জয়পুর-মুম্বই এক্সপ্রেসে গুলি কাণ্ডে RPF জওয়ানের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ, চাকরি থেকে চেতন সিং। চলন্ত ট্রেনে ৪ জনকে গুলি করে হত্যার অভিযোগে এবার কঠোর ব্যবস্থা নিল রেল। চেতন সিংকে বরখাস্ত করেছে রেল। বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন।
চলন্ত ট্রেনে চারজনকে গুলি করে হত্যার অভিযোগে অভিযুক্ত RPF জওয়ান চেতন সিংকে চাকরি থেকে বরখাস্ত করা হয়েছে। তিনি RPF কনস্টেবল পদে কর্মরত ছিলেন। কয়েকদিন আগে, চেতন সিং জয়পুর-মুম্বই এক্সপ্রেসে তার সিনিয়র টিকারাম এবং অন্য তিনজনকে গুলি করে হত্যা করেন। হামলার পরপরই চেতনকে গ্রেফতার করা হয় এবং বর্তমানে তিনি বিচার বিভাগীয় হেফাজতে রয়েছেন
টিকারাম মীনা ছাড়াও এই হামলায় আব্দুল কাদেরভাই মহম্মদ হুসেন (৫৮), আসগর আব্বাস শেখ (৪৮) এবং সৈয়দ এস (৪৩)ও প্রাণ হারান। সাম্প্রতিক একটি মিডিয়া রিপোর্ট অনুসারে, চেতন সিং একজন মুসলিম মহিলার মাথায় বন্দুক ঠেকিয়ে তাকে ‘জয় মাতা দি’ বলতে বাধ্য করেছিলেন। সূত্রের খবর, চেতন সিং ইচ্ছাকৃতভাবে মুসলিম যাত্রীদের টার্গেট করে এবং তাদের বেছে বেছে গুলি করে হত্যা করেন।
ঘটনাটি ৩১শে জুলাইয়ের। চেতন সিং প্রথমে সহকারী সাব-ইন্সপেক্টর টিকারাম এবং জয়পুর-মুম্বই এক্সপ্রেসের বি 5 কোচের আরেক যাত্রীকে গুলি করে। এরপর চলন্ত ট্রেনেই তিনি আরও দুজনকে গুলি করেন। পরে ট্রেন থামিয়ে চেতন সিংকে গ্রেফতার করা হয়।
চেতন সিংয়ের এই হামলার পর অনেক ভিডিও ভাইরাল হয়েছে যাতে দেখা যায় তিনি যাত্রীদের হুমকি দিচ্ছেন। তিনি একটি ভিডিওতে আরও বলেছিলেন যে আপনি যদি ভারতে থাকতে চান তবে ‘মোদী-যোগীকে’ ভোট দিন।
যদিও এর আগেও চেতনের বিরুদ্ধে এক মুসলিম ব্যক্তিকে হেনস্থার অভিযোগ ওঠে। জানা গিয়েছে ১৮ ফেব্রুয়ারি, ২০৭১ তারিখে, যখন তিনি ‘অফ-ডিউটি’তে ছিলেন তখন তিনি ওয়াহিদ খান নামে একজনকে বিনা কারণে তাকে হেনস্থা ও হয়রানি করেন। যখন পরে ঘটনার তদন্তের নির্দেশ দেয় রেল। সেই সময় অভিযুক্ত RPF জওয়ানকে এই কাজের জন্য শাস্তির মুখে পড়তে হয়।