Chhattisgarh Naxal Encounter: মাওবাদীদের বিরুদ্ধে অ্যাকশনে বড়সড় সাফল্য পেল নিরাপত্তাবাহিনী। ছত্তিশগড়ের গরিয়াবন্দে টানা ৩৬ ঘন্টার অপারেশনে এখনো পর্যন্ত ২০ জন মাওবাদীর নিহত সওয়ার খবর সামনে এসেছে। সবচেয়ে বড় খবর, এনকাউন্টারে এমন এক মাওবাদী নিহত হয়েছেন যার মাথার দাম ছিল ১ কোটি টাকা। এখনো নিরাপত্তাবাহিনী ৫০ জন মাওবাদীদের ঘিরে রেখেছে বলে খবর। এখনো চলছে অভিযান।
রবিবার থেকে শুরু হওয়া এই অপারেশনে এখনো পর্যন্ত ২০ জন মাওবাদী নিহত হয়েছেন। উদ্ধার করা হয়েছে প্রচুর আধুনিক অস্ত্র, বিস্ফোরক এবং অন্যান্য সরঞ্জাম। ছত্তিশগড়-ওড়িশা সীমান্তে এখনো চলছে অভিযান।
ছত্তিশগড় পুলিশ, ওড়িশা পুলিশ, সিআরপিএফ এবং কোবরার বিশেষ বাহিনী মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে নামে। বাহিনী সূত্রে খবর, নিরাপত্তা বাহিনীর সদস্যরা মোট ১০টি দলে ভাগ হয়ে মাওবাদীদের বিরুদ্ধে অভিযানে সামিল হন। এনকাউন্টারের খবর পাওয়ার সাথে সাথেই ঊর্ধ্বতন কর্মকর্তারাও ঘটনাস্থলে পৌঁছেছেন। এলাকায় আরও বিপূল সংখ্যক বাহিনী মোতায়েন করা হয়েছে। উল্লেখ্য ওড়িশা সীমান্ত সংলগ্ন কুলহাদিঘাট রিজার্ভ ফরেস্টে মাওবাদীদের উপস্থিতি সম্পর্কে গোয়েন্দা তথ্যের উপর ভিত্তি করে ১৯ জানুয়ারি রাতে শুরু হয় অভিযান।
মুখ্যমন্ত্রী কী বললেন?
সোমবারের অভিযানে সময় দুই মহিলা মাওবাদী নিহত হয় এবং তাদের কাছ থেকে প্রচুর পরিমাণে অস্ত্র, গোলাবারুদ এবং ল্যান্ডমাইন উদ্ধার করা হয়, যার মধ্যে একটি সেলফ-লোডিং রাইফেলও রয়েছে। মুখ্যমন্ত্রী বিষ্ণুদেব সাই নিরাপত্তা বাহিনীর প্রশংসা করে বলেন যে, ডাবল ইঞ্জিন সরকারের (কেন্দ্র এবং রাজ্যে বিজেপি সরকার) অধীনে ছত্তিশগড় ২০২৬ সালের মার্চের মধ্যে মাওবাদী মুক্ত হবে।