Advertisment

India-China Talks: পাকিস্তানকে 'সবক' শেখাতে চিনকে বন্ধুত্বের বার্তা! 'মোদী ম্যাজিকে' বুক কেঁপে উঠল শত্রু দেশের

দেশই সীমান্ত সংঘাত দ্রুত সমাধানে সম্মত হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
jaishankar, wang yi, india china border row

পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর আস্তানায় চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সাথে দেখা করেছেন (এক্স/জয়শঙ্কর)

S Jaishankar: বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর বৃহস্পতিবার কাজাখস্তানের আস্তানায় বৃহস্পতিবার চিনের বিদেশমন্ত্রীর ওয়াং ইয়ের সঙ্গে এক দ্বিপাক্ষিক আলোচনা করেন। এসসিও শীর্ষ সম্মেলনে মাঝে পার্শ্ববৈঠকে বসেন দুই দেশের বিদেশমন্ত্রীরা।

Advertisment

বৈঠক শেষে বিদেশ মন্ত্রী এস জয়শঙ্কর সোশ্যাল মিডিয়া হ্যাণ্ডেল এক্স-এ এক ট্যুইট বার্তায় জানিয়েছেন, উভয় দেশই সীমান্ত সংঘাত দ্রুত সমাধানে সম্মত হয়েছে। এই লক্ষ্যে কূটনৈতিক ও সামরিক সহযোগিতা আরও দ্বিগুণ করার বিষয়ে ভারত ও চিন ঐক্যমত্যে পৌঁছেছে।

কাজাখস্তানের আস্তানায় এসসিও শীর্ষ সম্মেলনে চিনা প্রেসিডেন্ট শি জিনপিং, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন এবং পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ অংশ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই অনুষ্ঠানে যোগ দেননি এবং ভারতের হয়ে এই অনুষ্ঠানে হাজির ছিলেন বিদেশমন্ত্রী এসজয়শঙ্কর।

আরও পড়ুন : < Nabanna initiative on Lynching: গুজবে দিকে দিকে গণপিটুনি! মারাত্মক প্রবণতা রুখতে ভীষণ কঠিন পদক্ষেপ নবান্নের >

পূর্ব লাদাখে অচলাবস্থার কারণে ভারত ও চিনের মধ্যে সম্পর্ক চার বছর ধরে তলানিতে ঠেকেছে। ৫ মে ২০২০ -এ পূর্ব লাদাখে অচলাবস্থা শুরু হওয়ার পর থেকে ভারত-চিনের সম্পর্কের উল্লেখযোগ্য অবনতি হয়েছিল। গালওয়ানের কাছে প্যাংগং লেক এলাকায় দুই সেনাবাহিনীর মধ্যে হিংসাত্মক সংঘর্ষ হয়। এমন পরিস্থিতিতে এস জয়শঙ্কর ও ওয়াং ই য়ের বৈঠককে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন কূটনৈতিক মহল।

Jaisankar india china standoff
Advertisment