IIT, JEE Advanced Result 2018 Live দেখুন এখানে
JEE Advanced Result 2018 Live Updates: আজ, রবিবার জুন ১০, প্রকাশিত হতে চলেছে Joint Entrance Examination (JEE) Advanced এর ফলাফল। সমস্ত পরীক্ষার্থী তাঁদের ফলাফল দেখতে পাবেন মূল অফিসিয়াল ওয়েবসাইট jeeadv.ac.in থেকে। যে সব পরীক্ষার্থী মোবাইল ফোনের মাধ্যমে রেজিস্টার করেছেন তাঁরা SMS এর মাধ্যমেও ফলাফল জানতে পারবেন। বিশেষ দ্রষ্টব্য: কোন প্রার্থীকে আলাদা করে rank card পাঠানো হবে না।
প্রায় ২ লক্ষ ২০ হাজার ছাত্রছাত্রী এবছর JEE Advanced পরীক্ষায় বসেছিলেন, যে পরীক্ষা অনুষ্ঠিত হয় মে মাসের ২০ তারিখ। ফলাফল প্রকাশিত হওয়ার পর সিট বন্টনের কাজ শুরু হবে জুন ১৫ থেকে। এই প্রথমবার JEE Advanced পরীক্ষা সম্পূর্ণ অনলাইন নেওয়া হয়। সফল প্রার্থীরা তাঁদের ইচ্ছেমত স্নাতক বা যৌথভাবে স্নাতক-স্নাতকোত্তর স্তরের কোর্স বেছে নিতে পারবেন, যার মধ্যে রয়েছে স্থাপত্য, বিজ্ঞান, এবং অবশ্যই ইঞ্জিনিয়ারিং। যে কোন পরীক্ষার্থী সর্বাধিক দুবার এই পরীক্ষায় বসতে পারেন।
JEE Advanced Result 2018 LIVE UPDATES: Read in English
11.36 AM: JEE Advanced 2018: IIT JEE শীর্ষস্থানে রয়েছেন প্রণব গোয়াল। তিনি কথা বললেন সাংবাদিকদের সঙ্গে।
IIT JEE Advanced Result 2018 declared: IIT JEE topper Pranav Goyal speaks to the media pic.twitter.com/p76duzl741
— IE Bangla (@ieBangla) June 10, 2018
11.06 AM: JEE Advanced 2018: JEE Main এ প্রথম সুরজ কৃষ্ণ পেলেন সর্বভারতীয় তালিকায় ৪৯ তম স্থান
10.53 AM: JEE Advanced 2018: কোটার সাহিল জৈন এবং দিল্লির কৈলাশ গুপ্ত যথাক্রমে AIR ২ এবং ৩
5. Sahil Jain of Kota region and Kailash Gupta of Delhi region hold AIR Rank 2 & 3, respectively @IndianExpress
— Ritika Chopra (@KhurafatiChopra) June 10, 2018
10.46 AM: JEE Advanced 2018: মেয়েদের মধ্যে প্রথম মিনাল পারেখ। প্রাপ্ত নম্বর ৩৬০ এ ৩১৮।
10.40 AM:
4. Meenal Parakh is the female topper this year. Her score: 318/360 @IndianExpress
— Ritika Chopra (@KhurafatiChopra) June 10, 2018
3. Pranav Goyal of who appeared for the exam from Panchkula region is the JEE Adv topper this year. His score: 337/360 @IndianExpress
— Ritika Chopra (@KhurafatiChopra) June 10, 2018
1. JUST IN: JEE Advanced 2018 results declared @IndianExpress #Thread
— Ritika Chopra (@KhurafatiChopra) June 10, 2018
পাঁচকুলা অঞ্চলের বাসিন্দা প্রণব গোয়াল সর্বভারতীয় প্রথম স্থান অধিকার করলেন। প্রাপ্ত নম্বর ৩৬০ এ ৩৩৭।
10.21 AM: JEE Advanced 2018: Delhi JEE Main পরীক্ষায় প্রথম স্থান অধিকার করলেন Simarpreet Singh Saluja, তাঁর সর্বভারতীয় পদ ৭৫
