কাশ্মীরে ফের সেনা-জঙ্গি গুলির লড়াই

কুপওয়ারার বাবাগুন্দ এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। এরপরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

কুপওয়ারার বাবাগুন্দ এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। এরপরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে ফেলেছে নিরাপত্তা বাহিনী।

author-image
IE Bangla Web Desk
New Update
jammu kahsmir, encounter, গুলির লড়াই, জম্মু কাশ্মীর, এনকাউন্টার, কুপওয়ারা

কুপওয়ারার বাবাগুন্ড এলাকা ঘিরে রেখে তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তাবাহিনী। ফাইল ছবি, ইন্ডিয়ান এক্সপ্রেস।

আবারও সেনা-জঙ্গি গুলির লড়াইয়ে উত্তপ্ত উপত্যকা। শুক্রবার উত্তর কাশ্মীরের কুপওয়ারায় গুলির লড়াই বাধে। কুপওয়ারার বাবাগুন্দ এলাকায় জঙ্গিরা লুকিয়ে রয়েছে বলে খবর মেলে। এরপরই এলাকায় তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী। গোটা এলাকা ঘিরে রেখেছে নিরাপত্তা বাহিনী।

Advertisment

সূত্র মারফৎ জানা গিয়েছে, তল্লাশি অভিযান চালানোর সময়ই নিরাপত্তা বাহিনীকে লক্ষ্য করে গুলি চালায় জঙ্গিরা। পাল্টা জবাব দেয় নিরাপত্তা বাহিনী। এই মুহূর্তে গুলির লড়াই থেমে গিয়েছে বলে জানা যাচ্ছে। তবে এলাকায় এখনও তল্লাশি অভিযান চালানো হচ্ছে বলে খবর।

আরও পড়ুন, আজ দেশে ফিরছেন পাকিস্তানে বন্দি ভারতীয় পাইলট অভিনন্দন

Advertisment

উল্লেখ্য, ক’দিন আগেই সোপিয়ানে সেনা-জঙ্গি গুলির লড়াই বাধে। সেদিন গুলির লড়াইয়ে কমপক্ষে দুই জইশ-এ-মহম্মদ জঙ্গি নিহত হয়েছে বলে জানা গিয়েছিল। বুধবার ভোরে সোপিয়ানের মিমেন্দর গ্রামে তল্লাশি অভিযানের সময়ই সেনা-জঙ্গি গুলির লড়াই শুরু হয়। প্রচুর পরিমাণে অস্ত্রশস্ত্র উদ্ধার করা হয়েছে বলে ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছিলেন আধিকারিকরা। গোটা এলাকা ঘিরে ফেলেছিল নিরাপত্তা বাহিনী। এলাকায় ৩ জন জঙ্গি লুকিয়ে ছিল বলে খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী।

অন্যদিকে, আজই দেশে ফিরছেন ভারতীয় বায়ুসেনার উইং কমান্ডার অভিনন্দন বর্তমান। ভারতীয় পাইলটকে আজ মুক্তি দেওয়ার কথা বৃহস্পতিবার জানিয়েছিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান।

উল্লেখ্য, বুধবার অভিনন্দন বর্তমানকে হেফাজতে নেয় পাক সেনা। ওইদিন সকালে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে পাক যুদ্ধবিমান। আকাশপথে পাক হামলা বানচাল করতে আকাশে উড়ে যায় ভারতীয় বায়ুসেনার ২টি মিগ-২১ বিমান। একটি মিগ-২১ বিমানকে সে দেশে নামায় পাকিস্তান। এরপরই পাক সেনার মুখপাত্র দাবি করেন, অভিনন্দন নামে এক ভারতীয় পাইলটকে তাদের হেফাজতে নেওয়া হয়েছে। অভিনন্দনকে ফেরাতে তৎপর হয়ে ওঠে নয়া দিল্লি।

Read the full story in English

jammu and kashmir