চালু হওয়ার পরেই কাশ্মীরে বন্ধ ২জি মোবাইল পরিষেবা

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতির নতুন করে খতিয়ে দেখার পর জম্মুতে ৩জি ও ৪জি পরিষেবা চালু করা হবে। তবে পুঞ্চ, রাজৌরি, কিশতোয়ার, ডোডা এবং রাম্বান জেলায় দিনের বেলায় এই পরিষেবা বন্ধই থাকবে।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতির নতুন করে খতিয়ে দেখার পর জম্মুতে ৩জি ও ৪জি পরিষেবা চালু করা হবে। তবে পুঞ্চ, রাজৌরি, কিশতোয়ার, ডোডা এবং রাম্বান জেলায় দিনের বেলায় এই পরিষেবা বন্ধই থাকবে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

ফোটো- শোয়েব মাসুদি

জম্মু কাশ্মীরে ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু হওয়ার এক দিন পরেই, ফের সে পরিষেবা বন্ধ করে দেওয়া হল বেশ কিছু ডিভিশনে। আগাম পদ্ধতি হিসেবে প্রশাসন জম্মু, সাম্বা, কাঠুয়া, রেয়াসি ও উধমপুরে এই পরিষেবা বন্ধ রাখার নির্দেশ দিয়েছে।

Advertisment

সূত্রের মতে, সোশাল মিডিয়ায় ভুয়ো খবর ছড়ানো আটকাতেই এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। শনিবার উপত্যকার বেশ কিছু জায়গায় যাতায়াতে বিধিনিষেধ শিথিল করা হয়েছে এবং ল্যান্ডলাইন ফোন পরিষেবা চালু করা হয়েছে।

আরও পড়ুন, কথা যদি হয় তবে পাক-অধিকৃত কাশ্মীর নিয়েই: রাজনাথ সিং

জম্মু এলাকার পাঁচটি জেলায় ২জি মোবাইল ইন্টারনেট পরিষেবা চালু করার অব্যবহিত পরেই জম্মু পুলিশের আইজি মুকেশ সিং সাবধান করে দিয়ে বলেছিলেন সোশাল মিডিয়ায় ভুয়ো খবর বা ভিডিও ছড়ানো হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

Advertisment

ভারতীয় সংবিধানের ৩৭০ ধারা অনুসারে কাশ্মীরের বিশেষ মর্যাদা কেন্দ্র প্রত্যাহার করে নেওয়ার পরই জম্মুকাশ্মীরে বিধিনিষেধ লাগু করা হয়।

সরকারি আধিকারিকরা জানিয়েছেন, পরিস্থিতির নতুন করে খতিয়ে দেখার পর জম্মুতে ৩জি ও ৪জি পরিষেবা চালু করা হবে। তবে পুঞ্চ, রাজৌরি, কিশতোয়ার, ডোডা এবং রাম্বান জেলায় দিনের বেলায় এই পরিষেবা বন্ধই থাকবে।

এর আগে মুখ্য সচিব বিভিআপ সুব্রহ্মণিয়ম এক সাংবাদিক সম্মেলনে শুক্রবার বলেছিলেন উপত্যকা ঘেরাটোপে থাকাকালীন কোনও প্রাণহানি হয়নি। তিনি জানিয়েছিলেন, ল্যান্ডলাইন ও টেলিফোন পরিষেবা ধাপে ধাপে চালু করা হবে।

Read the Full Story in English

jammu and kashmir Article 370