Advertisment

ডেরা প্রধান রাম রহিমের প্য়ারোলের আর্জি খারিজ

২০১৭ সালে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে দোষী সাব্য়স্ত করেছিল পঞ্চকুলার সিবিআই আদালত।

author-image
IE Bangla Web Desk
New Update
gurmeet ram rahim singh, রাম রহিম, রাম রহিমের প্য়ারোল, রাম রহিমের প্যারোলের আর্জি খারিজ, ডেরা প্রধান, dera sach sauda chief, dera chief parole application rejected, rape convict ram rahim singh, dera chief parole rejected, jail superintendent panchula news, indian express

ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

ডেরা প্রধান গুরমিত রাম রহিম সিংয়ের প্য়ারোলের আর্জি নাকচ হয়ে গেল। রাম রহিমের ৩ সপ্তাহের প্য়ারোলে ছুটির আর্জি শুক্রবার খারিজ করে দিয়েছে হরিয়ানার রোহতক জেল সুপার ডিএসপি সুনীল সঙ্গওয়ান। রোতহকের সুনারিয়া জেলে বন্দি রয়েছেন রাম রহিম। ২০১৭ সালে ধর্ষণের অভিযোগে রাম রহিমকে দোষী সাব্য়স্ত করেছিল পঞ্চকুলার সিবিআই আদালত। যা ঘিরে তোলপাড় হয়েছিল পঞ্চকুলা ও সিরসা।

Advertisment

এ প্রসঙ্গে দ্য় ইন্ডিয়ান এক্সপ্রেসকে হরিয়ানার ডিজিপি (কারা) কে সেলভারাজ জানিয়েছেন, ''তিন সপ্তাহের প্য়ারোল চেয়ে জেল সুপারের কাছে আবেদন করেছিলেন রাম রহিম। সিরসার পুলিশ সুপারের কাছে এ নিয়ে রিপোর্ট তলব করা হয়। পুলিশ সুপারের থেকে রিপোর্ট পাওয়ার পরই, প্য়ারোলের আবেদন নাকচ করে দিয়েছেন জেল সুপার''।

আরও পড়ুন: দিল্লিতে করোনা আক্রান্তের দেহে প্লাজমা পরীক্ষার ফল আশাপ্রদ: কেজরি

মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে রাম রহিম প্য়ারোলের আবেদন জানিয়েছন বলে খবর। হরিয়ানার কারামন্ত্রী রঞ্জিত চৌটালা জানিয়েছেন, ''ডেরা প্রধানের প্য়ারোলের আবেদন আইন মোতাবেক খারিজ করা হয়েছে। প্য়ারোলের আবেদনের ভিত্তিতে রিপোর্ট দিতে বলা হয়েছিল সিরসা জেলা প্রশাসনকে। জেলা প্রশাসনের রিপোর্টে উল্লেখ করা হয়েছে, রাম রহিমের মা'র অবস্থা স্থিতিশীল। এরপরই প্য়ারোলের আবেদন নাকচ করার সিদ্ধান্ত নেওয়া হয়''।

উল্লেখ্য়, ২০১৯ সালেও মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে প্য়ারোলের আবেদন জানিয়েছিলেন রাম রহিম। সে সময় ৪২ দিনের প্য়ারোলের আবেদন জানিয়েছিলেন ডেরা প্রধান  রাম রহিম।

Read the full story in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

national news
Advertisment