Advertisment

সময় হলেই ইন্টারনেট পরিষেবা চালু হবে কাশ্মীরে: অমিত শাহ

একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৫ অগাস্টের পর থেকে পাথর ছোড়ার ঘটনা এবং আইনশৃঙ্খলা জনিত সমস্যা কমে এসেছে। তবে সরকারি তথ্য থেকে দেখা যাচ্ছে এ ধরনের ঘটনার পরিমাণ সামান্য হলেও বেড়েছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Jammu Kashmir, Internet Service

রাজ্যসভায় কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বুধবার জানিয়েছেন জম্মু কাশ্মীর পরিস্থিতি স্বাভাবিক, এবং যথাসময়ে ইন্টারনেট পরিষেবাও চালু করা হবে।

Advertisment

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদের এক প্রশ্নের উত্তর দিতে গিয়ে তিনি বলেন, স্থানীয় প্রশাসন যখন ঠিক বলে মনে করবে তখন জম্মু কাশ্মীরে ইন্টারনেট পরিষেবা চালু হবে। আইন শৃঙ্খলা পরিস্থিতি বিবেচনা করে, আমরা বৈঠক করব এবং ঠিক সময়ে পরিষেবা চালু করা হবে।

কাশ্মীরে গত ৫ অগাস্ট থেকে, ইন্টারনেট পরিষেবা বন্ধ। ওইদিনই কেন্দ্র ৩৭০ ধারার আওতায় জম্মুকাশ্মীরের বিশেষ মর্যাদা প্রত্যাহার করে এবং রাজ্যকে দুটি কেন্দ্রশাসিত অঞ্চলে ভেঙে দেয়।

স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তের পর একজন মানুষও পুলিশের গুলিতে মারা যাননি। তিনি বলেন, ৫ অগাস্ট থেকে কোনও মানুষ পুলিশের গুলিতে মারা যাননি। ১৪৪ ধারা সমস্ত থানা থেকেই তুলে নেওয়া হয়েছে। পাথর ছোড়ার ঘটনার সংখ্যাও কমেছে।

অমিত শাহের বিবৃতির একদিন আগেই স্বরাষ্ট্রমন্ত্রকের তরফে জানানো হয়েছে ৫ অগাস্টের পর থেকে পাথর ছোড়ার ঘটনা এবং আইনশৃঙ্খলা জনিত সমস্যা কমে এসেছে। তবে সরকারি তথ্য থেকে দেখা যাচ্ছে এ ধরনের ঘটনার পরিমাণ সামান্য হলেও বেড়েছে।

অমিত শাহ বলেন, কর্তৃপক্ষ স্বাস্থ্যের বিষয়টির দিকে খেয়াল রেখে চলেছেন। তিনি আরও বলেন, সংবাদপত্রের বিক্রি কমেনি।

সংসদে তিনি বলেন, ওষুধের জোগান পর্যাপ্ত। হসপিটালে যথেষ্ট ওষুধ রয়েছে, মোবাইল ভ্যানও দেওয়া হয়েছে। সেপ্টেম্বর মাসে শ্রীনগরে ওপিডি-তে ৬০ লক্ষ লোকের চিকিৎসা করা হয়েছে, অক্টোবরে সে সংখ্যা আরেকটু বেড়েছে।

কংগ্রেস নেতা গুলাম নবি আজাদকে চ্যালেঞ্জ জানিয়েছেন তিনি। গুলাম নবি আজাদকে তিনি প্রশ্ন করেন, এ ব্যাপারে আপনি অন রেকর্ড আপত্তি জানাচ্ছেন না কেন। আমি এনিয়ে এক ঘন্টা ধরে আলোচনায় রাজি।

তিনি বলেন, ইংরেজি ও হিন্দি সংবাদমাধ্যম নিয়মিত কাজ করে চলেছে। ব্যাঙ্কিং পরিষেবাও মসৃণভাবে চলছে। প্রায় সমস্ত দোকানই সকালে খুলছে, দুপুরে বন্ধ হচ্ছে, সন্ধেবেলা ফের খুলছে।

Advertisment