Kathua Encounter: অশান্ত ভূস্বর্গ! বাতাসে ভেসে আসা বারুদের গন্ধ, সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াই, মৃত্যু মিছিল

Jammu Kashmir Encounter: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াইয়ে বৃহস্পতিবার তিন সেনা শহীদ হয়েছেন। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযানের সময় হঠাৎ করেই সেনা বাহিনী লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

Jammu Kashmir Encounter: জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াইয়ে বৃহস্পতিবার তিন সেনা শহীদ হয়েছেন। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযানের সময় হঠাৎ করেই সেনা বাহিনী লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা।

author-image
IE Bangla Web Desk
New Update
Kathua Encounter

অশান্ত ভূস্বর্গ! বাতাসে ভেসে আসা বারুদের গন্ধ, সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াই, মৃত্যু মিছিল Photograph: (ফাইল চিত্র)

Jammu Kashmir Encounter: ফের অশান্ত জম্মু-কাশ্মীর। জম্মুর কাঠুয়ায় সেনা- জঙ্গির তুমুল গুলির লড়াওয়ে শহীদ তিন সেনা জওয়ান। সংবাদ সংস্থা পিটিআই সূত্রে খবর,এই সংঘর্ষে তিন জঙ্গিরও মৃত্যু হয়েছে।  

Advertisment

জম্মু ও কাশ্মীরের কাঠুয়া জেলায় সেনা-জঙ্গির তুমুল গুলির লড়াইয়ে বৃহস্পতিবার তিন সেনা শহীদ হয়েছেন। সন্ত্রাসীদের খোঁজে তল্লাশি অভিযানের সময় হঠাৎ করেই সেনা বাহিনী লক্ষ্য করে গুলি চালাতে শুরু করে জঙ্গিরা। পালটা জবাব দেয় বাহিনীও। সংঘর্ষে তিন জঙ্গিরও মৃত্যু হয়েছে বলেই খবর। এদিকে এই সংঘর্ষের ঘটনায় ডিএসপি পদমর্যাদার এক আধিকারিক সহ সাত জন গুরুতর আহত হয়েছেন। তারা সকলেই এই মুহূর্তে চিকিৎসাধীন রয়েছেন।  

সংবাদ সংস্থা পিটিআই জানিয়েছে বৃহস্পতিবার সকাল ৮টা নাগাদ শুরু হয় সেনা-জঙ্গির গুলির লড়াই। জঙ্গলে তল্লাশি অভিযান চালানোর সময় অতর্কিতে সেনা বাহিনীকে লক্ষ্য করে হামলা চালায় জঙ্গিরা। এরপরই পালটা জবাব দেয় বাহিনী। তাতে উভয় পক্ষেরই তিনজনের মৃত্যু হয়েছে। সেনা সূত্রে খবর, জঙ্গিরা সকলেই জইশ-ই-মোহাম্মদের সক্রিয় সদস্য।  

Advertisment

কাঠুয়ায় এই বড় সন্ত্রাসবিরোধী অভিযানের নেতৃত্ব দিচ্ছেন জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত। তিনি  বৃহস্পতিবার রাতেই দুই জঙ্গির মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছিলেন, যার পরে আরও এক জঙ্গির মৃত্যুর সামনে আসে। জম্মু ও কাশ্মীর পুলিশের ডিজি নলিন প্রভাত আত্মবিশ্বাস ব্যক্ত করে বলেছেন,লুকিয়ে থাকা সকল জঙ্গিদের হত্যা করা হবে। সন্ত্রাসীদের বিরুদ্ধে এই তল্লাশি অভিযান ৫ দিন ধরে চলছিল। এই অভিযানে হেলিকপ্টার, ড্রোন, বুলেটপ্রুফ যানবাহন এবং স্নিফার ডগের সাহায্য নেওয়া হয়। 

Terrorist Jammu-Kashmir