Advertisment

গুলিতে ঝাঁঝরা হেভিওয়েট নেতা কৈলাশ মাহতো, তদন্তে পুলিশ

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী তাঁর দেহে দুই থেকে তিনটি গুলি লেগেছে।

author-image
IE Bangla Web Desk
New Update
Kailash Mahto, Kailash Mahto shot dead, Kailash Mahto death, Bihar, JD(U) leader death, Bihar news, Katihar, India news, indian express

মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের এক সময়ের ঘনিষ্ঠ জেডিইউ নেতাকে খুন। বিহারের কাটিহারে খুন জেডিইউ নেতা কৈলাশ মাহতো। গুলি করে খুন করা হয়েছে তাঁকে। ঘটনাটি ঘটেছে বারারি থানা এলাকা থেকে মাত্র দেড় কিলোমিটার দূরে। জেডিইউর প্রাক্তন জেলা সাধারণ সম্পাদক তথা প্রবীণ নেতা কৈলাশ মাহাতোকে নৃশংসভাবে খুন করে চম্পট দিয়েছে অপরাধীরা। স্থানীয় সূত্রে দাবি করা হয়েছে ২ জন দুষ্কৃতী হঠাৎ করেই বাইকে চেপে জেডিইউ নেতাকে লক্ষ্য করে খুব কাছ থেকে তার ওপর গুলি চালায়। পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী তার দেহে দুই থেকে তিনটি গুলি লেগেছে।

Advertisment

জেডিইউ নেতা কৈলাশ মাহতো খুন

জেডিইউ নেতা কৈলাশ মাহাতোকে লক্ষ্য করে কয়েক রাউন্ড গুলি চালানো হয়েছে বলে জানা গেছে। যার মধ্যে তাকে দুই থেকে তিনটি গুলি তার শরীরের লাগে। ঘটনার পর গুলি ছুড়তে ছুড়তে দুষ্কৃতীরা ঘটনাস্থল থেকে চম্পট দেয়। এলাকার স্থানীয় মানুষ প্রায় সঙ্গে সঙ্গেই কৈলাশ মাহাতোকে নিকটবর্তী কমিউনিটি হেলথ সেন্টার বারারিতে নিয়ে গেলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

সম্প্রতি নিরাপত্তার জন্য অনুরোধ করা হয়েছে

ঘটনার খবর পেয়ে বুরারি থানার ভারপ্রাপ্ত আধিকারিক বিশাল বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছান। ঘটনাস্থলে এসডিপিও ওম প্রকাশ, সহ শীর্ষ পুলিশ কর্তারা ঘটনাস্থলে পৌঁছে ইতিমধ্যেই তদন্ত শুরু করেছেন। এদিকে কৈলাশ মাহতোকে খুনের খবর চাউর হতেই থেকে হাসপাতালে ভিড় জমান শ'য়ে শ'য়ে অনুরাগী। জেডিইউ ব্লক সভাপতি মনোজ সিং কুশওয়াহা, জেলা পরিষদের সদস্য গুণসাগর পাসোয়ান প্রমুখরা জানিয়েছেন যে তাঁরা সম্প্রতি কৈলাশ মাহতোর নিরাপত্তার জন্য পুলিশ সুপারের কাছে একটি আবেদন জমা দিয়েছেন।

পারস্পরিক বিরোধের জেরে খুন-পুলিশ

পুলিশ সূত্রে খবর মৃতদেহ ময়নাতদন্তের জন্য কাটিহার সদর হাসপাতালে পাঠানো হয়েছে এবং পুলিশ তদন্ত শুরু করেছে। কাটিহার পুলিশ জানিয়েছে, ব্যক্তিগত বিবাদের জেরেই কৈলাশ মাহাতোকে খুন করা হয়েছে। বুরারি থানা এলাকায় পারস্পরিক শত্রুতার জেরে প্রতিবেশী রাকেশ মাহাতো ও সঞ্জীব মাহাতো তাঁর ওপর হামলা চালায়। অভিযুক্তদের খোঁজে অভিযান চালাচ্ছে পুলিশ।

bihar Murder
Advertisment