Jammu and Kashmir Pahalgam Terror Attack updates: প্রতিরক্ষা মন্ত্রকের বড় নির্দেশ! পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ, নিহতদের শ্রদ্ধা নিবেদন

Jammu and Kashmir Pahalgam Terror Attack updates: পাহেলগাঁওয়ে পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

Jammu and Kashmir Pahalgam Terror Attack updates: পাহেলগাঁওয়ে পরিস্থিতি নিয়ে প্রধানমন্ত্রী মোদী জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল এবং বিদেশমন্ত্রী জয়শঙ্করের সঙ্গে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করেন।

author-image
IE Bangla Web Desk
New Update
Pahalgam Terror Attack

পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় সন্দেহভাজনদের ছবি প্রকাশ

Jammu and Kashmir Pahalgam Terror Attack updates: জম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলার পরই তিন সেনাবাহিনীকে সতর্ক থাকার নির্দেশ প্রতিরক্ষা মন্ত্রকের। জম্মু ও কাশ্মীরের নিয়ন্ত্রণ রেখা বরাবর এবং অন্যান্য অঞ্চলে জারি করা হয়েছে রেড অ্যালার্ট। হামলার খবর পেয়ে গতকালই মোদীর নির্দেশে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ পাহেলগাঁওয়ে পৌঁছান। আজ সকালে তিনি জঙ্গ হামলায় নিহতদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। বুধবার জম্মু ও কাশ্মীর সরকার মঙ্গলবার জঙ্গি হামলায় নিহতদের প্রত্যেকের পরিবারকে ১০ লক্ষ টাকা করে ক্ষতিপূরণের ঘোষণা করেছে। গুরুতর আহতদের জন্য ২ লক্ষ টাকা এবং সামান্য আহতদের জন্য ১ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ ঘোষণা করেছেন। 

Advertisment

স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ইতিমধ্যেই কর্মকর্তাদের সাথে একটি উচ্চ পর্যায়ের বৈঠক করেছেন। পাশাপাশি হামলার খবর পেয়েই  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সৌদি আরব সফর কাটছাঁট করে দেশে ফিরে আসেন। এক প্রত্যক্ষদর্শী সংবাদ সংস্থাকে জানিয়েছেন, অজ্ঞাতপরিচয়ের হামলাকারীরা খুব কাছ থেকে পর্যটকদের লক্ষ্য করে গুলি চালায়। এই হামলায় ১২ জনকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে তাঁদের সকলের অবস্থা স্থিতিশীল বলেই শেষ পাওয়া বর অনুসারে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীর পুলিশ ইতিমধ্যে হামলার সঙ্গে জড়িতদের একটি স্কেচ প্রকাশ করেছে। আহত ও প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলেই স্কেচগুলি তৈরি করা হয়েছে বলে জম্মু-কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিকে গতকালের পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনায় সুপ্রিম কোর্টে একটি জনস্বার্থ মামলা দায়ের করা হয়েছে। পর্যটকদের নিরাপত্তার জন্য অবিলম্বে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি উঠেছে। অমরনাথ তীর্থযাত্রীদের নিরাপত্তার দাবিও তাতে জানানো হয়েছে।  

অমরনাথ যাত্রা শুরুর মাত্র ৩৮ দিন বাকি। তার আগেই যাত্রাজম্মু-কাশ্মীরের পাহেলগাঁওয়ে বর্বরোচিত জঙ্গি হামলায় নিহত পর্যটকদের মধ্যে রয়েছেন ৩ বাঙালি। আগামী ৩রা জুলাই থেকে শুরু হওয়ার কথা অমরনাথ যাত্রার। গতকালের জঙ্গি হামলায় নিহত কলকাতার বৈষ্ণবঘাটা এলাকার বাসিন্দা বিতান অধিকারী, বেহালার শখের বাজারের সমীর গুহ এবং হায়দরাবাদে কর্মরত আদতে পুরুলিয়ার বাসিন্দা মনীশ রঞ্জন। এই তিনজনই পরিবার নিয়ে কাশ্মীরে বেড়াতে গিয়েছিলেন। এঁরা ছাড়াও জঙ্গি হামলায় নিহতদের মধ্যে রয়েছেন কয়েকজন বিদেশি-সহ মোট ২৮ জন পর্যটক। গুলিবিদ্ধ হয়ে হাসপাতালেও ভর্তি রয়েছেন কয়েকজন। গতকালের ঘটনার পরিপ্রেক্ষিপ্তে জম্মু ও কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ  মন্ত্রিসভার এক জরুরি বৈঠক ডেকেছেন। আজ সন্ধ্যা ৬টা নাগাদ  শ্রীনগরে এই বৈঠকটি অনুষ্ঠিত হবে।

