যত দিন গড়াচ্ছে, কেরালার সন্ন্যাসীনিকে ধর্ষণের অভিযোগ ঘিরে চাপানউতোর ততই বাড়ছে। কেরালার ওই সন্ন্যাসীনিকে ধর্ষণের অভিযোগ উঠেছে অন্য কেউ নন, খোদ ধর্মীয় যাজকের বিরুদ্ধে। ফ্র্যানকো মুলাক্কাল নামে এক বিশপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ ঘিরে সরগরম পরিস্থিতি। সম্প্রতি এ যুগের ভয়াবহতম বন্যায় ভেসে গিয়েছে কেরালা। কয়েক হাজার কোটি টাকার ক্ষতির বোঝা সে রাজ্যের ঘাড়ে। এমন পরিস্থিতিতে, সে রাজ্যেরই এক সন্ন্যাসীনির এমন অভিযোগ ঘিরে কার্যত তুলকালাম ঘটেছে।
২০১৪ সালে কেরালার ওই সন্ন্যাসীনিকে ১৩ বার ধর্ষণ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। ফ্র্যানকো মুলাক্কাল নামে ওই বিশপ তাঁকে ধর্ষণ করেছেন বলে অভিযোগ করেছেন ওই সন্ন্যাসীনি। এহেন অভিযোগ আসার পরেই বিভিন্ন মহলে প্রতিবাদের ঝড় উঠেছে। ধর্ষণের মতো বর্বরোচিত ঘটনার বিরুদ্ধে সরব হয়েছেন অনেকেই। ধর্মীয় যাজক যেখানে ধর্ষণের মতো ন্যাক্কারজনক ঘটনায় জড়িত, সেখানে প্রতিবাদের স্বর যেন আরও ধারালো হয়েছে।
আরও পড়ুন, কেরালায় কুয়োর মধ্যে থেকে উদ্ধার সন্ন্যাসিনীর মৃতদেহ
ইতিমধ্যেই ওই বিশপকে অবিলম্বে গ্রেফতার করার দাবি উঠেছে। সন্ন্যাসীনিকে ধর্ষণের অভিযুক্ত ওই বিশপকে গ্রেফতারের দাবিতে বুধবার প্রতিবাদ জানাতে রাস্তায় নামেন রেভলিউশনারি মার্ক্সিস্ট পার্টি অফ ইন্ডিয়া (আরএমপিআই)-এর মহিলা বাহিনী জনওয়াড়ি স্ত্রী সভা পাঞ্জাবের সদস্যরা।
জলন্ধরের বিশপ মুলাক্কালের বাড়ির দিকে যাওযার পথে জনওয়াড়ি স্ত্রী সভা পাঞ্জাবের মহিলাদের প্রতিবাদ মিছিল আটকে দেয় পুলিশ। গতকাল বিএমসি চকের কাছে বিক্ষোভকারীদের মিছিল পুলিশ আটকায় বলে জানা গিয়েছে। পুলিশ মিছিল আটকানোয় রাস্তায় বসে পড়েন বিক্ষোভকারীরা। রাস্তায় বসে ধর্না শুরু করে ওই মহিলা বাহিনী। ধর্ষণে অভিযুক্ত বিশপের বিরুদ্ধে স্লোগান দেন তাঁরা।