Advertisment

'Jai Shri Ram' On Antilia: রাজ্যাভিষেকের আগে 'রামময়' 'অ্যান্টিলিয়া', 'জয় শ্রী রাম'-এর অপরূপ নিদর্শন চমকে দেবে'

আজ ২২ শে জানুয়ারি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যে রাম মন্দিরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। আর কিছু সময়ের মধ্যেই গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা।

author-image
IE Bangla Web Desk
New Update
Bilkis Bano Case, Godhra jail, surrender, Gujrat News, Supreme Court, Gang Rape, Gujarat Government, Godhra, Panchmahal, Gujarat,

রাজ্যাভিষেকের আগে রামময় মুকেশ আম্বানির বাসভবন 'অ্যান্টিলিয়া' 'জয় শ্রী রাম'-এর অপরূপ নিদর্শন চমকে দেবে

আজ ২২ শে জানুয়ারি। রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। ইতিমধ্যে রাম মন্দিরে পৌঁছেছেন প্রধানমন্ত্রী মোদী। আর কিছু সময়ের মধ্যেই গর্ভগৃহে রামলালার প্রাণ প্রতিষ্ঠা। রাম মন্দির নিয়ে দেশ জুড়ে উন্মাদনা তুঙ্গে। দেশের গণ্ডি ছাড়িয়ে বিশ্বের একাধিক দেশেও রাম মন্দির উন্মাদনায় মেতেছে। রাম মন্দির উদ্বোধনের ঠিক আগে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান মুকেশ আম্বানির মুম্বইয়ের বাসভবনে ফুটে উঠল 'জয় শ্রী রাম'-এর অপরূপ নিদর্শন। নতুন রাম মন্দিরের 'প্রাণ-প্রতিষ্ঠা' অনুষ্ঠানে যোগ দিতে মুকেশ আম্বানি, নীতা আম্বানি, ইশা-অনন্ত, আকাশ-শ্লোকা এবং অনন্ত-রাধিকা ইতিমধ্যেই রাম মন্দিরে পৌঁছেছেন।

Advertisment

র কিছুক্ষণের মধ্যেই রামমন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। মন্দিরে এসেগিয়েছেন প্রধানমন্ত্রী মোদী। তাঁর হাত ধরেই হবে ভগবান রামের ‘প্রাণ প্রতিষ্ঠা’। দেশ জুড়ে রাম ভক্তদের মধ্যে উন্মাদনা তুঙ্গে। ১৬ জানুয়ারি থেকে শুরু হয় রামমন্দির উদ্বোধনের নানান ধর্মীয় আচার। সব শেষে আজ রাম লালার প্রাণ প্রতিষ্ঠা। রামলালার প্রাণপ্রতিষ্ঠা হবে বেলা ১২টা ৫ থেকে ১২টা ৫৫ পর্যন্ত।অনুষ্ঠানের পর মন্দির দর্শনের জন্য খুলে দেওয়া হবে। রাম মন্দির উদ্বোধনকে কেন্দ্র করে গোটা অযোধ্যা কার্যত নিরাপত্তার চাদরে।

আর মাত্র কিছুক্ষণ। তারপরই সেই মাহেন্দ্রক্ষণ।প্রায় ৮ হাজার আমন্ত্রিতকে অভিষেক অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে ট্রাস্টের তরফে। অযোধ্যায় এসে পৌঁছেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। হাজির অমিত বচ্চন, ক্যাটরিনা কাইফ, রণবীর কাপুর, আলিয়া ভাট, রজনীকান্ত সহ বলিউডের তাবর তাবর অভিনেতারা। রয়েছেন, মুকেশ-নীতা আম্বানি, শচীন তেন্ডুলকর সহ আমন্ত্রিত বিশিষ্টরা।

রাম মন্দিরের উদ্বোধনকে ঘিরে যেন এক ইতিহাসের সাক্ষী থাকতে চলেছে অযোধ্যা। আলোয় ঝলমল করছে গোটা শহর। নব নির্মিত রাম মন্দির ও কৃষ্ণশিলার রামলালাকে দর্শন করতে সারা দেশের নানা প্রান্তের মানুষ এসে মিশেছেন উৎসবের আবহে। মিলেমিশে একাকার বিভিন্ন রাজ্যের সংস্কৃতি।

আরও পড়ুন : <  Ram Mandir Inauguration: কিছুক্ষণের মধ্যেই প্রাণ প্রতিষ্ঠা, জেনে নিন রাম মন্দির সম্পর্কে আজানা ১০ তথ্য >

অযোধ্যায় রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠা। এই উপলক্ষে, রাম লালার অভিষেক অনুষ্ঠানে ‘যজমানের’ দায়িত্বে প্রধানমন্ত্রী মোদী। পাশাপাশি এদিন সারা দেশ থেকে বিভিন্ন জাতি ও শ্রেণীর মোট ১৫ জন দম্পতি “যজমানের” এর দায়িত্ব পালন করবেন। গোটা বিশ্ব অযোধ্যার রাম মন্দির উদ্বোধনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। বিশ্বব্যাপী হিন্দু সম্প্রদায়ের মধ্যে উৎসাহ-উদ্দীপনার ছবি ধরা পড়েছে। বিশ্বজুড়ে ‘বড় দিনের’ প্রস্তুতি। অযোধ্যায় না গিয়েও ঘরে বসেই ঐতিহাসিক রাম মন্দির উদ্বোধনের সাক্ষী থাকতে আয়োজন করা হয়েছে অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার। রামলালের প্রাণ প্রতিষ্ঠা অনুষ্ঠানের সরাসরি সম্প্রচার হবে দূরদর্শনে। এছাড়াও লাইভ এই অনুষ্ঠান দেখা যাবে ইউটিউবেও।

Mukesh Ambani Ram Temple
Advertisment