Advertisment

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ নৌসেনা আধিকারের পরিবারের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর, কী বললেন?

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ বৈঠকের বিষয়ে বিশদ তথ্য শেয়ার করেছেন।

author-image
IE Bangla Web Desk
New Update
jaishankar, qatar, death penalty, jaishankar meets Indian families, Qatar death penalty to indians, Indians death penalty in Qatar, Indians spy for israel",

মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ নৌসেনা আধিকারের পরিবারের সঙ্গে দেখা করলেন জয়শঙ্কর, কী বললেন?

'তাদের মুক্তির জন্য যথাসাধ্য চেষ্টা করা হবে', বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ প্রাক্তন নৌসেনা অফিসারের পরিবারের সাথে দেখা করে এমনই আশ্বাস দিয়েছেন।

Advertisment

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ টুইট করে বৈঠকের বিষয়ে তথ্য দিয়েছেন। তিনি লিখেছেন, 'সকালে কাতারে আটক ৮ ভারতীয় নৌসেনা আধিকারিকের পরিবারের সঙ্গে দেখা করেছি। তাদের মুক্তির জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে । এ ব্যাপারে আমরা তাদের পরিবারের সঙ্গে যোগাযগ রেখে নিবিড়ভাবে কাজ করছি"।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর আজ সকালে কাতারে মৃত্যুদণ্ডপ্রাপ্ত ৮ ভারতীয় নৌসেনা আধিকারের পরিবারের সঙ্গে দেখা করেছেন। এই সময় বিদেশমন্ত্রী তাদের পরিবারকে আশ্বস্ত করে বলেন যে ভারত সরকার সমস্ত প্রাক্তন নৌ সেনা আধিকারিকদের মুক্তির জন্য অবিরাম প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে। বিদেশ মন্ত্রী জয়শঙ্কর ও বিদেশ মন্ত্রকের উচ্চ পর্যায়ের আধিকারের সঙ্গে পরিবারের সদস্যদের মধ্যে প্রায় তিন ঘণ্টা ধরে চলে আজকের এই বৈঠক। নৌবাহিনীর প্রাক্তন অফিসারদের গত বছর গুপ্তচরবৃত্তির অভিযোগে গ্রেফতার র করা হয়েছিল এবং সম্প্রতি তাদের মৃত্যুদণ্ড দেয় কাতারের একটি আদালত।

বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্ম X-এ টুইট করে বৈঠকের বিষয়ে তথ্য শেয়ার করে লিখেছেন, 'সকালে কাতারে আটক ৮ ভারতীয়ের পরিবারের সঙ্গে দেখা করেছি। বৈঠকে জোর দেওয়া হয়েছে যে ভারত সরকার এই বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব সহকারে বিবেচনা করছে। তাঁদের মুক্তির জন্য সরকার সব ধরনের প্রচেষ্টা অব্যাহত রাখবে বলে জানিয়েছেন তিনি। এ ব্যাপারে আমরা পরিবারের সঙ্গে যোগাযোগ রেখে নিবিড়ভাবে কাজ করে চলেছি'।

এর আগে গত ৬ এপ্রিল, বিদেশ মন্ত্রক বলেছিল যে ভারত সরকার ধৃত প্রাক্তন নৌসেনা আধিকারিকদের আইনি সহায়তা দেবে। গত বছরের ৩০ আগস্ট রাতে কাতারের গোয়েন্দা সংস্থা স্টেট সিকিউরিটি ব্যুরো ওই প্রাক্তন ভারতীয় নৌসেনা আধিকারিকদের ধরে নিয়ে যায়। ভারতীয় দূতাবাস সেপ্টেম্বরের মাঝামাঝি প্রথমে ওই নৌসেনা আধিকারিকদের গ্রেফতারের কথা জানতে পারে। ৩০ সেপ্টেম্বর, ধৃতদের পরিবারের সদস্যদের সঙ্গে, ‘টেলিফোনে সংক্ষিপ্ত যোগাযোগ’ করার অনুমতি দেওয়া হয়েছিল।

কাতারের কারাগারে সাজা ভোগকারী প্রাক্তন নৌসেনারা আল দাহরা কোম্পানিতে কাজ করতেন। এর মধ্যে রয়েছেন ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ট, কমান্ডার পুর্ণেন্দু তিওয়ারি, ক্যাপ্টেন বীরেন্দ্রকুমার ভার্মা, কমান্ডার সুগুনাকর পাকালা, কমান্ডার সঞ্জীব গুপ্ত, কমান্ডার অমিত নাগপাল ও নাবিক রাগেশ। তাঁরা দাহরা গ্লোবাল টেকনোলজিস অ্যান্ড কনসার্ট সার্ভিসেসে কাজ করছিলেন।

Jaisankar
Advertisment