Advertisment

Delhi cop seen kicking Muslim men offering namaz: নামাজ আদায়ের সময় পর পর লাথি! চরম অমানবিকতার সাক্ষী সোশ্যাল মিডিয়া, সাসপেণ্ড পুলিশ আধিকারিক

ঘটনার ভিডিও ভাইরাল হতেই সাসপেন্ড ওই পুলিশ কর্মী।

author-image
IE Bangla Web Desk
New Update
Delhi News,Latest News,Latest Video,Viral Video Today,Delhi Police

নামাজ আদায়ের সময় পর পর লাথি! চরম অমানবিকতার সাক্ষী সোশ্যাল মিডিয়া, সাসপেণ্ড পুলিশ আধিকারিক

নামাজ আদায়ে মুসলিম ব্যক্তিকে লাথি। পুলিশের অমানবিক আচরণের ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়। ভিডিও ঘিরে নিন্দার ঝড়। অবশেষে সাসপেণ্ড করা হল ওই পুলিশ আধিকারিককে। অভিযুক্ত পুলিশমকর্মীর নাম মনোজ তোমর।

Advertisment

উত্তর দিল্লির ইন্দরলোক ইন্দ্রলোকে রাস্তায় নামাজ আদায়ের সময় ২-৩ মুসলিম ব্যক্তিকে লাথি মারেন এক পুলিশ আধিকারিক। লাথি মারার দৃশ্য ক্যামেরায় ধরা পড়ার পর বরখাস্ত করা হয়েছে ঘটনায় অভিযুক্ত ওই পুলিশ কর্মীকে । ঘটনার ভিডিও ভাইরাল হতেই ডিসিপি উত্তর, মনোজ মীনা বিষয়টির তদন্ত শুরু করেন।

ঘটনার প্রতিবাদে পুলিশ কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবিতে পথ অবরোধ করে করে বিক্ষোভ দেখান স্থানীয় জনতা। ভিডিওতে দেখা যায়, রাস্তায় নামাজ আদায়ের সময় দিল্লির রাস্তায় এক পুলিশ কর্মী মুসলিম ২-৩ জনকে লাথি মারছেন। এই বিষয়ে অ্যাডিশ্যানাল পুলিশ কমিশনার (উত্তর) এম কে মীনা বলেন, 'ঘটনায় ভিডিওতে যে পুলিশ কর্মীকে এমন অমানবিক আচরণ করতে দেখা গিয়েছে তাকে তাৎক্ষণিকভাবে বরখাস্ত করা হয়েছে। প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থাও নেওয়া হচ্ছে।' মীনা বলেন, ঘটনাটি নজরে আসার সঙ্গে সঙ্গে পুলিশ বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে।

দিল্লি প্রদেশ কংগ্রেস টুইট করে ঘটনাটিকে "লজ্জাজনক" বলে অভিহিত করেছে। ভাইরাল ভিডিওটি শেয়ার করার সময়, কংগ্রেস নেতা সুপ্রিয়া শ্রীনাতে লিখেছেন, 'অমিত শাহের দিল্লি পুলিশের নীতি হল শান্তি, সেবা, ন্যায়বিচার… তারা সম্পূর্ণ নিষ্ঠার সঙ্গে সেই কাজ করছে।'

Delhi Police
Advertisment