প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে জন সুরক্ষা আইন প্রয়োগ করার ঘটনায় উদ্বেগ প্রকাশ করলেন জম্মু কাশ্মীরের সিবিএম নেতা মহম্মদ ইউসুফ তারিগামি। তারিগামি এ ঘটনার নিন্দা করে বলেন ন্যাশনাল কনফারেন্স নেতা কোনও সন্ত্রাসবাদী নন। এখন তারিগামি চিকিৎসার জন্য দিল্লি রয়েছেন।
নয়া দিল্লিতে সাংবাদিক সম্মলেনে তারিগামি বলেন, আমি কোনও বিদেশি নই, ফারুক আবদুল্লা বা অন্য নেতারাও সন্ত্রাসবাদী নন। কাশ্মীরের মানুষ বলে কাশ্মীর পরিস্থিতি খারাপ নয়, কাশ্মীরের অবস্থা খারাপ হয়েছে আমাদের, রাজনীতিবিদদের জন্য ও রাজনীতির কারণে।
তারিগামি এখন গৃহবন্দি হয়ে রয়েছেন। কাশ্মীরে যেসব নেতারা আটক রয়েছেন, তাঁদের মধ্যে তারিগামিই প্রথম সাংবাদিক সম্মেলন করলেন।
সিপিএমের সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি জানিয়েছেন, দলের তরফে তারিগামি ৩৭০ ধারা বিলুপ্তি ও জম্মু কাশ্মীর রাজ্যের বিভাজনের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে মামলা করবেন।
তারিগামি আরও বলেন, জম্মু কাশ্মীরের মানুষের মধ্যেকার ঐক্য নষ্ট হচ্ছে সরকারি সিদ্ধান্তের কারণে।
তারিগামি আরও বলেন, দীর্ঘদিনের পরিশ্রমের ফলে জম্মু কাশ্মীরের নেতা ও জনসাধারণের মধ্যে যে বন্ধন তৈরি হয়েছে তা আজ বিপন্ন। জম্মু কাশ্মীরের মানুষ সরকারের সঙ্গে পা মিলিয়ে হাঁটার সুযোগ চান, সরকারের সঙ্গে বিতর্ক ও আলোচনার সুযোগ চান।
গত ৫ সেপ্টেম্বর সুপ্রিম কোর্ট অসুস্থ সিপিএম নেতাকে চিকিৎসার জন্য শ্রীনগর থেকে নয়া দিল্লির এইমসে নিয়ে আসার নির্দেশ দেন। সোমবার সুপ্রিম কোর্ট বলেছে, তারিগামি এবার শ্রীনগর ফিরে যেতে পারেন। প্রধান বিচারপতি রঞ্জন গগৈ, এস এ বোবডে এবং এস এ নাজিরকে নিয়ে গঠিত বেঞ্চ জানিয়ে দিয়েছে প্রাক্তন বিধায়ককে এইমসে চিকিৎসকরা যদি ফিট ঘোষণা করেন, তাহলে তাঁকে দিল্লি থেকে স্বগৃহে ফেরার জন্য কোনও অনুমতি নিতে হবে না।