Advertisment

সন্ত্রাসবাদ ‘বিষধর সাপের’ সমান, কামড় খেতেই হবে, 'আন্তর্জাতিক ফোরামে' পাকিস্তানকে তুলোধোনা

জয়শঙ্কর অভিযোগ করেন, ভারতের বিরুদ্ধে বিষ ছড়ানোর জন্য পাকিস্তান আন্তর্জাতিক ফোরামকে ব্যবহার করে চলেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Could use harsher words, 'আরও কড়া শব্দ বলা যায়', ফের জয়শংকরের নিশানায় 'সন্ত্রাসবাদের মদতদাতা' পাকিস্তান Jaishankar pakistan

বিদেশমন্ত্রী এস জয়শংকর

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ফের পাকিস্তানকে যোগ্য জবাব দিল ভারত। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর বলেন, সারা বিশ্ব পাকিস্তানকে সন্ত্রাসবাদের 'কেন্দ্র' হিসাবে দেখে। তিনি জোর দিয়ে বলেন, ‘অতিমারীর ২ বছর কেটে গেলেও বিশ্ব ভুলে যায়নি সন্ত্রাসবাদের ‘মূল’ কোথায়’! তিনি বলেন, "পাকিস্তান যাই বলুক না কেন, সত্যিটা হল সারা বিশ্ব আজও পাকিস্তানকে সন্ত্রাসবাদের কেন্দ্রস্থল হিসেবে দেখছে।"

Advertisment

এর আগে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের (UN Security Council) বিতর্কে জম্মু কাশ্মীর প্রসঙ্গ তোলায় সন্ত্রাসদমনে পাকিস্তানের বিশ্বাসযোগ্যতা নিয়েই পালটা প্রশ্ন তুললেন বিদেশমন্ত্রী এস জয়শংকর। রাষ্ট্রসংঘ নিরাপত্তা পরিষদের (ইউএনএসসি) বৈঠকে পাকিস্তানকে যোগ্য জবাব দিয়েছে ভারত। বুধবার (১৪ ডিসেম্বর) পাকিস্তান রাষ্ট্রসংঘের বৈঠকে কাশ্মীর ইস্যু তোলায় ভারতের বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর তার যোগ্য জবাব দিয়েছেন।

জয়শঙ্কর বলেন, “আমি জানি যে আমরা আড়াই বছর ধরে কোভিডের সঙ্গে আমরা লড়াই করছি এবং এর কারণে অতীতের স্মৃতিগুলি কিছুটা ধোঁয়াটে হয়ে গেছে। তবে সন্ত্রাসবাদ কোথা থেকে শুরু এবং আজও সন্ত্রাসবাদী কর্মকাণ্ডে কারা মদত দিচ্ছে তা সারা বিশ্বের মানুষ জানেন”। এদিন তিনি আরও বলেন ‘পাকিস্তানের প্রতি আমার পরামর্শ, সন্ত্রাসবাদকে মদত না দিয়ে ভাল প্রতিবেশী হওয়ার লক্ষে কাজ করে চলা’।

তিনি আরও বলেন, ‘সারা বিশ্বের কাছে যেটা গ্রহণযোগ্য নয় তা ন্যায্য বলে মনে করার করার প্রশ্নই ওঠে না।’ পাকিস্তানের দিকে ইঙ্গিত করে তিনি বলেন, ‘এটা অবশ্যই আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদে পৃষ্ঠপোষকতাকারী দেশের ক্ষেত্রে প্রযোজ্য। তিনি বলেন, ওসামা বিন লাদেনকে অথিতির মর্যাদা দেওয়া বা প্রতিবেশী কোন দেশের সংসদে হামলা কোনোটাই এই কাউন্সিলের সামনে প্রচারের প্রমাণ হিসেবে কাজ করতে পারে না। উপযুক্ত ফোরামে প্রাসঙ্গিক সমস্যাগুলি সমাধান করার পরিবর্তে আমাদের বিভ্রান্ত এবং বিমুখ করার প্রচেষ্টা চলছে’। 

পাকিস্তানের বিদেশ প্রতিমন্ত্রী হিনা রব্বানি খারের সাম্প্রতিক অভিযোগের বিষয়ে এক প্রশ্নের উত্তর প্রসঙ্গে জয়শঙ্কর এই কথা বলেন। খার অভিযোগ করেছিলেন যে "ভারতের চেয়ে অন্য কোনও দেশ ‘সন্ত্রাসবাদকে’ ভালভাবে ব্যবহার করেনি।" খার অভিযোগ করেছেন যে পাকিস্তানে সন্ত্রাসবাদ ছড়ানোর কাজে ভারতের জড়িত থাকার প্রমাণ রয়েছে সেদেশের কাছে।

রাব্বানীর অভিযোগের জবাবে জয়শঙ্কর তাকে হিলারি ক্লিনটনের এক দশকের পুরনো একটি উক্তির কথা মনে করিয়ে দিয়ে বলেন, আপনি যদি আপনার বাড়ির পিছনে একটি সাপ রাখেন তবে সেটি কেবল প্রতিবেশীদেরই নয়, আপনার বাড়ির সদস্যদেও আক্রমণ করবে”। জয়শঙ্কর অভিযোগ করেন,ভারতের বিরুদ্ধে বিষ ছড়ানোর জন্য পাকিস্তান আন্তর্জাতিক ফোরামকে ব্যবহার করে চলেছে।

pakistan United Nations Jaisankar
Advertisment