10.18 AM: JEE Advanced 2018 Result ঘোষিত হয়েছে jeeadv.ac.in এবং jeeadv.nic.in সাইটে। কীভাবে রেজাল্ট দেখবেন?
Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে যান
Step 2: ‘Result’ লেখা লিংকে ক্লিক করুন
Step 3: যথাস্থানে নিজের প্রয়োজনীয় তথ্য ভরুন
Step 4: Submit লেখা লিংকে ক্লিক করুন
Step 5: আপনার রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে
Step 6: ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে রাখুন, পরে কাজে লাগবে
10.08 AM: JEE Advanced 2018: এবছর ৭৭৯ টি রিসার্ভ সিট রয়েছে মহিলা প্রার্থীদের জন্য। আইআইটি খড়্গপুরে ১১৩টি, আইআইটি ধানবাদে ৯৫ টি, আইআইটি কানপুরে ৭৯ টি, আইআইটি BHU তে ৭৬ টি, আইআইটি রুরকীতে ৬৮ টি, আইআইটি দিল্লিতে ৫৯ টি, আইআইটি বোম্বেতে ৫৮ টি, আইআইটি গুয়াহাটিতে ৫৭ টি
10.05 AM: JEE Advanced 2018: jeeadv.ac.in এবং jeeadv.nic.in-এ ফলাফল ঘোষিত
10.04 AM: JEE Advanced Counselling 2018: কিছু জরুরি তারিখ
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিপোর্টিং সেন্টারে সিট গ্রহণ (প্রথম রাউন্ড): জুন ২৮, ২০১৮
ভরে যাওয়া সিটের তালিকা প্রদর্শন/শূন্য সিটের তালিকা: জুলাই ৩, ২০১৮
সিট বরাদ্দ (দ্বিতীয় রাউন্ড): জুলাই ৩, ২০১৮
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিপোর্টিং সেন্টারে সিট গ্রহণ (দ্বিতীয় রাউন্ড): জুলাই ৪, ২০১৮ থেকে জুলাই ৫, ২০১৮
ভরে যাওয়া সিটের তালিকা প্রদর্শন/শূন্য সিটের তালিকা: জুলাই ৬, ২০১৮
সিট বরাদ্দ (তৃতীয় রাউন্ড): জুলাই ৬, ২০১৮
ডকুমেন্ট ভেরিফিকেশন এবং রিপোর্টিং সেন্টারে সিট গ্রহণ (তৃতীয় রাউন্ড): জুলাই ৭, ২০১৮-জুলাই ৮, ২০১৮
ভরে যাওয়া সিটের তালিকা প্রদর্শন/শূন্য সিটের তালিকা: জুলাই ৯, ২০১৮
JEE Advanced Result 2018 LIVE UPDATES: Read in English
9.54 AM: JEE Advanced Counselling 2018: কিছু জরুরি তারিখ
JEE (Advanced) 2018 Results: জুন ১০, ২০১৮
ক্যান্ডিডেট রেজিস্ট্রেশন এবং বিভিন্ন প্রোগ্রামের choice filling শুরু হবে: জুন ১৫, ২০১৮
যে সব প্রার্থী AAT দিচ্ছেন তাঁদের বাছাই মনোনয়নের দিন: জুন ১৮, ২০১৮
কৃত্রিম সিট বরাদ্দের মহড়া: জুন ১৯, ২০১৮
কৃত্রিম সিট বরাদ্দ ঘোষণা: জুন ২৪, ২০১৮
রেজিস্ট্রটিন এবং choice filling এর শেষ তারিখ: জুন ২৫, ২০১৮
ডাটা সমন্বয়, সিট বরাদ্দ, ভেরিফিকেশন, এবং বৈধতা যাচাই: জুন ২৬, ২০১৮
সিট বরাদ্দ (প্রথম রাউন্ড: জুন ২৭, ২০১৮
9.46 AM: JEE Advanced Counselling 2018: প্রয়োজনীয় নথি
শর্তাধীন সিট বরাদ্দের চিঠি
দ্বাদশ শ্রেণীর পারফরম্যান্স চেক
সিট গ্রহণে করার পেমেন্টের প্রমান
প্রার্থীর মুচলেকা
ফটো আইডি (সরকার/স্কুল/ক্লাস টুয়েলভের এডমিট কার্ড)
JEE Advanced 2018 এডমিট কার্ড
জন্মতারিখের প্রমান
দ্বাদশ শ্রেণী বা সমতুল্য মার্কশিট
মেডিক্যাল সার্টিফিকেট
ক্যাটাগরি সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
PWD সার্টিফিকেট (প্রযোজ্য হলে)
Registration-cum-locked বাছাই সিট বরাদ্দের জন্য
দুটি পাসপোর্ট ফটো (রেজিস্ট্রেশন ফর্মে যেমন ছিল)
প্রার্থী এবং তাঁর অভিভাবকদের পাসপোর্ট (বিদেশী নাগরিক হলে), OCI সার্টিফিকেট অথবা PIO কার্ড (প্রযোজ্য হলে)
JEE Advanced Result 2018 LIVE UPDATES: Read in English
9.36 AM: JEE Advanced 2018 Result: কীভাবে দেখবেন
Step 1: অফিসিয়াল ওয়েবসাইটে যান
Step 2: ‘Result’ লেখা লিংকে ক্লিক করুন
Step 3: যথাস্থানে নিজের প্রয়োজনীয় তথ্য ভরুন
Step 4: Submit লেখা লিংকে ক্লিক করুন
Step 5: আপনার রেজাল্ট স্ক্রিনে ভেসে উঠবে
Step 6: ডাউনলোড করে প্রিন্টআউট নিয়ে রাখুন, পরে কাজে লাগবে
9:30 AM: JEE Advanced Result 2018: ফলাফল ঘোষিত হবে সকাল ১০ টায়। এই দুটি ওয়েবসাইটে দেখা যাবে ফলাফল: jeeadv.ac.in, jeeadv.nic.in
Joint Entrance (Main) পরীক্ষার ফলাফল ঘোষিত হয় ৩০ এপ্রিল, ২০১৮। সর্বমোট ২,৩১,০২৪ প্রার্থী এবছর JEE (Prelims)-এ সফল হয়েছেন, যাঁদের মধ্যে রয়েছেন ১,৮০,৩৩১ জন ছাত্র এবং ৫০,৬৯৩ ছাত্রী। অন্ধ্র প্রদেশের ভোগী সুরজ কৃষ্ণ এই পরীক্ষায় প্রথম স্থান অধিকার করেন। এবছর জেনারেল ক্যাটেগরি পরীক্ষার্থীদের কাট অফ ছিল ৭৪, OBC/NCL শ্রেণীর জন্য ৪৫, SC প্রার্থীদের জন্য ২৯, ST প্রার্থীদের জন্য ৩৪, এবং PWD প্রার্থীদের জন্য সীমা ছিল ৩৫।