কূটনৈতিক বিরোধের মধ্যে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর উগান্ডার রাজধানী কাম্পালায় মালদ্বীপের বিদেশ মন্ত্রী মুসা জামিরের সঙ্গে দেখা করেছেন। এই সময়ে, ভারত-মালদ্বীপ সম্পর্কের বিষয়ে দুই নেতার মধ্যে খোলামেলা আলোচনা হয়। ট্যুইট করে এই বৈঠকের তথ্য জানিয়েছেন জয়শঙ্কর। বৈঠকে মালদ্বীপ থেকে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়েও আলোচনা হয়েছে বলেই সূত্রের খবর। বর্তমানে ভারত ও মালদ্বীপের সম্পর্কের ক্ষেত্রে ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। মালদ্বীপের সদ্য নির্বাচতি প্রেসিডেন্ট মহম্মদ মুইজ্জু ভারতকে ১৫ মার্চের মধ্যে সেনা প্রত্যাহারের ডেডলাইন বেঁধে দিয়েছেন।
মালদ্বীপের বিদেশ মন্ত্রী মুসা জামিরের সঙ্গে দেখা করার পর জয়শঙ্কর এক্স-এ একটি পোস্টে জানিয়েছেন, "আজ কাম্পালাতে মালদ্বীপের বিদেশমন্ত্রী মুসা জমিরের সঙ্গে একটি দ্বিপাক্ষিক বৈঠক হয়। ভারত-মালদ্বীপ সম্পর্কের বিষয়ে একটি খোলামেলা আলোচনা হয়েছে। এছাড়াও NAM সংক্রান্ত বিষয় নিয়েও আলোচনা হয়েছে।"
পাখির চোখ লোকসভা, তার আগে মেগা প্ল্যানিং মোদীর : < Lok Sabha Election 2024: রাম মন্দিরের পর বিজেপির মেগা প্ল্যানিং, স্ট্র্যাটেজি বদলে সহজ জয় পেতে মরিয়া মোদী >
সম্প্রতি মালদ্বীপে সরকার পরিবর্তন হয়েছে। এখন মালদ্বীপের প্রেসিডেন্ট মহম্মদ মুইজু। তাঁকে চীনপন্থী বলেই মনে করা হয়। ভারতবিরোধী ইস্যুতে প্রেসিডেন্ট নির্বাচন লড়েছিলেন মুইজ্জু। এমন পরিস্থিতিতে তিনি প্রেসিডেন্ট নির্বাচিত হওয়ার পর থেকে একের পর এক ভারতবিরোধী বহু পদক্ষেপ নিয়েছেন। তার মধ্যে একটি হল ভারতীয় সেনা প্রত্যাহারের ইস্যু। ভারতীয় সেনা প্রত্যাহারের বিষয়টিকে মালদ্বীপের প্রেসিডেন্ট সেদেশের সার্বভৌমত্বের সঙ্গে যুক্ত করছেন। যেখানে ভারতীয় সেনারা মালদ্বীপের জনগণকে সাহায্য করার জন্য সেখানে মোতায়েন রয়েছেন।