বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র প্রয়াত

রাজ্যে তিন দিন জুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ কৃত্য সম্পন্ন হবে।

রাজ্যে তিন দিন জুড়ে রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর শেষ কৃত্য সম্পন্ন হবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

বিহারের প্রয়াত মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র

দীর্ঘ অসুস্থতার পর সোমবার সকালে প্রয়াত হলেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী জগন্নাথ মিশ্র। প্রয়াণকালে তাঁর বয়স হয়েছিল ৮১ বছর। সংবাদসংস্থা এএনআই সুত্রে খবর, দিল্লির এক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি, এবং সেখানেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।

Advertisment

জগন্নাথ মিশ্রের প্রয়াণে  গভীর শোক জ্ঞাপন করেছেন বিহারের বর্তমান  মুখ্যমন্ত্রী নিতীশ কুমার। রাজ্যে তিন দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছে। জানা যাচ্ছে পূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে  শেষ বিদায় জানানো হবে।

অবিভক্ত বিহারের তিন দফায় মুখ্যমন্ত্রী ছিলেন কংগ্রেস নেতা জগন্নাথ মিশ্র। ১৯৭৫ সালে প্রথমবার মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেন জগন্নাথ মিশ্র। পরবরতী কালে কেন্দ্রে পিভি নরসিমা রাও-এর   মন্ত্রিসভাতেও গুরুত্বপূর্ণ দায়িত্ব সামলেছেন তিনি।

রাজনৈতিক জীবনের শেষাংশে সংযুক্ত জনতা দলে (জেডিইউ) যোগ দেন তিনি।  তিনটি আর্থিক দুর্নীতি মামলায় দোষী সাব্যস্ত হয়েছিলেন জগন্নাথ মিশ্রও। এ জন্য তাঁকে কারাবন্দিও থাকতে হয়। তবে ২০১৮ সালের জুলাই মাসে চিকিৎসা সংক্রান্ত কারণে মিশ্রকে জামিনে মুক্ত করে ঝাড়খণ্ড হাইকোর্ট।

Advertisment

জানা যায় ক্যানসারের চিকিৎসার জন্য গুঁরগাওতেও বেশ কিছুকাল কাটিয়েছেন বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী।

Read the full story in English