অবশেষে পড়ুয়াদের দাবিতে পিছু হটল বিশ্ববিদ্যালয়, পিছু হটলেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ও। সোমবার থেকে টানা অবস্থানের পর জট কাটল যাদবপুর বিশ্ববিদ্যালয়ে। আপাতত বহাল থাকবে প্রবেশিকা পরীক্ষা, এবং পরীক্ষার মাধ্যমেই ভর্তি নেওয়া হবে কলা বিভাগে। এমনটাই সিদ্ধান্ত নিল বিশ্ববিদ্যালয়ের এক্সিকিউটিভ কাউন্সিল। ৩ এবং ৬ জুলাইয়ের প্রবেশিকা পরীক্ষা কবে নেওয়া হবে তা আগামিকাল জানানো হবে। সিদ্ধান্তে স্বভাবতই খুশি পড়ুয়ারা।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ে স্নাতক স্তরে ভর্তির প্রবেশিকা পরীক্ষা নিয়ে অচলাবস্থা কাটাতে বুধবার ফের বৈঠকে বসে জুটা (Jadavpur University Teachers' Association)। বুধবার কর্মসমিতির বৈঠকের পর রেজিস্ট্রার জানান, প্রবেশিকা পরীক্ষা এবং দ্বাদশ শ্রেণিতে প্রাপ্ত নম্বরের ভিত্তিতে ভর্তি নেওয়া হবে কলা বিভাগের স্নাতক স্তরে। তবে এই পরীক্ষার ব্যাপারে বোর্ড অফ স্টাডিজের কোনও ভূমিকা থাকবে না। যাতে আরও বেশি সংখ্যক ছাত্রছাত্রী আবেদন করতে পারে তার জন্য আবেদন করার দিন ২ জুলাই পর্যন্ত বাড়ানো হয়েছে।
প্রসঙ্গত, যাদবপুরে গত বছর ইংরেজি, তুলনামূলক সাহিত্য, রাষ্ট্রবিজ্ঞান এবং দর্শনে প্রবেশিকার পাশাপাশি বাংলা এবং ইতিহাসেরও প্রবেশিকার সিদ্ধান্ত হয়। সম্প্রতি প্রবেশিকা পরীক্ষার বিজ্ঞপ্তিও দেওয়া হয় বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে। তারপর সিদ্ধান্ত পরিবর্তনে অশান্ত হতে শুরু করে বিশ্ববিদ্যালয় চত্ত্বর। এরপরই শুরু হয়েছিল বিতর্ক। তবে বিশ্ববিদ্যালয়ের সাম্প্রতিক সিদ্ধান্তে পরিস্থিতি এখন অনেকটাই আয়ত্তে।