এলাকা ঘিরে ফেলে তল্লাশি অভিযান চালানোর সময়ে এই সংঘর্ষের ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ। জম্মু-কাশ্মীর পুলিশের তরফ থেকে এক বিবৃতিতে বলা হয়েছে, ‘‘গতকাল রাতে অনন্তনাগ বীজবেহরায় ওয়াঘামা সুটকিপোরার একটি গোপন আস্তানায় হানা দেওয়া হয়। ৬ জঙ্গির মৃতদেহ এবং ৬টি রাইফেল ঘটনাস্থল থেকে উদ্ধার করা হয়েছে।’’
আরও পড়ুন, পাকিস্তানকে কার্টারপুর সাহিব করিডর খুলে দেওয়ার অনুরোধ ভারতের
এর আগে এ সপ্তাহের গোড়ার দিকে চার হিজবুল মুজাহিদিন জঙ্গি নিহত হয় শোপিয়ান জেলায়। সেখানেও ভোরের আগে তল্লাশি অভিযান চালানো হয়েছিল। সেখানে সংঘর্ষে মারা গিয়েছিলেন ভারতীয় সেনাবাহিনীর এক প্যারাট্রুপার।
Read the full story in English