/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2021/12/jammu-kashmir-police-bus-attacked-by-militants.jpg)
জম্মু ও কাশ্মীর পুলিশ শুক্রবারের নামাজের পরে শ্রীনগরের জামিয়া মসজিদে উস্কানিমূলক স্লোগান দেওয়ার জন্য ১৩ জনকে গ্রেফতার করেছে।
শ্রীনগরের কাছে সোমবার ভর-সন্ধ্যায় পুলিশের গাড়ি লক্ষ্য করে জঙ্গি আক্রমণের ঘটনা। পান্থা চক এলাকার জিওয়ানের কাছে পুলিশের গাড়িতে হামলা চালায় জঙ্গিরা। এতে প্রথমে ১৪ জন পুলিশকর্মী জখম হয়েছিলেন। তাঁদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। পরে কাশ্মীর জোন পুলিশের টুইটার হ্যান্ডলার থেকে জানা গিয়েছে যে, জখমদের মধ্যে ২ পুলিশ কর্মীর মৃত্যু হয়েছে। বর্তমানে আহত ১২ জন পুলিশ কর্মী। এঁদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক। মৃতের সংখ্যা বৃদ্ধির আশঙ্কা করা হচ্ছে।
#SrinagarTerrorAttack: Among the injured police personnel, 01 ASI & a Selection Grade Constable #succumbed to their injuries & attained #martyrdom. Further details shall follow. @JmuKmrPolicehttps://t.co/VPe0Pwoyfy
— Kashmir Zone Police (@KashmirPolice) December 13, 2021
কড়া বেষ্টনিতে ঘিরে ফেলা হয়েছে গোটা এলাকা। জারি রয়েছে তল্লাশি। ফিঁদায়ে কায়দায়ে এই হামলা চালানো হয়েছে বলে মনে করা হচ্ছে। জিওয়ানেই জম্মু-কাশ্মীর পুলিশের সশস্ত্র বাহিনীর দফতর রয়েছে, আছে আইটিবিপি ও আধা সামরিক বাহিনীর ক্যাম্পাসও। ফলে সব,সময়ই কড়া নিরাপত্তা ওই অঞ্চলে থাকে। তার মধ্যেই জঙ্গিরা পুলিশের গাড়িকে কেমন করে নিশানা করল তা নিয়ে প্রশ্ন উঠছে।
বিগত কয়েকদিন ধরেই উপত্যকায় জঙ্গি গতিবিধির খবর পেয়েছিল নিরাপত্তা বাহিনী। সেই মত রবিবার ভোররাত থেকেই শুরু হয়েছিল তল্লাশি। বারাগামে তল্লাশি চলাকালীনই নিরাপত্তা বাহিনীদের নিশানা করে পিছন থেকে হামলা চালিয়েছিল জঙ্গিরা। গুলির শব্দ শোনা মাত্রাই পাল্টা জবাব দেয় বাহিনীও। দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। জানা গিয়েছে, এই সংঘর্ষে এক জঙ্গির মৃত্যু হয়েছে। এছাড়াও চলতি মাসের শুরুতেই পুলওয়ামায় এনকাউন্টারে জঙ্গি নিকেশের ঘটনা ঘটে।
এই হামলার জেরে উপত্যকাজুড়ে আশঙ্কার মেঘ গাঢ় হয়েছে। জম্মু-কাশ্মীরবাসীর স্মৃতিতে উস্কে উঠছে ২০১৯ সালের ফেব্রুয়ারিতে পুলওয়ামা হামলার ঘটনা। আত্মঘাতী জঙ্গি পুলওয়ামা এলাকায় একটি গাড়িতে বিস্ফোরক বোঝাই করে আধা সামরিক বাহিনীর গাড়িতে ধাক্কা মারে। তাতেই বিস্ফোরণ ঘটে। মৃত্যু হয় ৪০ জনের বেশি জওয়ানের।
Read in English
ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন