/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2019/04/kashmirgunfight-759-1.jpg)
প্রতীকী ছবি।
আবারও সেনা-জঙ্গি লড়াইয়ে উত্তেজনা ছড়াল উপত্যকায়। বৃহস্পতিবার সকালে দক্ষিণ কাশ্মীরের অনন্তনাগে সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে কমপক্ষে ২ জন জঙ্গির মৃত্যু হয়েছে বলে জানা যাচ্ছে। যে এলাকায় গুলির লড়াই হয়েছে, সেখান থেকে প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে পুলিশ সূত্রে খবর। গোটা এলাকা ঘিরে রেখেছে পুলিশ।
#Bijbehara#encounter update: 02 #terrorists killed in exchange of fire. Arms & ammunition recovered. Further details shall follow. @JmuKmrPolice@AnantnagPolicepic.twitter.com/bKPvXWlLa6
— Kashmir Zone Police (@KashmirPolice) April 25, 2019
#UPDATE J&K Police: Incriminating material including arms and ammunition was recovered from the site of encounter in Bagender Mohalla of Bijbehara, Anantnag, where two terrorists were killed. Police has registered a case. https://t.co/2aCCdj9zNY
— ANI (@ANI) April 25, 2019
আরও পড়ুন: ‘পুলওয়ামা হামলায় পাশে থেকেছি, এবার ইরান থেকে তেল রফতানি বন্ধ হোক’
Jammu & Kashmir: Visuals from Bagender Mohalla of Bijbehara in Anantnag where two terrorists were neutralized in an encounter with security forces. (Visuals deferred by unspecified time) pic.twitter.com/G9JYNFoGXh
— ANI (@ANI) April 25, 2019
এনকাউন্টারের পরই এলাকায় নিরাপত্তা জোরদার করা হয়েছে। ঘটনাস্থলে যেতে নিষেধ করা হয়েছে স্থানীয় বাসিন্দাদের। ওই এলাকায় জোরকদমে চলছে তল্লাশি অভিযান। এ ঘটনা প্রসঙ্গে কাশ্মীর পুলিশের তরফে টুইট করে জানানো হয়েছে। গুলির লড়াইয়ে ২ জন জঙ্গির মৃত্যুর খবর নিশ্চিত করে জানিয়েছে পুলিশ।
Read the full story in English