Advertisment

অবতরণের পরই ভয়ঙ্কর আগুন, টোকিওর বন্দরে ভস্মীভূত বিমান

কী হল দুর্ঘটাগ্রস্ত বিমানের ৩৭৯ জন যাত্রী ও ক্রু সদস্যদের?

author-image
IE Bangla Web Desk
New Update
Japan Airlines fire Tokyo Haneda airport updates , টোকিওর হানেদা বন্দরে বিমানে আগুন

দাউ দাউ করে জ্বলছে জাপান এয়ারলাইন্সের উড়ান।

যাত্রী ও ক্রু সদস্য সহ ৩৭৯ জনকে নিয়ে সবে মাত্র টোকিওর হানেদা বিমানবন্দরে অবতরণ করেছিল উড়ানটি। তারপরই ভয়াবহ কাণ্ড। দেখা যায়, ওই যাত্রীবাহী বিমানটি দাউ দাউ করে জ্বলছে। ফলে চরম আশঙ্কা ঘনায়। তবে, তৎপরতার সঙ্গে জাপান এয়ারলাইন্সের সেই জ্বলন্ত বিমান থেকে যাত্রী ও ক্রু সদস্য মিলিয়ে মোট ৩৭৯ জন সরিয়ে নিরাপদে বের করা সম্ভব হয়েছে।

Advertisment

হানেদা বিমানবন্দরের রানওয়েতে দাঁড়িয়ে থাকা একটি উপকূলরক্ষী বাহিনীর বিমানের সঙ্গে যাত্রীবাহী উড়ানটির সংঘর্ষের ফলেই আগুন ধরেছে বলে মনে করা হচ্ছে।

পাবলিক ব্রডকাস্টার এনএইচকে-তে লাইভ ফুটেজে দেখা গিয়েছে, যাত্রী বিমানটির ভিতরে দাউ দাউ করে আগুন জ্বলছে। বন্দর কর্মী ও দমকলকর্মীরা আগুন নেভানোর চেষ্টা চালাচ্ছেন।

জাপানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, এই সংঘর্ষের কারণ খতিয়ে দেখতে তদন্ত করা হচ্ছে। উপকবলরক্ষী বাহিনী বিমানের ক্যাপ্টেন পালিয়ে গিয়েছে বলে খবর। খোঁজ নেই ওই উপকূলরক্ষী বাহিনী বিমানের পাঁচজন ক্রু পরিচয় এখনও পাওয়া যায়নি। বিমানটি ভূমিকম্প-বিধ্বস্ত নোটো উপদ্বীপ অঞ্চলে ত্রাণ সরবরাহের জন্য নিগাতা বিমান ঘাঁটির দিকে যাচ্ছিল।

জাপান এয়ারলাইন্সের একজন মুখপাত্র বলেছেন, বিমানটি হোক্কাইডোর শিন-চিটোসে বিমানবন্দর থেকে ছেড়েছিল।

Japan
Advertisment