Advertisment

পুলিশের হাতে আটক বিশিষ্ট অর্থনীতিবিদ জঁ দ্রেজে

গাঢ়ওয়া জেলার ডেপুটি কমিশনার হর্ষ মংলা বলেন, "কোনও জায়গায় আদর্শ আচরণবিধি লাগু হলে সেখানে ১৪৪ ধারাও লাগু হয়ে যায়।"

author-image
IE Bangla Web Desk
New Update
Jean Dreze Detained

জঁ দ্রেজে এখন রাঁচি বিশ্ববিদ্যালয়ে অধ্যাপনারত

অর্থনীতিবিদ জঁ দ্রেজ এবং আরও দুই সমাজকর্মীকে ঝাড়খণ্ড থেকে আটক করেছে পুলিশ। পুলিশের তরফ থেকে জানানো হয়েছে, অনুমতি ছাড়া সভা করার জন্য তাঁদের আটক করা হয়েছে। গাঢ়ওয়া জেলার বিষ্ণুপুরা থানায় এই তিনজনকে নিয়ে যাওয়া হয়। চারঘণ্টা পর তিনজনকেই ছেড়ে দেওয়া হয়।

Advertisment

পালামু-র ডিআইজি বিপুল শুক্লা ইন্ডিয়ান এক্সপ্রেসকে জানিয়েছেন, "ওঁরা এসডিও-র অনুমতি না নিয়ে সামাজিক ইস্যুতে সভা করছিলেন। আদর্শ আচরণবিধির আওতায় ওঁদের আটক করা হয়।"

আরও পড়ুন, সমঝোতা মামলায় উপযুক্ত প্রমাণের অভাবে ক্ষোভের সঙ্গে ছাড়তে হয়েছে অভিযুক্তদের: আদালত

গাঢ়ওয়া জেলার ডেপুটি কমিশনার হর্ষ মংলা বলেন, "কোনও জায়গায় আদর্শ আচরণবিধি লাগু হলে সেখানে ১৪৪ ধারাও লাগু হয়ে যায়। ১৪৪ ধারা অনুসারে চারজন বা তার বেশি সংখ্যায় লোক জমায়েত বেআইনি। দ্রেজে সভা করার জন্য অনুমতি চেয়েছিলেন কিন্তু তা খারিজ হয়ে যায়। কেন অনুমতি খারিজ হয়ে গেল, তা আমরা খতিয়ে দেখছি।"



ইতিমধ্যে কংগ্রেস প্রেসিডেন্ট রাহুল গান্ধী এই আটকের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন। রাহুল টুইট করে বলেছেন, "দ্রেজের আটকের ঘটনায় আমি অত্যন্ত উদ্বিগ্ন। যারাই গরীব ও পিছিয়ে পড়া মানুষের জন্য কাজ করেন, বিজেপি তাদের সবার সঙ্গেই যুদ্ধের পরিস্থিতি তৈরি করেছে।"

দ্রেজে শিশু স্বাস্থ্য, লিঙ্গসাম্য, শিক্ষা এবং দুর্ভিক্ষ নিয়ে ব্যাপক গবেষণা করেছেন। নীতি প্রণয়ন ওবং অর্থনীতি নিয়ে বেশ কয়েকটি বই রয়েছে তাঁর। এখন তিনি রাঁচি বিশ্ববিদ্যালয়ের অর্থনীতি বিভাগের ভিজিটিং প্রফেসর হিসেবে কর্মরত।

Read the Full Story in English

jharkhand
Advertisment