Advertisment

Jaishankar on Palestine: ভোটের মুখেই ইজরায়েল নিয়ে ডিগবাজি দিল্লির, মোদী সরকারের মুখে প্যালেস্তাইন বন্দনা

ইজরাইল-প্যালেস্তাইন যুদ্ধে সাধারণ মানুষের বিরাট ক্ষতি নিয়ে প্রতিক্রিয়া ব্যক্ত করেন জয়শঙ্কর।

author-image
IE Bangla Web Desk
New Update
External Affairs Minister S Jaishankar

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। (ছবি তার ফেসবুক পেজের মাধ্যমে)

মালয়েশিয়া সফরে ইজরাইল-প্যালেস্তাইন ইস্যুতে বড় বিবৃতি দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। রাজধানী কলম্বোতে একটি ইভেন্ট চলাকালীন, এস জয়শঙ্কর ইসরায়েলের বিরুদ্ধে আক্রমণ করেন। পাশাপাশি ইজরাইল-প্যালেস্তাইন যুদ্ধে সাধারণ মানুষের বিরাট ক্ষতি নিয়ে তীব্র প্রতিক্রিয়া ব্যক্ত করেন তিনি।

Advertisment

ইজরাইল-প্যালেস্তাইন ইস্যুতে বক্তব্য রাখতে গিয়ে বিদেশমন্ত্রী বলেন, ইজরাইল-প্যালেস্তাইন বিরোধে কে সঠিক আর কে ভুল সেটা আলাদা বিষয়! কিন্তু বাস্তব হল ইজরায়েলের আক্রমণের ফলে প্যালেস্তাইনরা তাদের অধিকার ও যাবতীয় সুযোগ-সুবিধা থেকে বঞ্চিত হয়েছে।

জয়শঙ্কর ৭ অক্টোবর হামাসের হামলাকে সন্ত্রাসবাদী হামলা বলে উল্লেখ করেন। তবে তিনি গাজায় ইজরায়েলের কর্মকাণ্ডের জন্য আন্তর্জাতিক পর্যায়ে সেদেশের দায়বদ্ধতার উপরেও আলোকপাত করেন। জয়শঙ্করের এই বিবৃতিটি এমন সময়ে এসেছে যখন সম্প্রতি রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে (UNSC) একটি প্রস্তাব পাস হয়েছে, যাতে বলা হয়েছে যে গাজায় অবিলম্বে যুদ্ধবিরতি করা উচিত। প্রস্তাবে যুক্তরাষ্ট্র ভেটো দিলেও এবার ভোট দান থেকে বিরত থেকেছে।

কী বললেন জয়শঙ্কর?
এক অনুষ্ঠানে তিনি বলেন, একদিকে ৭ অক্টোবর যা ঘটেছে তা সন্ত্রাসবাদ। অন্যদিকে নিরীহ নাগরিকদের মৃত্যু কেউ বরদাস্ত করবে না। জয়শঙ্কর আরও বলেছিলেন, 'দেশগুলি তাদের ইচ্ছা অনুযায়ী প্রতিক্রিয়া জানাতেই পারে, তবে আপনি এমন প্রতিক্রিয়া দিতে পারবেন না যা আন্তর্জাতিক মানবিক আইনকে অবমাননা করে। বাস্তব এটাই ইজরায়েলের আক্রমণের ফলে প্যালেস্তাইনিরা তাদের অধিকার হারানোর পাশাপাশি তাদের ভূমিও হারাচ্ছে।

ইজরায়েলের হামলায় প্রায় ৩৫ হাজার সাধারণ মানুষের মৃত্যুর পাশাপাশি এবং গাজার প্রায় ৭৫ শতাংশ ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছে। যার কারণে সেখানকার বাসিন্দারা ওষুধ, খাবার ইত্যাদির মত মৌলিক সুবিধার জন্যও অন্য দেশের উপর নির্ভরশীল হয়ে পড়েছে।

Jaisankar
Advertisment