New Update
/indian-express-bangla/media/post_attachments/wp-content/uploads/2024/04/ie-hd-revanna-prajwal-revanna.jpg)
(LR) পিতা এইচডি রেভান্নার সাথে প্রজ্বল রেভান্না। (ছবি: এইচডি রেভান্না/এক্স)
যৌন ভিডিও মামলায় প্রজ্জ্বল রেভান্নার সঙ্গে নাম জড়িয়েছে JD(S) নেতা তথা কর্ণাটকের প্রাক্তন মন্ত্রী এইচডি রেভান্নারও। ইতিমধ্যেই গত ৪ঠা মে একটি অপহরণ মামলায় SIT তাকে গ্রেফাতার করে। এদিন ১৪ই মে পর্যন্ত বাড়ানো হয় রেভান্নার বিচার বিভাগীয় হেফাজত।
Advertisment
শনিবার প্রাক্তন মন্ত্রীকে মেডিকেল চেকআপের জন্য হাসপাতালে আনা হলে তিনি "রাজনৈতিক ষড়যন্ত্রের" অভিযোগ আনেন। তিনি বলেন, আমার ৪০ বছরের রাজনৈতিক জীবনে আমার বিরুদ্ধে কোনো অভিযোগ নেই।
কর্ণাটকের কিছু অংশে ২৬ এপ্রিল ভোটের দিন প্রজ্জ্বলের বিরুদ্ধে ওঠা যৌন নির্যাতনের ভিডিও ভাইরাল হয়। রাজ্য সরকার এই মামলার তদন্তে এসআইটি গঠন করে, এবং রেভান্নার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়।