Advertisment

বিধায়কের পরনে গেঞ্জি-জাঙ্গিয়া, ঘুরে বেড়াচ্ছেন ট্রেনের কামরায়, ছবি ভাইরাল হতেই দিলেন সাফাই

অশালীন এই দৃশ্য দেখেই প্রতিবাদ করেন কামরার অন্যান্য যাত্রীরা। কিন্তু, তাতে কর্ণপাতের বদলে, সহযাত্রীদের প্রতিই চড়াও হওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে।

author-image
IE Bangla Web Desk
New Update
Gopal Mondal seen wearing undergarments on train

জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল।

পটনা-নয়া দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেস, বাতানুকূল প্রথম শ্রেণির কামরা। ভর্তি যাত্রী। সেখানেই অক্লেশে ঘুরে বেড়াচ্ছেন সাদা স্যান্ডে গেঞ্জি ও জাঙ্গিয়া পড়া এক ব্যক্তি। ট্রেন ছাড়ার পরই অশালীন এই দৃশ্য দেখেই প্রতিবাদ করেন কামরার অন্যান্য যাত্রীরা। কিন্তু, তাতে কর্ণপাতের বদলে, সহযাত্রীদের প্রতিই চড়াও হওয়ার অভিযোগ উঠেছে ওই ব্যক্তির বিরুদ্ধে। এমনই কাণ্ড ঘটিয়েছেন জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডল। যা ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল। অস্বস্তি বেড়েছে বিহারের শাসক দলরে। এরপরই অবস্য কামরায় নিজের পরনের পোশাক নিয়ে সাফাই দিয়েছেন গোপালপুরের বিধায়ক।

Advertisment

ঠিক কী ঘটেছিল?

বৃহস্পতিবার পটনা-নয়া দিল্লি তেজাস রাজধানী এক্সপ্রেসের এ-১ কোচে দিল্লি যাচ্ছিলেন গোপালপুরের বিধায়ক গোপাল মণ্ডল। ট্রেন ছাড়ার অল্প কিছুক্ষণ পরই যাত্রীরা দেখতে পান বিধায়ক গেঞ্জি ও জাঙ্গিয়া পরে কামরার মধ্যে ঘুরে বেড়াচ্ছেন। অস্বস্তিতে পড়েন বাকি যাত্রীরা। এরপরই প্রতিবাদ করেন তাঁরা। কিন্তু তাতে কাজ হয়নি। উল্টে অভিযোগ, সহযাত্রীদের সঙ্গেই বিরূপ আচারণ করেছেন ওই জেডুইউ বিধায়ক।

publive-image
ট্রেনের কামরায় গোপাল মণ্ডল

শেষ পর্যন্ত আরপিএফ-এর কাছে অভিযোগ জানান গোপাল মণ্ডলের সহযাত্রীরা। পরে টিটি-র হস্তক্ষেপে সমস্যার সমাধান হয়। সেন্ট্রাল রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক রাজেশ কুমার বলেছেন, "বিধায়কের আচরণ ও পরনের ফোশাক নিয়ে অভিযোগ জমা পড়েছিল। বস্কক্ষেপ করে আপরিএফ ও টিটিই। সেষ পর্যন্ত উভর তরফের সঙ্গে কথা বলে সমস্যার সমাধান হয়েছে।"

জেডিইউ বিধায়ক গোপাল মণ্ডলের পরনে গেঞ্জি, জাঙ্গিয়া পরিহিত ছবি ভাইরাল। এপ্রসঙ্গে বিধায়কের সাফাই, "আমার পেট খারাপ ছিল, বারবার শৌচালয়ে যেতে হচ্ছিল। সেই সময়ই ছবিটি তোলা হয়েছে। আমি সব সত্যি বলছি।"

Read in English

ইন্ডিয়ান এক্সপ্রেস বাংলা এখন টেলিগ্রামে, পড়তে থাকুন

indian railway national news bihar JDU
Advertisment