Advertisment

পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলা, ৪ হামলাকারীর মধ্যে ১ জন চিহ্নিত, ঘটনাস্থলে NIA

গতকাল অর্থাৎ ২২ এপ্রিল, জম্মু ও কাশ্মীরের অনন্তনাগ জেলার পাহেলগাঁও অঞ্চলের বাইসারান উপত্যকায় ভয়াবহ জঙ্গি হামলায় অন্তত ২৮ জন পর্যটক নিহত হন এবং ২০ জনেরও বেশি আহত হন। নিহতদের মধ্যে ৩ জন পশ্চিমবঙ্গের বাসিন্দা ছিলেন, যাঁরা ছুটি কাটাতে সেখানে গিয়েছিলেন। এই হামলাটি সাম্প্রতিক সময়ে কাশ্মীর উপত্যকায় বেসামরিক নাগরিকদের উপর সবচেয়ে প্রাণঘাতী হামলা হিসেবে চিহ্নিত হয়েছে।

হামলাটি গতকাল দুপুর প্রায় ২:৫০ মিনিটে ঘটে, ৪-৬ জন সশস্ত্র জঙ্গি বাইসারান উপত্যকায় উপস্থিত পর্যটকদের উপর স্বয়ংক্রিয় অস্ত্র দিয়ে গুলি চালায়। প্রত্যক্ষদর্শীদের মতে, হামলাকারীরা প্রথমে পুলিশ পরিচয়ে পর্যটকদের কাছে আসে এবং হঠাৎ গুলি চালানো শুরু করে। তারা মূলত অ-মুসলিম পর্যটকদের নিশানা করে। এই হামলায় নিহতদের মধ্যে একজন ভারতীয় নৌবাহিনীর অফিসার এবং একজন গোয়েন্দা ব্যুরোর কর্মকর্তাও ছিলেন বলে জানা গিয়েছে।

জঙ্গি সংগঠনের দায় স্বীকার
এই হামলার দায় স্বীকার করেছে 'দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট' (TRF), যা পাকিস্তান-ভিত্তিক লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন। তাদের মতে, কাশ্মীরে বহিরাগতদের বসবাসের মাধ্যমে জনসংখ্যার পরিবর্তন ঘটানোর প্রতিবাদে এই হামলা চালানো হয়েছে।

সরকার ও আন্তর্জাতিক প্রতিক্রিয়া
পাহেলগাঁওয়ে জঙ্গি হামলার কড়া নিন্দায় সরব প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। দোষীদের কঠোর শাস্তির আশ্বাস দিয়েছেন তাঁরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও এই ঘটনার নিন্দা জানিয়ে নিহতদের পরিবারের প্রতি সমবেদনা প্রকাশ করেছেন। আন্তর্জাতিক মহল থেকেও এই হামলার নিন্দা জানানো হয়েছে। জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস এবং ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উরসুলা ভন ডার লেইন এই হামলাকে 'নৃশংস অপরাধ' বলে অভিহিত করেছেন। 

পাহেলগাঁওয়ে জঙ্গি হামলায় কান্নার রোল বাংলায়! ধর্মীয় পরিচয় জেনে গুলি? বিস্ফোরক দাবি সূত্রের

হামলার পরপরই ভারতীয় সেনাবাহিনী এবং স্থানীয় পুলিশ যৌথভাবে তল্লাশি অভিযান শুরু করে। হেলিকপ্টার ব্যবহার করে হামলাকারীদের সন্ধান চালানো হয় এবং পাহেলগাঁও অঞ্চলে অস্থায়ী লকডাউন জারি করা হয়। আহতদের মধ্যে কয়েকজনকে শ্রীনগরের সামরিক হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। 

modi amit shah pahalgam terror attack