Advertisment

‘এই নাও আজাদি’, গুলি চালাতে চালাতে হুঙ্কার জামিয়ার বন্দুকবাজের

সিএএ বিক্ষোভ চলাকালীনই গুলি চালান ওই ব্যক্তি। এ ঘটনায় জখম হয়েছেন এক পড়ুয়া।

author-image
IE Bangla Web Desk
New Update
jamia firing

এই ব্যক্তিই জামিয়ায় গুলি চালিয়েছে

সিএএ বিরোধী বিক্ষোভে আবারও চলল গুলি। দিল্লির জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়ের বাইরে প্রকাশ্যে গুলি চালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। সিএএ বিক্ষোভ চলাকালীনই গুলি চালান ওই ব্যক্তি। এ ঘটনায় জখম হয়েছেন এক পড়ুয়া। তাঁর হাতে আঘাত লেগেছে বলে জানা যাচ্ছে। বিশ্ববিদ্যালয়ের হোলি ফ্যামিলি হাসপাতালে ভর্তি করা হয়েছে ওই পড়ুয়াকে।

Advertisment

ভিডিওতে দেখা যাচ্ছে, বিক্ষোভকারীদের উদ্দেশে ওই বন্দুকধারীকে বলতে শোনা যাচ্ছে, ‘‘এই নাও আজাদি...হিন্দুস্তান জিন্দাবাদ...দিল্লি পুলিশ জিন্দাবাদ’’। ওই বন্দুকবাজকে ইতিমধ্যেই আটক করেছে পুলিশ। এ ঘটনার সময় অকুস্থলে ছিল দিল্লি পুলিশ। অভিযুক্ত নাবালক বলে দাবি করেছে পুলিশ। তাই বন্দুকবাজের নাম প্রকাশ করা হচ্ছে না।  উল্লেখ্য, মহাত্মা গান্ধীর ৭২ তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাজঘাট পর্যন্ত মিছিল করার কথা ছিল জামিয়ার পড়ুয়াদের। জামিয়ার মিছিলে গুলি চালানোর ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে ‘প্রতিরোধ দিবসে’র ডাক দিয়েছে এসএফআই পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি।

আরও পড়ুন: সিএএ বিরোধী বিক্ষোভে বাংলায় ঝরল প্রাণ, রণক্ষেত্র জলঙ্গি

উল্লেখ্য, গত সোমবার কেন্দ্রীয় প্রতিমন্ত্রী অনুরাগ ঠাকুরের একটি সভায় ‘‘দেশ কে গদ্দারোঁ কো, গোলি মারো শালো কো’ মন্তব্য ঘিরে তুমুল বিতর্ক বাধে। আর এরপরই রাজধানীর বুকে প্রকাশ্যে সিএএ বিক্ষোভে যেভাবে গুলি চলল, তা নিয়ে প্রশ্ন উঠছে বিভিন্ন মহলে। এদিকে, গত মাসেই উত্তপ্ত হয়েছিল জামিয়া মিলিয়া ইসলামিয়া বিশ্ববিদ্যালয়। গত ১৫ ডিসেম্বর জামিয়া ক্যাম্পাসে পুলিশি নিগ্রহের অভিযোগ ওঠে। নয়া নাগরিকত্ব আইনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন ঘিরে রণক্ষেত্রের চেহারা নেয় ওই চত্বর। ৪টি ডিটিসি বাস, বেসরকারি গাড়ি, ১০টি বাইক ক্ষতিগ্রস্ত হয়েছিল বলে জানা গিয়েছিল।

অন্যদিকে, বুধবার পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদের জলঙ্গিতে সিএএ বিরোধী বিক্ষোভে গুলি চলার অভিযোগ উঠেছে। গুলিবিদ্ধ হয়ে ২ জনের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

Read the full story in English

caa
Advertisment