/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/10/supreme-court1.jpg)
সুপ্রিম কোর্ট।
জম্মু-কাশ্মীরে আর কতদিন নিষেধাজ্ঞা জারি করা থাকবে? কেন্দ্রের কাছে এবার এ প্রশ্নেরই জবাব চাইল সুপ্রিম কোর্ট। উল্লেখ্য, ৩৭০ ধারা বাতিলের সময় থেকেই জম্মু-কাশ্মীরকে প্রশাসনের কড়া নজরদারিতে মুড়ে ফেলা হয়। উপত্যকার বিভিন্ন এলাকায় বিভিন্ন ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারি করা হয়। যা ঘিরে প্রশ্ন ওঠে বিভিন্ন মহলে। অবশেষে এ ইস্যুতে এদিন কেন্দ্রের কাছে যেভাবে জবাব তলব করল দেশের শীর্ষ আদালত, তা তাৎপর্যপূর্ণ বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।
বিচারপতি এন ভি রামনার নেতৃত্বাধীন তিন বিচারপতির বেঞ্চ বলেন, ‘‘আর কতদিন নিষেধাজ্ঞা জারি রাখতে চান আপনারা? এ ব্যাপারে স্পষ্ট করে জবাব দিন’’। বিচারপতি সুভাষ রেড্ডি নির্দেশ দেন, প্রতিদিন কাশ্মীর পরিস্থিতি পর্যালোচনা করুক সরকার। এ প্রেক্ষিতে আদালতে সলিসিটর জেনারেল তুষার মেহতা বলেন, প্রতিদিনই গোটা পরিস্থিতি পর্যালোচনা করা হচ্ছে। তিনি আরও বলেন, ‘‘৯৯ শতাংশ নিষেধাজ্ঞাই শিথিল করা হয়েছে’’।
আরও পড়ুন: দিল্লির অবৈধ কলোনির বাসিন্দাদের জন্য ‘ঐতিহাসিক’ সিদ্ধান্ত মোদী সরকারের
উল্লেখ্য, গত ১৫ অক্টোবর প্রায় ৬৮ দিন পর কাশ্মীরে পোস্ট-পেড ফোন পরিষেবা চালু করা হয়। গত ৪ সেপ্টেম্বর থেকে উপত্যকায় ৫০ হাজার ল্যান্ডলাইন পরিষেবা পুনরায় চালু করা হয়। এর আগে জম্মু ও লাদাখে মোবাইন ফোন পরিষেবা চালু করা হয়েছে।
প্রসঙ্গত, ৩৭০ ধারা বাতিল ঘিরে নিরাপত্তার বজ্রআঁটুনিতে মুড়ে ফেলা হয়েছে উপত্যকাকে। একদিকে যেমন মোবাইল ইন্টারনেট পরিষেবা বন্ধ করা হয়, তেমনই মেহবুবা মুফতি, ওমর আবদুল্লা, ফারুখ আবদুল্লাদের মতো শীর্ষ রাজনৈতিক ব্যক্তিদের গৃহবন্দি করে রাখা হয়েছে। ৩৭০ ধারা বাতিল করে জম্মু-কাশ্মীরকে ভেঙে জম্মু-কাশ্মীর ও লাদাখ, দুটি পৃথক কেন্দ্রশাসিত অঞ্চল গড়া হয়েছে।
Read the full story in English