জম্মু কাশ্মীরে ফের হিংসা। তিন পুলিশকর্মীকে অপহরণ করে তুলে নিয়ে যাওয়া হয়েছিল আগেই। তখন থেকেই আশঙ্কা দেখা দিয়েছিল। এবার খবর এল অপহৃত তিন পুলিশকর্মীকেই হত্যা করেছে জঙ্গিরা। এঘটনা ঘটেছে দক্ষিণ কাশ্মীরের শোপিয়ান এলাকায়। ইন্ডিয়ান এক্সপ্রেসকে পুলিশ সূত্র থেকে জানানো হয়েছে, জেলার দুটি গ্রাম থেকে বৃহস্পতিবার রাতে অপহরণ করে নিয়ে যাওয়া হয় ওই তিন পুলিশকর্মীকে। এ ঘটনায়র আরও তথ্য ওই এলাকা থেকে সংগ্রহ করা হচ্ছে বলে জানিয়েছেন পুলিশের ওই সূত্রটি।
দক্ষিণ কাশ্মীরের বিভিন্ন এলাকা থেকে সপ্তাহ তিনেক আগে বেশ জঙ্গিরা বেশ কিছু পুলিশকর্মীর আত্মীয়দের তুলে নিয়ে যায়। তাদের পরে ছেড়েও দেওয়া হয়।
গত ৩০ অগাস্ট জম্মু কাশ্মীর পুলিশের কর্মীদের আত্মীয় বলে অন্তত ৮ জনকে অপহরণ করা হয়েছিল। হিজবুল মুজাহিদিন কম্যান্ডার রিয়াজ নাইকু এই অপহরণের দায় নিয়েছিল। একটি ১২ মিনিটের ভিডিও-তে সে জানিয়েছিল পুলিশ হেফাজতে থাকা সমস্ত জঙ্গিদের আত্মীয়দের তিন দিনের মধ্যে ছেড়ে দিতে হবে।
৩০ অগাস্টের অপহরণ কাণ্ডের ঠিক আগে আগেই এন আই এ হিজবুল মুজাহিদিন নেতা সৈয়দ সালাউদ্দিনের দ্বিতীয় পুত্রকে পাকড়াও করেছিল। সৈয়দ সালাউদ্দিন আন্তর্জাতিক স্তরে ওয়ান্টেড। সলাউদ্দিনের ছেলেকে গোপন ফান্ড নেওয়ার অভিযোগে গ্রেফতার করা হয়।
এদিকে জম্মু কাশ্মীর পুলিশের ডিজি হিসেবে দিলবাগ সিংই কাজ চালিয়ে যাবেন বলে বৃহস্পতিবার জানিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট।
তাঁর নিয়োগের উপর স্থগিতাদেশ দিতে অস্বীকার করে আদালত জানিয়েছে, এ ব্যাপারে ইউপিএসসি-কে পাঁচ সপ্তাহের মধ্যে প্রক্রিয়া সম্পন্ন করতে হবে।
দিলবাগ সিংয়ের ডিজি পদে নিয়োগ নিয়ে আপত্তি তুলেছিল জম্মু কাশ্মীর সরকার। এ নিয়ে শীর্ষ আদালতের দ্বারস্থ হয়েছিল তারা।