Naxalism in Chhattisgarh: একের পর এক মাওবাদী বিরোধী অভিযানে চলতি বছরেই গত তিন বছরের রেকর্ড ছাপিয়ে গিয়েছে। চলতি বছর নিহত মাওবাদীর সংখ্যা গত তিন বছরের মিলিত সংখ্যার তুলনায় বেশ খানিকটা বেশি। ছত্তিশগড়ের স্বরাষ্ট্রমন্ত্রী বিজয় শর্মা বলেছেন, 'নকশালবাদের অবসান ঘটাতে মাওবাদীদের হত্যা করা সরকারের উদ্দেশ্য নয়। এটি আমাদের বৃহত্তর কৌশলের একটি ছোট অংশ, যার মধ্যে রয়েছে আত্মসমর্পণ করা নকশালদের পুনর্বাসন, তারা সমস্ত সরকারি সুযোগ-সুবিধা নিশ্চিত করা, উন্নত আত্মসমর্পণ নীতি প্রণয়ন। এসবই আমাদের নকশালবাদের অবসানে সাহায্য করবে'। পাশাপাশি তিনি জানিয়েছেন ছত্তিশগড় থেকে নকশালবাদ পুরোপুরি মুছতে সরকারের তিন বছর সময় লাগবে।
কিছু এনকাউন্টার ভুয়ো। তা নিয়ে সুশীল সমাজ বিভিন্ন প্রশ্ন তুলছে এই প্রশ্নের উত্তরে বিজয় শর্মা বলেন, এটা অত্যন্ত বিরল। এটি বেশিরভাগই মাওবাদীদের প্রচার। প্রথম দুটি বড় এনকাউন্টারে মাওবাদীরা স্বীকার করেছে যে তাদের সদস্যরা নিহত হয়েছে। তৃতীয় এনকাউন্টারে, তারা অভিযোগ করেছিল এনকাউন্টার ভুয়ো। তারপরে আমরা এনকাউন্টারে নিহত মাওবাদীদের অপরাধমূলক রেকর্ড বের করেছি এবং দেখতে পেয়েছি যে তারা হত্যা, খুনের চেষ্টার মতো বেশ কয়েকটি মামলায় ওয়ান্টেড ছিল। তিনি এক উদাহরণ টেনে এনে বলেন, একটি এনকাউন্টার চলাকালীন একটি বন্য ভালুক একজন নিরাপত্তা কর্মীকে আক্রমণ করে। কিন্তু জওয়ানের অনুমতি না থাকায় প্রাণীটিকে গুলি করেনি। সুতরাং, বাহিনী অনেক ধৈর্যের সঙ্গে কাজ করে।