/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2020/04/lalu-759.jpg)
লালুপ্রসাদ যাদব ও তেজস্বী যাদব। ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।
করোনা পরিস্থিতিতে লালুপ্রসাদ যাদবের শারীরিক অবস্থা নিয়ে উদ্বেগ প্রকাশ করলেন তাঁর পুত্র তথা আরজেডি নেতা তেজস্বী যাদব। এই পরিস্থিতিতে তাঁর বাবার জন্য় যাতে সবরকম সাবধানতা মেনে চলা হয় সে ব্য়াপারে প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন লালু পুত্র। উল্লেখ্য়, করোনা আক্রান্ত এক রোগীর সংস্পর্শে আসায় বিহারের প্রাক্তন মুখ্য়মন্ত্রীর ফিজিশিয়ানকে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল।
বর্তমানে রাঁচির রাজেন্দ্র ইনস্টিটিউট অফ মেডিক্য়াল সায়েন্সেস অ্য়াডমিনিস্ট্রেশনে চিকিৎসাধীন রয়েছেন লালু। ওই হাসপাতালেরই এক চিকিৎসককে কোয়ারেন্টিনে পাঠানো হয়েছিল বলে খবর।
It’s really worrisome to know about the doctors treating my dad may hv got infected to #COVID. I join 12 crore Biharis to echo their concerns. At 72 with multiple life threatening chronic diseases, He is most vulnerable to #Corona & hence shd be taken care with utmost precaution. https://t.co/1z0tBc6upB
— Tejashwi Yadav (@yadavtejashwi) April 28, 2020
আরও পড়ুন: ‘মুসলিমদের থেকে কেউ সবজি কিনবেন না’, বিজেপি বিধায়কের মন্তব্যে শোরগোল উত্তরপ্রদেশে
এ প্রসঙ্গে টুইট করে তেজস্বী যাদব বলেছেন, ''এটা খুবই উদ্বেগের, যে চিকিৎসকরা আমার বাবার চিকিৎসা করছেন তাঁরা হয়তো করোনায় আক্রান্ত হয়ে থাকতে পারেন। ১২কোটি বিহারবাসীর উদ্বেগের কথা জানাচ্ছি আমি। বাবার বয়স ৭২। তিনি একাধিক রোগে ভুগছেন। এই পরিস্থিতিতে তাঁর যথাযথ যত্ন নেওয়া হোক''।
উল্লেখ্য়, পশু খাদ্য় কেলেঙ্কারি মামলায় দোষী সাব্য়স্ত হয়ে জেলবন্দি লালুপ্রসাদ যাদব। কিডনির সমস্য়া নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল।
Read the full story in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন