাহের মধ্যেই সেই ত্রুটি সারিয়ে আজ চাঁদে পা রাখতে চলেছে চন্দ্রযান ২।

চন্দ্রযান ২ অভিযান: গত রবিবার মাঝ রাত। সারা দেশ অধীর অপেক্ষায় তাকিয়ে ছিল ইসরোর দিকে। পৃথিবীর মাটি ছেড়ে চাঁদের পথে পাড়ি দেবে জিএসএলভি এমকে ৩ রকেট। কিন্তু উৎক্ষেপণের ঠিক ৫৬ মিনিট ২৪ সেকেন্ড আগে যান্ত্রিক ত্রুটির কারণে বাতিল হয়ে যায় অভিযান। তবে যান্ত্রিক গোলযোগের কারণ অবশ্য তখন জানা যায়নি। সানডে এক্সপ্রেসের কাছে খবর, শেষ মুহূর্তে রকেটের ট্যাঙ্কে হিলিয়ামের চাপ অস্বাভাবিক রকম কমে যায়।মহাশূন্যের রহস্য ওপর ওপর জেনেই খুশি থাকেনি ভারত। রহস্যের গভীরে পৌঁছে গিয়েছে বছরের পর বছর ধরে গবেষণা চালিয়ে। জিএসএলভি এমকে-৩-এর গল্পটাও পাড় করেছে তিন দশকের ইতিহাস। ক্রায়োজেনিক প্রযুক্তি ব্যবহার করতে কম ঝক্কি পোয়াতে হয়নি ইসরোকে। এবার প্রশ্ন হল, ক্রায়োজেনিক প্রযুক্তি কী? খুব কম তাপমাত্রায় পদার্থের আচরণকে কাজে লাগানোর প্রযুক্তিকেই বলে ক্রায়োজেনিক প্রযুক্তি। জিএসএলভি এমকে-৩ রকেটের জন্য এই প্রযুক্তিই চাই। কিন্তু নয়ের দশকে মার্কিন মুলুকের কাছে হাত পাতলে ফিরিয়ে দিল তারা। এখন উপায়? দেশেই তৈরি হল সেই অত্যাধুনিক প্রযুক্তি। বিস্তারিত এই প্রতিবদনে হিলিয়াম গ্যাসের চাপ কমেই পিছিয়ে গেল চন্দ্রযান-২ এর অভিযান

১৯৬৯-এর ১৬ জুলাই। কেনেডি স্পেস সেন্টার থেকে মার্কিন মহাকাশযান স্যাটার্ন ভি পাড়ি দিল চাঁদে। রকেটের ভেতর তিন জীবন্ত ইতিহাস – নিল আর্মস্ট্রং, এডউইন ‘বাজ’ অলড্রিন, এবং মাইকেল কলিন্স। কলিন্স অবশ্য চাঁদের মাটিতে নামলেন না। মাত্র তিনদিনের ব্যবধানে ২০ জুলাই চন্দ্রপৃষ্ঠ ছুঁয়ে ঘুরে বেড়ালেন আর্মস্ট্রং এবং অলড্রিন। দু’জনের মধ্যে প্রথম পা রাখলেন নিল। বললেন, “মানুষের জন্য ছোট্ট একটা ধাপ, মানবসভ্যতার জন্য দৈত্যাকার লাফ।” সবিস্তারে এই প্রতিবেদনে চাঁদে প্রথম পাড়ির ৫০ বছর পার, সোমবার যাত্রা চন্দ্রযান ২ এর

national news
Advertisment