৫৩৮ কোটি টাকার ব্যাঙ্ক জালিয়াতি মামলায় জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বাড়ি সহ সাতটি জায়গায় অভিযান চালাল সিবিআই। জেট এয়ারওয়েসের মুম্বই এবং দিল্লি অফিসেও হানা দেয় সিবিআইয়ের বিশেষ দল। সাতটি জায়গায় একযোগে তল্লাশি চালায় সিবিআই। জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েল ও তাঁর স্ত্রী অনিতা গোয়েলের বাড়িতেও তল্লাশি চালায় কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা।
৫৩৮ কোটি টাকার ব্যাঙ্ক প্রতারণা মামলায় জেট এয়ারওয়েজের দিল্লি ও মুম্বই অফিসে সিবিআই হানা। জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিরুদ্ধে বড়সড় ব্যবস্থা গ্রহণ করল সিবিআই। অভিযান চালায়। সিবিআই শুক্রবার (৫ই মে) জেট এয়ারওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়েলের বিরুদ্ধে ওঠা ৫৩৮ কোটি টাকার কথিত ব্যাঙ্ক জালিয়াতির মামলায় বড় সড় ব্যবস্থা নিয়েছে। জেট এয়ার ওয়েজের প্রতিষ্ঠাতা নরেশ গোয়ালের অফিস সহ সাতটি জায়গায় তল্লাশি অভিযান চালায় সিবিআই।
সিবিআই সূত্রে খবর, দিল্লি এবং মুম্বইতে জেট এয়ারওয়েজের অফিস, প্রাক্তন জেট এয়ারওয়েজের এক আধিকারিকের বাড়ি এবং নরেশ গোয়েলের অফিস চত্বরে হানা দিয়েছে সিবিআই। কর্মকর্তারা জানিয়েছেন, ব্যাংক জালিয়াতির ঘটনায় তাঁর বিরুদ্ধে ইতিমধ্যেই মামলা দায়ের করা হয়েছে। সংবাদ সংস্থা এএনআই জানিয়েছে যে নরেশ গোয়েলের স্ত্রী অনিতা গোয়াল সহ অনেকেই ব্যাঙ্ক জালিয়াতি মামলায় অভিযুক্ত।
CBI সূত্রের খবর, জেট এয়ারওয়েজের একাধিক প্রাক্তন ডিরেক্টর সহ আরও বেশ কয়েকজন অভিযুক্তের বিরুদ্ধে আজকে এই অভিযান চালানো হয়েছে। সূত্রের খবর, দিল্লি ও মুম্বইয়ে জেট এয়ারওয়েজের অফিস প্রাঙ্গণ, জেট এয়ারওয়েজের প্রাক্তন আধিকারিক নরেশ গোয়েলের অফিস সহ মোট সাতটি জায়গায় একযোগে চলে তল্লাশি।
এই অভিযানে নরেশ গোয়েল এবং তার স্ত্রী অনিতা সহ প্রাক্তন এয়ারলাইন ডিরেক্টর গৌরাঙ্গ আনন্দ শেঠির বাসভবন ও অফিসে অভিযান চালায় সিবিআই। আধিকারিক সূত্রে জানা গিয়েছে, কানাড়া ব্যাঙ্ক জেট এয়ারওয়েজের বিরুদ্ধে ৫৩৮ কোটি টাকার দুর্নীতির অভিযোগ তুলেছে। এক সময় দেশের বৃহত্তম বেসরকারি উড়ান সংস্থা ছিল জেট এয়ারওয়েজ। ঋণের সমস্যার কারণে জর্জরিত হয়ে ২০১৯ সাল থেকে সংস্থা তাদের কার্যক্রম বন্ধ করে দেয়। সংস্থা দেউলিয়া হওয়ায় ২০২১ সালের জুন মাসে জালান-কালরকের কনসর্টিয়াম এই উড়ান সংস্থা অধিগ্রহণ করে নেয়।