/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2018/05/jyotirmoy-dey.jpg)
সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলায় যাবজ্জীবন সাজা হল ছোটা রাজনের। ফাইল ছবি- ইন্ডিয়ান এক্সপ্রেস।
সাংবাদিক জ্যোতির্ময় দে হত্যা মামলায় দোষী সাব্যস্ত হল ছোটা রাজন। এ মামলায় ছোটা রাজনসহ মোট ১১জনকে দোষী সাব্যস্ত করল মুম্বইয়ের বিশেষ সিবিআই আদালত। তবে এ মামলা থেকে রেহাই পেয়েছে পলসন জোসেফ ও জিগনা ভোরা। ২০১১ সালের ১১ জুন মোটরসাইকেল আরোহী দুষ্কৃতীরা গুলি করে খুন করে সাংবাদিক জ্যোতির্ময় দে-কে।
সংবাদসংস্থা পিটিআই সূত্রে জানা গেছে, জানুয়ারি মাসে এ মামলায় ছোটা রাজনের বয়ান রেকর্ড করা হয়েছিল। সাংবাদিক জ্যোতির্ময় দে-কে খুনের ঘটনা সেসময় কার্যত অস্বীকার করেছিল ছোটা রাজন। দাউদ ইব্রাহিম, পুলিশ, রাজনৈতিক নেতারা তাঁকে ফাঁসিয়েছে বলে দাবি করেছিল ছোটা রাজন।
আরও পড়ুন, কিশোরী ধর্ষণ: যাবজ্জীবন সাজা ধর্মগুরু আসারাম বাপুর
ছোটা রাজনের বিরুদ্ধে কমপক্ষে ৭০টি মামলা রয়েছে। ২০১৭ সালে ভুয়ো পাসপোর্ট মামলাতেও দোষী সাব্যস্ত হয়েছিল ছোটা রাজন। এ মামলায় তার ৭ বছরের জেল হয়েছিল। আপাতত তিহার জেলে বন্দি রয়েছে সে।
J Dey case: underworld don Chhota Rajan along with 10 others convicted in the murder of J Dey.
Paulson Joseph and Jigna Vora acquitted by a Special CBI court— Mohamed Thaver (@thaver_mohamed) May 2, 2018