Advertisment

Jagannath Rath Yatra 2024: ৫৩ বছর পর বিরল যোগ, রথযাত্রায় বিরাট চমক, লাখো মানুষের জমায়েত জগন্নাথ ধামে

দেশজুড়ে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। পুরীতে কাতারে কাতারে ভক্ত আজকের এই রথযাত্রা উপলক্ষে ভিড় জমিয়েছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Jagannath Rath Yatra 2024 Wishes, Jagannath Rath Yatra Messages, Rath Yatra 2024 Images, Jagannath Rath Yatra WhatsApp Status, Rath Yatra Facebook Status, Jagannath Rath Yatra Greetings, Rath Yatra Quotes, Jagannath Rath Yatra Photos to Share, Jagannath Rath Yatra 2024, Odisha, Puri"

দেশজুড়ে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। পুরীতে কাতারে কাতারে ভক্ত আজকের এই রথযাত্রা উপলক্ষে ভিড় জমিয়েছেন।

Jagannath Rath Yatra 2024: প্রতিবারের মত এবারেও ভক্তদের ঢল নেমেছে পুরীতে। রথের দিনে চেনা চেহারায় ফিরেছে জগন্নাথ ধাম। মুহুর্মুহু শোনা যাচ্ছে ভক্তদের জয় জগন্নাথ ধ্বনি। লোকে লোকারণ্য পুরী। রথের রশিতে টান দিয়ে পূণ্যের আশায় কাতারে কাতারে পুণ্যার্থী জগন্নাথ ধামে হাজির হয়েছেন। এই প্রথম একই দিনে পড়েছে নবযৌবন বেশ, নেত্র উৎসব এবং রথযাত্রা। ৫৩ বছর পর এবারের রথযাত্রা ২ দিন ধরে পালন করা হবে।

Advertisment

দেশজুড়ে আজ সাড়ম্বরে পালিত হচ্ছে রথযাত্রা। পুরীতে কাতারে কাতারে ভক্ত আজকের এই রথযাত্রা উপলক্ষে ভিড় জমিয়েছেন। পুরীর জগন্নাথ মন্দির থেকে বেরোবে রথ। আর তাতে চেয়েই জগন্নাথ, বলরাম ও সুভদ্রা দেবী মাসির বাড়ির গুণ্ডিচায় যাবেন। ৫৩ বছর পর এসেছে বিরল যোগ। এবারের রথযাত্রার তিথি অনুসারে দুদিন অর্থাৎ ৭ ও ৮ জুলাই জুড়ে পালিত হবে এই বিশেষ অনুষ্ঠান। সকালের বদলে আজ বিকেলে পুরীর জগন্নাথের রথের রশিতে টান পড়বে। কিছুটা দূর রথের চাকা গড়িয়েই থেমে যাবে। আবার আগামী কাল শুরু হবে যাত্রা। ভক্তরা এবার দুদিন রথের রশি টানার সুযোগ পাবেন। শেষবার ১৯৭১ সালে দুদিন ধরে রথযাত্রা পালন করা হয়েছিল।

আরও পড়ুন : < Motivational Story: সবুজ বাঁচাতে এ এক অভূতপূর্ব পন্থা! মহতী উদ্যোগকে কুর্ণিশ পরিবেশপ্রেমীদের >

জগন্নাথ মন্দিরের সিংহদ্বারের সামনে সুসজ্জিত রথগুলি রাখা হয়েছে। বিকেলেই সেখান থেকে রওনা দিয়ে গুন্ডিচা মন্দিরে নিয়ে যাওয়া হবে। এক সপ্তাহ রথ থাকবে। উল্টো রথে আবার পুরী মন্দিরে ফিরে আসবেন জগন্নাথ, বলরাম ও সুভদ্রা । রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুও রবিবার লক্ষাধিক ভক্তদের সাথে এই রথযাত্রা অনুষ্ঠানে সামিল হবেন । রাজ্য সরকারের তরফে এর জন্য বিশেষ ব্যবস্থা করা হয়েছে। কর্মকর্তারা বলেছেন যে ওড়িশা সরকার রথ যাত্রা যাতে সুষ্ঠু ভাবে অনুষ্ঠিত হয় তার জন্য সব রকম পদক্ষেপ গ্রহণ করেছে। জগন্নাথের ভক্তদের জন্য আজকেই এই দিন অত্যন্ত শুভ বলে মানা হয়, তাই এই রথযাত্রায় অংশ নিতে সারা দেশ ও বিশ্বের লাখ লাখ ভক্ত পুরীতে ভিড় জমান।

রথযাত্রা শুরুর আগে যাবতীয় রীতিনীতি সকাল থেকে পালিত হচ্ছে। সাধারণত জগন্নাথ রথযাত্রা সকালে শুরু হলেও এবার যাত্রা শুরু হবে সন্ধ্যায়। বিশেষ বিষয় হল এবারের রথযাত্রা দ্বিতীয় দিনে অর্থাৎ ৮ জুলাই সোমবার গুন্ডিচা মন্দিরে পৌঁছবে। রথযাত্রার সময়, যাত্রাপথ প্রতীকীভাবে সোনার ঝাড়ু দিয়ে পরিষ্কার করা হয়।

সোনাকে অত্যন্ত পবিত্র ধাতু হিসেবে বিবেচনা করা হয়। এই ধাতুটি বৃহস্পতি গ্রহের সঙ্গে সম্পর্কিত বলেও মানা হয়। এটা বিশ্বাস করা হয় যে সোনার ঝাড়ু দিয়ে রাস্তা পরিষ্কার করলে ভগবান জগন্নাথ খুশি হন এবং তাঁর ভক্তদের সমস্ত ইচ্ছা পূরণ করেন। এই ঐতিহ্যের একটি দিক হল যে ভক্ত ঈশ্বরের কাছে সমস্ত কিছু সমর্পণ করেন এবং নিজেকে তাঁর কাছে সমর্পণ করে। এ কথা মাথায় রেখেই এই রীতি অনুসরণ করা হয়।

Rath yatra Puri Jagannath Temple Rath Yatra 2024
Advertisment