Advertisment

জম্মু-কাশ্মীরে সব ল্যান্ডলাইন চালু, পরিস্থিতি স্বাভাবিকের পথে: স্বরাষ্ট্রমন্ত্রক

একদিন আগেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত জানিয়েছে কাশ্মীরে ভারত সরকার সাম্প্রতিক যে পদক্ষেপ করেছে তা সংবিধানের আওতার মধ্যেই।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu and Kashmir, Article 370

জম্মু কাশ্মীর।

জম্মু কাস্মীরে নিষেধাজ্ঞা শিথিল হচ্ছে। এমন ইঙ্গিত দিয়েছে স্বরাষ্ট্রমন্ত্রক। সংবিধানের ৩৭০ নং অনুচ্ছেদের আওতায় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহারের পর এক মাসের বেশি সময় ইতিমধ্যেই অতিবাহিত হয়েছে।

Advertisment

জম্মু কাশ্মীরের সাম্প্রতিক পরিস্থিতি সম্পর্কে বলতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে সমস্ত ল্যান্ডলাইন চালু হয়ে গিয়েছে, সমস্ত বিদ্যালায় ও স্বাস্থ্যকেন্দ্রগুলিতে পুরোদমে কাজ চলছে। সমস্ত ব্যাঙ্ক ও এটিএম পুরোপুরি কাজ করছে বলে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, ১.০৮ কোটি টাকা ব্যাঙ্ক থেকে তোলা হয়েছে।



স্বরাষ্ট্রমন্ত্রক জানিয়েছে, সমস্ত স্বাস্থ্য প্রতিষ্ঠান পুরোদমে কাজ করছে। এর মধ্যে রয়েছে ৫,১০,৮৭০টি এপিডি এবং ১৫, ১৫৭টি সার্জারি। মন্ত্রক জানিয়েছে, কুপওয়ারায় পোস্টপেড মোবাইল পরিষেবাও চালু হয়ে গিয়েছে।

আরও পড়ুন, জম্মু-কাশ্মীরে ৩৭০ ধারা আসলে কী? কোথা থেকে এল এই আইন?

ন্যূনতম প্রয়োজনীয় দ্রব্যাদির লভ্যতা নিয়ে আশঙ্কা উড়িয়ে দিয়ে সরকার বলেছে, যথেষ্ট পরিমাণ পেট্রোপণ্য ও খাদ্যশস্য মজুত রয়েছে এবং গত ৬ অগাস্ট থেকে ৪২,৬০০ ট্রাক সে সব নিয়ে যাতায়াত করছে।



একদিন আগেই রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে ভারত জানিয়েছে কাশ্মীরে ভারত সরকার সাম্প্রতিক যে পদক্ষেপ করেছে তা সংবিধানের আওতার মধ্যেই। একই সঙ্গে জম্মু কাশ্মীর ও লাদাখের উন্নয়ন সম্পর্কিত সমস্ত ব্যবস্থা করার নিশ্চয়তাও দেওয়া হয়েছে।

রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদকে বলা হয়েছে, জম্মু কাশ্মীরের স্থানীয় প্রশাসন ন্যূনতম পরিষেবা, প্রয়োজনীয় সরবরাহ, প্রতিষ্ঠানের স্বাভাবিক কাজকর্ম, সচলতা ও প্রায় পুরোপুরি যোগাযোগ নিশ্চিত করছে।

আরও পড়ুন, জম্মু কাশ্মীর বিশেষ মর্যাদা হারিয়ে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত: একটি টাইমলাইন

বিদেশ সচিব বিজয় ঠাকুর সিং বলেছেন, "গণতান্ত্রিক পদ্ধতি শুরু করা হয়েছে। ক্রমাগত নিষেধাজ্ঞা প্রত্যাহার করা হচ্ছে। সীমান্তের ওপারের জঙ্গিদের কাছ থেকে হামলার হুমকির মুখে দাঁড়িয়ে আমাদের নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে আগাম সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হয়েছিল।" একই সঙ্গে তিনি কাশ্মীর নিয়ে পাকিস্তানের অভিযোগ উড়িয়ে দেন।

সোমবার রাষ্ট্রসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার মিচেল বাশেলেট জম্মু কাশ্মীরে যোগাযোগ ব্যবস্থার বিচ্ছিন্নতা ও রাজনৈতিক নেতাদের আটক থাকার বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন এবং ভারত সরকারের কাছে অনুরোধ করেন যাতে মানবাধিকার সুরক্ষিত রাখা হয়।

গত ৫ অগাস্ট থেকে জম্মুকাশ্মীর কার্যত অবরুদ্ধ। যোগাযোগ ব্যবস্থা বন্ধ। এর পর দিন থেকেই ভারতীয় সংবিধানের ৩৭০ ধারার আওতায় জম্মু কাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে নেয় কেন্দ্র। এ ছাড়াও জম্মু কাশ্মীরকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে বিভক্ত করে দেওয়ার সিদ্ধান্তও নেয় সরকার।

Read the Full Story in English

Article 370 jammu and kashmir United Nations
Advertisment