হাসপাতালে ভর্তি দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। তাঁকে দিল্লির দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। গতকাল রাতে তিহাড় জেলের বাথরুমে পা পিছলে পড়ে যান তিনি। জেলের হাসপাতালেই বেশ কয়েকদিন ধরে তাকে শারীরিক অসুস্থতার জন্য তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়। তিহাড় জেলের মুখ্য জনসংযোগ আধিকারিক বিষয়টি নিশ্চিত করেছেন। পড়ে গিয়ে জৈনের পি্ঠে, পা এবং কাঁধে চোট লাগে বলেই জানা গিয়েছে।
গতকাল রাতে তিহাড় জেলের বাথরুমে পা পিছলে পড়ে গুরুতর আহত হন দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী সত্যেন্দ্র জৈন। চিকিৎসার জন্য তাঁকে দীনদয়াল উপাধ্যায় হাসপাতালে নিয়ে আসা হয়। তিহার জেল প্রশাসন সূত্রে খবর, পড়ে গিয়ে সত্যেন্দ্র জৈন সামান্য আঘাত পেয়েছেন। এর আগেও সত্যেন্দ্র জৈন বাথরুমে পড়ে গিয়ে মেরুদণ্ডে গুরুতর চোট পান। গত এক সপ্তাহে এই দ্বিতীয়বার সত্যেন্দ্র জৈনকে হাসপাতালে ভর্তি হতে হল।
এর আগে দিল্লির প্রাক্তন মন্ত্রী সত্যেন্দ্র জৈনকে মেরুদণ্ডের সমস্যায় সোমবার সফদরজং হাসপাতালে আনা হয়েছিল। সফদরজং হাসপাতালের এক মুখপাত্র বলেছেন যে 'জৈন নিউরোসার্জারি ওপিডি (আউট পেশেন্ট ডিপার্টমেন্ট) এর জন্য এসেছিলেন এবং সেখানে চিকিৎসকরা তাকে পরীক্ষা করেন। ফের তাকে হেলে ফিরিয়ে নিয়ে যাওয়া হয়। এক বছরে ৩৫ কেজি ওজন কমেছে তার। ৩১ মে ২০২২-এ সত্যেন্দ্র জৈনকে ইডি গ্রেপ্তার করেছিল। গত শুনানিতে জৈনের পক্ষে সুপ্রিম কোর্টে হাজির হয়ে সিনিয়র আইনজীবী অভিষেক সিংভি গত সপ্তাহে আদালতকে জানান যে প্রাক্তন মন্ত্রীর ওজন ৩৫ কেজি কমে গিয়েছে । পাশাপাশি অনান্য অনেক রোগেও ভুগছেন তিনি।