/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2023/11/cats-121.jpg)
দিওয়ালিতে ব্রিটিশ প্রধানমন্ত্রীকে 'বিরাট' উপহার জয়শঙ্করের, কোহলির অটোগ্রাফ সহ ব্যাট পেয়ে অভিভূত সুনাক
চলতি বিশ্বকাপে ভারতের অনদব্য পারফরম্যান্সের জন্য ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনকও বিরাট কোহলির ভক্ত হয়ে উঠেছেন। এবার দিওয়ালি উপলক্ষে সুনাককে কোহলির অটোগ্রাফ সহ একটি ব্যাট উপহার দিয়েছেন বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। বিদেশমন্ত্রীর কাছ থেকে বিশেষ উপহার পেয়ে আপ্লূত ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সিনাক। উল্লেখ্য ২০২৩ বিশ্বকাপে বিরাট কোহলি প্রচুর ৫৯৪ রান করে টুর্নামেন্টের সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় রয়েছেন।
বিশ্বজুড়ে টিম ইন্ডিয়া এক দৃষ্টান্ত স্থাপন করেছে । চলতি বিশ্বকাপে ভারতীয় দলের অনবদ্য পারফরম্যান্সে শুধু ভারতীয় নয়, বিদেশিরাও বিরাট কোহলির ভক্ত হয়ে উঠেছেন । এই তালিকায় সাধারণ মানুষই নয়, রয়েছেন তাবড় রাজনীতিবিদরা । বিরাট কোহলির ভক্তদের মধ্যে রয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাকও। ঠিক এই কারণে বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর দিওয়ালিতে ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনাককে বিরাট কোহলির অটোগ্রাফ করা ব্যাট উপহার দেন।
আরও পড়ুন: < নিজ্জর হত্যা নিয়ে ফের বোমা ফাটালেন ট্রুডো, ভারতের বিরুদ্ধে আনলেন এই মারাত্মক অভিযোগ >
ছবি ভাইরাল
সোশ্যাল মিডিয়ায় একটি ছবি ভাইরাল হচ্ছে যাতে ঋষি সুনাক এবং এস. জয়শঙ্করকে একে অপরের সঙ্গে কথা বলতে দেখা যায়। এই সময় সুনাক বিরাট কোহলির অটোগ্রাফ করা এমআরএফ ব্যাটটি ধরে আছেন। ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক এবং তাঁর স্ত্রী অক্ষতা মূর্তি রবিবার লন্ডনের ডাউনিং স্ট্রিটে দীপাবলিতে বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর এবং তাঁর স্ত্রী কিয়োকো জয়শঙ্করকে আমন্ত্রণ জানিয়েছিলেন ।
Delighted to call on Prime Minister @RishiSunak on #Diwali Day. Conveyed the best wishes of PM @narendramodi.
India and UK are actively engaged in reframing the relationship for contemporary times.
Thank Mr. and Mrs. Sunak for their warm reception and gracious hospitality. pic.twitter.com/p37OLqC40N— Dr. S. Jaishankar (@DrSJaishankar) November 12, 2023
জয়শঙ্কর 'এক্স'-এ বলেছিলেন, "দীপাবলির দিনে প্রধানমন্ত্রী ঋষি সুনাকের সঙ্গে দেখা করে আনন্দিত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর তরফে তাঁকে দীপাবলির অভিনন্দন। ভারত ও ব্রিটেন বর্তমানে নতুন করে সম্পর্ক জোরদার করতে সক্রিয় দু দেশই"। জয়শঙ্কর দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন দিক পর্যালোচনা এবং "বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভীত মজভূত করার লক্ষ্যে পাঁচ দিনের সফরে লন্ডনে পৌঁছেছেন।