Advertisment

জর্জিয়ার সঙ্গে তুঙ্গে মোদীর 'মেলোডি' চর্চা, এবার মুখ খুললেন খোদ নমো

কে এই জর্জিয়া?

author-image
IE Bangla Web Desk
New Update
Italian PM Meloni takes melodi selfie with Modi at COP28 , সিওপি২৮ মোদী মেলোনি ইতালি সেলফি মেলোডি

মোদী ও জর্জিয়া মেলোনি।

দুবাইয়ে বিশ্ব জলবায়ু বৈঠকের এক ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে নরেন্দ্র মোদীর সেলফি ভাইরাল। যে ছবি সোশাল মিডিয়ায় পোস্ট করেছিলেন খোদ জর্জিয়া। নাম দিয়েছিলেন 'মেলোডি'। জনপ্রিয়তার শিখরে উঠতেই 'মেলোডি' নিয়ে প্রতিক্রিয়া দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সমাজ মাধ্যমে লিখলেন, 'বন্ধুদের সাথে দেখা করা সবসময়ই আনন্দের ছিল।'

Advertisment

এক্সে মোদীর লেখা

প্রধানমন্ত্রী মোদী তাঁর এক্স হ্যান্ডেলে লিখেছেন, 'সিওপি ২৮ সামিটের ফাঁকে ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনির সঙ্গে সাক্ষাৎ হল। মজবুত ভবিষ্যৎ ও সমৃদ্ধি পেতে ইতালি ও ভারতের যৌথ উদ্যোগে আমি বিশ্বাস করি।’

জর্জিয়া মোলোনি তাঁর ইনস্টাগ্রাম প্রোফাইলে মোদীর সঙ্গে তোলা সেলফিটি পোস্ট করে লেখেছিলেন, ‘সিওপি ২৮ এ ভালো বন্ধুরা # মেলোডি।’

সদ্য সেপ্টেম্বর মাসে ভারতে জি ২০ উপলক্ষ্যে এসেছিলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। সেবারও জি২০ এর ফাঁকে তিনি বৈঠক করেছিলেন ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে। বৈঠকের সাফল্য নিয়ে পরে টুইটও করেন মোলনি। বৈঠক নিয়ে মোদী তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে লিখেছিলেন,'ভারত ও ইতালি বৈশ্বিক সমৃদ্ধির জন্য একসঙ্গে কাজ করবে'

তারও আগে জর্জিয়া মেলোনি মার্চে ভারতে এসেছিলেন। সেবার অষ্টম রাইসিনা ডায়লদ-এর মুখ্য অতিথি হিসাবে মেলোনিকে আমন্ত্রণ করা হয়েছিল। সেবার হায়দরাবাদ হাউসে ইতালি ও ভারতের দ্বিপাক্ষিক বৈঠকে তিনি আলোচনায় বসেছিলেন। এরপর দুবাইতে নরেন্দ্র মোদীর সঙ্গে তাঁর সাক্ষাতের পর, তাঁদের সেলফির ছবি সোশ্যাল মিডিয়ায় আসে। আর তা মুহূর্তে ভাইরাল হয়।

narendra modi modi
Advertisment