Advertisment

Jaishankar to China: 'যত তাড়াতাড়ি সমাধান হয়, ততই ভাল', সীমান্ত বিরোধ ইস্যুতে চিনকে কী পরামর্শ জয়শঙ্করের?

'পাকিস্তানের সঙ্গে আলোচনার দরজা বন্ধ নয় কিন্তু...'কী বার্তা বিদেশমন্ত্রীর?

author-image
IE Bangla Web Desk
New Update
S. Jaishankar, India China bilateral ties, India China relations, India China border issue, Line of Actual Control (LAC), Indian express news, current affairs

সোমবার নয়াদিল্লির এক্সপ্রেস আড্ডায় বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর। (রেণুকা পুরী)

'পাকিস্তানের সঙ্গে আলোচনার দরজা বন্ধ নয় কিন্তু...', জয়শঙ্কর চিনের সঙ্গে সীমান্ত বিরোধের বিষয়েও স্পষ্ট ভাষায় বলেছেন 'উত্তেজনার' কারণে দুই দেশের 'কারুরই বিশেষ কিছু লাভ হয়নি'। ভারত একটি 'ন্যায্য এবং উপযুক্ত সমাধান' খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ।

Advertisment

পূর্ব লাদাখে চিনের সঙ্গে সীমান্ত বিরোধ প্রায় চার বছর ধরে চলছে। বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর স্পষ্ট ভাষায় বলেছেন, এই সময়ের মধ্যে, 'উত্তেজনার' কারণে দুই দেশের কারুরই বিশেষ লাভ হয়নি'। পাশাপাশি তিনি এও বলেছেন, 'ভারত একটি 'ন্যায্য এবং উপযুক্ত সমাধান' খুঁজে বের করতে প্রতিশ্রুতিবদ্ধ, তবে তা এমন হওয়া উচিত যা চুক্তিকে সম্মান করে এবং প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে স্বীকৃতি দেয়।

সোমবার সন্ধ্যায় একটি অনুষ্ঠানে আলোচনার সময় তিনি বলেন, ভারত 'পাকিস্তানের সাথে আলোচনার জন্য তার দরজা কখনই বন্ধ করেনি, তবে সন্ত্রাসবাদের বিষয়টি আলোচনার কেন্দ্রবিন্দুতে থাকা উচিত।' সীমান্ত সমস্যা সমাধানের প্রশ্নে তিনি বলেন, 'সীমান্ত সম্পর্কিত বিরোধের বিষয়ে আলোচনার জন্য প্রতিটি দেশকে বিশ্বাস করতে অবশ্যই একটি সমাধান মিলবে। এই ইতিবাচক দৃষ্টিভঙ্গী আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করবে'।

তিনি বলেন, 'আমি মনে করি, প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় এত বেশি সংখ্যক সেনা থাকা উচিত নয় এটাই আমাদের সাধারণ স্বার্থে। আমি মনে করি এটা আমাদের সাধারণ স্বার্থে যে আমরা স্বাক্ষর করেছি সেই চুক্তিগুলো মেনে চলা উচিত। গত চার বছরে আমরা যে উত্তেজনা দেখেছি তাতে আমাদের কোনো দেশেরই কোনো লাভ হয়নি।

জয়শঙ্কর আরও বলেন, 'আমি সত্যিই বিশ্বাস করি যে যত তাড়াতাড়ি আমরা এটি সমাধান করব, ততই আমাদের জন্য ভাল হবে। আমি একটি ন্যায্য, ন্যায্য সমাধান খুঁজতে প্রতিশ্রুতিবদ্ধ কিন্তু সেই সমাধানটি অবশ্যই এমন হতে হবে যা চুক্তিকে সম্মান করে, প্রকৃত নিয়ন্ত্রণ রেখাকে স্বীকৃতি দেয় এবং স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা না করে। আমার মনে হয় এটা আমাদের দুদেশের জন্যই ভালো'।।

গণতন্ত্রে বিতর্কের গুরুত্ব প্রসঙ্গে তিনি বলেন “বিতর্ক হওয়া উচিত, এদেশে চারপাশে বিতর্ক আছে, বিতর্ক না হলে এই দেশ এই দেশ হতো না। সুতরাং, আমার কাছে বিতর্ক কোনও সমস্যা নয়। আমার যেটা সমস্যা তা হল আপনি যদি রাজনৈতিক এজেন্ডা নিয়ে কিছু প্রশ্ন করেন"।

jaishankar at express adda
এক্সপ্রেস আড্ডায় অনন্ত গোয়েঙ্কা, সি রাজা মোহনের সঙ্গে কেন্দ্রীয় বিদেশ বিষয়ক মন্ত্রী এস জয়শঙ্কর। (রেণুকা পুরীর এক্সপ্রেস ছবি)
Jaisankar
Advertisment