Advertisment

কাশ্মীরে সংঘর্ষে নিহত জঙ্গি গোষ্ঠীর ৬ সদস্য

এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর ছিল পুলিশের কাছে। সেই মোতাবেক এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়। তখনই জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে।

author-image
IE Bangla Web Desk
New Update
NULL

সংঘর্ষে কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি বলে জানিয়েছে পুলিশ

শনিবার সকালে কাশ্মীরে নিরাপত্তাবাহিনীর সঙ্গে সংঘর্ষে অন্তত ৬ জন জঙ্গির মৃত্যু হয়েছে। দক্ষিণ কাশ্মীরের পুলওয়ামা জেলায় এই সংঘর্ষের ঘটনা ঘটেছে। নিহতদের মধ্যে হিজবুল মুজাহিদিন-এর শীর্ষ কম্যান্ডার এবং আনসার গাজওয়াত উল হিন্দের শীর্ষস্থানীয় জাকির মুসা রয়েছে। অবন্তীপুরার পুলিশ সুপার মহম্মদ জাহিদ ইন্ডিয়ান এক্সপ্রেসকে এ কথা জানিয়েছেন।

Advertisment

এলাকায় জঙ্গিদের উপস্থিতির খবর ছিল পুলিশের কাছে। সেই মোতাবেক এলাকা ঘিরে ফেলে তল্লাশি শুরু করা হয়। তখনই জঙ্গিরা নিরাপত্তাবাহিনীকে লক্ষ্য করে গুলি ছুড়তে শুরু করে। এর পরেই শুরু হয় গুলির লড়াই।

আরও পড়ুন, নিপীড়িত মানুষের বিদ্রোহের আশঙ্কায় ফারুক আবদুল্লা

পরে পুলিশ একটি বিবৃতি জারি করে জানায় এ ঘটনায় কোনও সাধারণ নাগরিকের মৃত্যু হয়নি।ঘটনাস্থল থেকে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। তদন্তও শুরু হয়েছে।

গত সপ্তাহে সিরনু গ্রামের কাছে সংঘর্ষে এক সেনাকর্মী ও তিন জওয়ানের মৃত্যু হয়েছিল। সে ঘটনার জেরে বিক্ষোভকারীদের ওপর নিরাপত্তাবাহিনী গুলি ছুড়লে সাতজন সাধারণ নাগরিক নিহত হন। জম্মু কাশ্মীর পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছিল, নিহতরা সংঘর্ষস্থলের খুব কাছাকাছি চলে এসেছিলেন। তবে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, সংঘর্ষের এক ঘন্টারও বেশি সময় পরে সাধারণ নাগরিকরা খুন হন। সরকারের পক্ষ থেকে ওই ঘটনার তদন্তের নির্দেশ দেওয়া হয়েছে।

jammu and kashmir militants
Advertisment