scorecardresearch

দু’দিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা

জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর এমন এক সময়ে হচ্ছে যখন জাপান ও ভারত উভয়েই বিশ্বমঞ্চে বড় দায়িত্ব পালনে কাজ করছে।

Indira Gandhi International Airport,Indira Gandhi International Airport (DEL),Japan PM Fumio Kishida,Japanese Prime Minister,Japanese Prime Minister Fumio Kishida,Union Minister Rajeev Chandrasekhar"
দু'দিনের ভারত সফরে জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে আলোচনার সম্ভাবনা

দু’দিনের ভারত সফরে আজ সকালেই দিল্লি এসে পৌঁছেছেন জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা। ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে প্রধানমন্ত্রী ফুমিও কিশিদাকে স্বাগত জানান কেন্দ্রীয় মন্ত্রী রাজীব চন্দ্রশেখর। ভারত-জাপান কূটনৈতিক সম্পর্ক এ বছর নতুন উচ্চতায় পৌঁছতে চলেছে। জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর ঘিরে ভারত-জাপান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার হবে বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল। তিনি ২১ মার্চ জাপানের উদ্দেশে রওনা দেবেন। তার এই সফরকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে ভারত-জাপান শীর্ষ সম্মেলনেও যোগ দিতে যাচ্ছেন ফুমিও। দুই নেতার মধ্যে দ্বিপাক্ষিক ও আঞ্চলিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা হবে বলেই সূত্রের খবর। জাপানের প্রধানমন্ত্রী কিশিদা ফুমিও আজ অর্থাৎ ২০ শে মার্চ সকাল ৮.০৫ মিনিটে ভারতের মাটিতে নামবেন। এরপর সকাল ১০.৪৫ মিনিটে দিল্লি থেকে রাজঘাটের উদ্দেশ্যে রওনা হবেন এবং সেখানে পুষ্পার্ঘ্য অর্পণ করবেন। এর কিছুক্ষণ পরেই সকাল ১১.১৫ মিনিটে তিনি হায়দরাবাদ হাউসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দেখা করবেন। দুপুর ১২টা ৪০ মিনিটে প্রধানমন্ত্রীর সঙ্গে দেখা করার পর হায়দ্রাবাদ হাউসেই এক সাংবাদিক সম্মেলন করবেন।

তিনি দুপুর ২.১৫ মিনিটে সুষমা স্বরাজ ভবনে এক বক্তৃতায় অংশ নেবেন এবং অবশেষে ৫ টায় গৌতম বুদ্ধের সময়কার গভীর শিকড়-সহ বাল বোধি গাছ গাছ পরিদর্শন করবেন এবং পরের দিন অর্থাৎ ২১ মার্চ জাপানের উদ্দেশ্যে রওনা দেবেন। জাপানের প্রধানমন্ত্রীর ভারত সফর এমন এক সময়ে হচ্ছে যখন জাপান ও ভারত উভয়েই বিশ্বমঞ্চে বড় দায়িত্ব পালনে কাজ করছে। একদিকে, ভারত G20- এর সভাপতিত্ব করছে, অন্যদিকে, জাপান বিশ্বের সবচেয়ে উন্নত দেশগুলির G7-এর সভাপতিত্ব করছে। উভয় দেশের জন্য এই সভাপতিত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Stay updated with the latest news headlines and all the latest General news download Indian Express Bengali App.

Web Title: Japanese prime minister fumio kishida arrives in delhi on a two day visit