Advertisment

জম্মুতে গলার নলি কেটে নৃশংস কায়দায় খুন পুলিশ কর্তাকে, পিছনে পাকিস্তান?

সোমবার গভীর রাতে জম্মু শহরের কাছে উদাইওয়ালায় বাড়ি থেকে গলার নলি কাটা অবস্থায় শীর্ষ কারা আধিকারিকের দেহ উদ্ধার হয়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu Kashmir DGP Prisons Hemant Kumar Lohia murdered

কাশ্মীরে নিরাপত্তা বাহিনী। ফাইল ছবি

উপত্যকায় ফের নৃশংস খুন। সোমবার গভীর রাতে জম্মু শহরের কাছে উদাইওয়ালায় বাড়ি থেকে গলার নলি কাটা অবস্থায় শীর্ষ কারা আধিকারিকের দেহ উদ্ধার হয়েছে। রক্তাক্ত অবস্থায় জম্মু কাশ্মীর পুলিশের ডিজি (কারা) হেমন্ত কুমার লোহিয়ার নিথর দেহ উদ্ধার হয়েছে। উপত্যকার এই শীর্ষ পুলিশকর্তাকে খুন করা হয়েছে বলেই একপ্রকার নিশ্চিত পুলিশ। এই ঘটনার পর থেকে খোঁজ মিলছে না নিহতের পরিচারকের। পলাতক ওই ব্যক্তিই শীর্ষ পুলিশকর্তা খুনে মূল অভিযুক্ত বলে ধারণা পুলিশের।

Advertisment

জম্মু জোনের অ্যাডিশনাল ডিজি মুকেশ সিং জানিয়েছেন, খুনে অভিযুক্ত পরিচারক পলাতক, তার খোঁজে জম্মু-সহ বিভিন্ন এলাকায় তল্লাশি চলছে। ৫৭ বছর বয়সী হেমন্ত কুমার লোহিয়া ১৯৯২ ব্যাচের আইপিএস অফিসার ছিলেন। সোমবার রাতে জম্মুর কাছে উদাইওয়ালার একটি বাড়িতে তাঁকে গলার নলি কেটে খুন করা হয়েছে।

আরও পড়ুন- নবমীর সন্ধে ভেস্তে দিতে হাত পাকাচ্ছে বৃষ্টি, প্যান্ডেল হপিংয়ে ছাতা-রেনকোট মাস্ট

জম্মু কাশ্মীর পুলিশ সূত্রে জানা গিয়েছে, চলতি বছরের অগস্টে তাঁকে ডিজিপি (কারা) হিসেবে দায়িত্ব দেওয়া হয়। এডিজিপি বলেন, ''প্রাথমিকভাবে এটিকে খুন বলেই মনে হচ্ছে। ঘটনার পর থেকে এই পুলিশ আধিকারিকের বাড়িতে যে ব্যক্তি কাজ করত তার খোঁজ নেই। তার খোঁজে তল্লাশি শুরু হয়েছে।'' ঘটনাস্থল থেকে নমুমনা সংগ্রহ করেছেন ফরেনসিক বিশেষজ্ঞরা।

এদিকে, জম্মু কাশ্মীর পুলিশের এই শীর্ষ কর্তাকে এমন নৃশংসভাবে খুন নিয়ে জোরদার চর্চা শুরু পুলিশ মহলে। এই ঘটনার পিছনে অনেকে পাকিস্তানের মদতপুষ্ট জঙ্গি সংগঠনের হাত দেখছে। অনেকে বলছেন, স্থানীয় সহযোগীদের কাজে লাগিয়ে নৃশংস এই হত্যাকাণ্ডের পিছনে রয়েছে পাকিস্তান মদতপুষ্ট জঙ্গি সংগঠন। যদিও জম্মু কাশ্মীর পুলিশের তরফে এখনও এব্যাপারে স্পষ্ট করে কিছু জানানো হয়নি।

jammu and kashmir Murder Jammu & Kashmir
Advertisment