/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/03/kashmirgunfight-759-4.jpg)
বুদগাম জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে নিহত ২ জঙ্গি। প্রতীকী ছবি।
বৃহস্পতিবারের পর শুক্রবারও সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তেজনা ছড়াল উপত্যকায়। এদিনও কাশ্মীরে জঙ্গি দমন করল সেনা। শুক্রবার সকালে জম্মু-কাশ্মীরের বুদগাম জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে কমপক্ষে ২ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। ঘটনাস্থল থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। নিহত জঙ্গিদের পরিচয় এখনও জানা যায়নি। এখনও এলাকায় তল্লাশি অভিযান চালাচ্ছে নিরাপত্তা বাহিনী। এদিনের এনকাউন্টারের খবর টুইট করে জানায় কাশ্মীর পুলিশ।
#Nowgam#encounter update: 02 #terrorists killed. Identities & affiliations being ascertained. #Arms & #ammunition recovered. #Search is going on. @JmuKmrPolice
— Kashmir Zone Police (@KashmirPolice) March 29, 2019
Two terrorists killed, four jawans injured in the ongoing encounter in Budgam. #JammuandKashmir (visuals deferred by unspecified time) pic.twitter.com/bsmecPC5BZ
— ANI (@ANI) March 29, 2019
আরও পড়ুন, কাশ্মীরে ফের গুলির লড়াই, নিহত ৩ জঙ্গি
উল্লেখ্য, বৃহস্পতিবারও জম্মু-কাশ্মীরে দুটি এনকাউন্টারের ঘটনা ঘটে। দক্ষিণ কাশ্মীরের সোপিয়ান জেলায় সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে তিন জঙ্গির মৃত্যু হয়েছে। অন্যদিকে, উত্তর কাশ্মীরের কুপওয়ারায় এনকাউন্টারে নিহত হয়েছে আরও এক জঙ্গি। নিহত জঙ্গিরা হিজবুল মুজাহিদিন ও লস্কর-এ-তইবার বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে।
প্রসঙ্গত, গত ২২ মার্চ উপত্যকায় ৪টি আলাদা এনকাউন্টারে মোট ৯ জনের মৃত্যু হয়েছিল বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। নিহতদের মধ্যে ছিল ৮ জঙ্গি ও এক নাবালক। সেদিন উত্তর কাশ্মীরেই তিনটি গুলির লড়াইয়ের ঘটনা ঘটে। সেদিনও দক্ষিণ কাশ্মীরের সোপিয়ানে এনকাউন্টার হয়। পরে জম্মু-কাশ্মীর পুলিশের তরফে জানানো হয়, সোপোর, সোপিয়ান ও বারামুলায় তিনটি এনকাউন্টারে যে ৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে, তাদের সঙ্গে জৈশ-এ-মহম্মদের যোগ রয়েছে।
Read the full story in English