scorecardresearch

‘আমেরিকা লাদেনকে মারতে পারে, আমরা পারি না’?

আকাশপথে পাক হামলা রুখতে গিয়ে মিগ-২১ যুদ্ধবিমান হারাল ভারত। একইসঙ্গে ওই যুদ্ধবিমানের পাইলট নিখোঁজ বলে দাবি করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। যদিও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, ‘‘ওই পাইলট তাদের হেফাজতে।’’

arun jaitley, অরুণ জেটলি
অরুণ জেটলি। ফাইল ছবি: ইন্ডিয়ান এক্সপ্রেস।

২০১১ তে যেভাবে পাকিস্তানে ঢুকে ওসামা বিন লাদেনকে মারা হয়েছিল সেই প্রসঙ্গ টেনে বুধবারের সাংবাদিক বৈঠকে অরুণ জেটলি বললেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যদি পারে, ভারত পারবে না কেন”?

দিন কয়েক আগে কাশ্মীরের পুলওয়ামায় পাক জঙ্গি গোষ্ঠীর বিস্ফোরণে নিহত হয় ৪০ জন সিআরপিএফ জওয়ান। তার জবাব হিসেবে ১২ দিনের মাথায় ভারতীয় বায়ুসেনার বিমান হানায় পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মহম্মদ সহ একাধিক জঙ্গি ঘাঁটি ধ্বংস হয়।

সীমান্তে উত্তেজনা ক্রমশই বাড়ছে। এইরকম পরিস্থিতিতে কেন্দ্রীয় অর্থমন্ত্রী অপারেশন জিরোনিমো-র প্রসঙ্গ টেনে বললেন, “মার্কিন যুক্তরাষ্ট্র যদি পাকিস্তানে ঢুকে ওসামাকে মারতে পারে, তবে ভারত কেন পারবে না”?

বুধবারই ভারতের আকাশসীমা লঙ্ঘন করা একটি পাক যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে ভারত।

ভারত সতর্ক থাকায় পাক হামলা সফল হয়নি, বুধবারের সাংবাদিক বৈঠকে স্পষ্ট জানিয়ে দিল ভারতীয় বিদেশ মন্ত্রক। আকাশপথে পাক হামলা বানচাল করেছে ভারতীয় বায়ুসেনা। পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমান গুলি করে নামিয়েছে ভারতীয় বায়ুসেনার মিগ-২১ বাইসন যুদ্ধবিমান, একথাই জানাল ভারতীয় বিদেশমন্ত্রক। পাশাপাশি আকাশপথে পাক হামলা রুখতে গিয়ে মিগ-২১ যুদ্ধবিমান হারাল ভারত। একইসঙ্গে ওই যুদ্ধবিমানের পাইলট নিখোঁজ বলে দাবি করেছে ভারতীয় বিদেশমন্ত্রক। যদিও পাকিস্তানের তরফে দাবি করা হয়েছে, ‘‘ওই পাইলট তাদের হেফাজতে।’’ এ ব্যাপারে ‘‘খতিয়ে দেখা হচ্ছে’’ বলে জানিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক।

আরও পড়ুন, সজাগ মমতা প্রশাসন, হাই সিকিউরিটি জেলে রাজ্যের পাক বন্দিরা

বুধবার সাংবাদিক বৈঠকে ভারতীয় বিদেশ মন্ত্রকের মুখপাত্র রভীশ কুমার জানিয়েছেন, ‘‘মঙ্গলবার এয়ার স্ট্রাইকের পরও পাকিস্তান তার বায়ুসেনাকে কাজে লাগিয়ে এদিন সকালে ভারতে হামলা চালিয়েছে। কিন্তু সেই চেষ্টা সফল হয়নি। পাক যুদ্ধবিমানকে দেখেই ভারতীয় বায়ুসেনার যুদ্ধবিমান আকাশে উড়ে যায়। আকাশে পাক যুদ্ধ বিমানকে রোখে ভারতীয় বায়ুসেনা। আমাদের একটি মিগ ২১ বিমান পাকিস্তানের এফ-১৬ যুদ্ধবিমানকে গুলি করে নামিয়েছে। পাক যুদ্ধ বিমানকে পড়তে দেখা গিয়েছে।’’

Read the full story in English

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Jaitley refers to 2011 us operation to kill osama in pakistan says why cant india